সরকারকে উদ্দেশ্য করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, বাজেটে উল্লেখযোগ্যভাবে শিক্ষা বরাদ্দ নিশ্চিত করুন, জনগণকে বুঝ দেবেন না। অনতিবিলম্বে শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল গঠনের দাবিও জানান তিনি।
বৃহস্পতিবার (১৫ মে) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ ছাত্র ফেডারেশন আয়োজিত ‘শিক্ষায় বরাদ্দ বৃদ্ধি ও কার্যকর সংস্কার’ দাবিতে শিক্ষা সংলাপে তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, অভ্যুত্থানের পর সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্তব্য ছিল শিক্ষা খাতের সংস্কারে মনোযোগ দেওয়া। আমাদের একটা গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা দরকার, তার জন্য প্রয়োজন সংস্কার।
তিনি বলেন, ক্ষমতার কুক্ষিগতকরণ আমাদের রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোও তার বাইরে নয়। সেই জায়গা থেকে আমরা কীভাবে বের হতে পারি, সে বিষয়ে সবাইকে ঐকমত্যে আসা দরকার।
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ডের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈকত আরিফের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন লেখক ও শিক্ষক সফিক ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র রিচার্স ফেলো সামীও শীশ, আমাদের পাঠশালার প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, শিক্ষা সংস্কার আন্দোলনের সংগঠক হাসনাত কবির, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সভাপতি আবু রায়হান খান প্রমুখ।
শিক্ষা সংলাপে স্কুল-কলেজের শিক্ষকদের বেতন স্কেল নবম গ্রেডে উন্নীত, বিসিএস ট্রেনিং বিশ্ববিদ্যালয় চালুসহ ১৫ দফা প্রস্তাবনা জানানো হয় ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে।