জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘গত সাড়ে ১৫ বছরে দাঁড়ি-টুপিধারীদের কুকুরের মতো পিটিয়েছে ছাত্রলীগ ও যুবলীগ। টাখনুর ওপরে কাপড় পরলে তাদের নানা ট্যাগ দিয়ে নির্যাতন করা হয়েছে। এমনকি বায়তুল মোকাররম মসজিদে মুসল্লিদের দাঁড়ি ধরে টান দেওয়া হয়েছে। আমরা আর সেই পরিস্থিতি দেখতে চাই না। আমরা আলেমদের মর্যাদা দিতে চাই, নারীদেরও সম্মান ও অধিকার নিশ্চিত করতে চাই।’
শুক্রবার (১৬ মে) বিকালে রাজধানীর গুলিস্তানে শহিদ আবরার ফাহাদ এভিনিউতে ‘জাতীয় যুবশক্তি’ নামের এনসিপির যুব সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।
নাসীরুদ্দীন বলেন, ‘আজকের যুবশক্তির কমিটি একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে থাকবে। কারণ আওয়ামী লীগ নামক ফ্যাসিবাদকে প্রতিহত করে তাদের কার্যালয়ের সামনে আমরা অনুষ্ঠান করতে পেরেছি। এ কমিটি হবে আগামী রাজনীতির মাইলফলক।’
তিনি জানান, ৬৪ জেলায় সফর করে নতুন একটি গঠনভিত্তিক পরিকল্পনার মাধ্যমে যুবশক্তিকে সক্রিয় প্ল্যাটফর্মে রূপ দিতে কাজ করছেন তারা। অন্যান্য দলের যুব সংগঠনের কার্যক্রম পর্যালোচনা করে মতামতও নিয়েছেন বলে জানান তিনি।
এ সময় তিনি মানিক মিয়া এভিনিউয়ে আয়োজিত নারী মৈত্রী সম্মেলনকে স্বাগত জানান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।