X
বুধবার, ২১ মে ২০২৫
৭ জ্যৈষ্ঠ ১৪৩২

আজকের মধ্যেই ইশরাককে দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২৫, ১৪:৩০আপডেট : ২১ মে ২০২৫, ১৪:৩০

আজকের মধ্যেই ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়াপারসনের উপদেষ্টা আবদুস সালাম।

বুধবার (২১ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ পেশাজীবী জোটের আয়োজনে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, গত ৭ দিন যাবত ঢাকা মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের লোকজন ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন করছে। সরকারকে আমি বলতে চাই, কেন দেশটাকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেন। দুই-একজন উপদেষ্টার কারণে কি এই সরকার ব্যর্থ হবে? কোর্ট রায় দিয়েছেন, নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে। এখন যদি ইশরাক মেয়রের চেয়ারে বসে তাহলে কার স্বার্থে আঘাত লাগবে? নির্বাচনের আগে দেশে কোনও অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক, আশা করি সরকার তা চায় না। আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক, কারণ তা হলে দেশ আবার অন্ধকারের দিকে এগিয়ে যাবে। এই কারণে এতো কিছুর পরও আমরা চুপ করে আছি।

তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে অনেকেই সমালোচনা করেন, তাতে আমরা কিছু মনে করি না। আমরা আইনের শাসনকে বিশ্বাস করি। নির্বাচন কমিশনের গেজেট তো বাতিল করা হয় নাই, তাহলে কেন ইশরাককে মেয়রের পদ বুঝিয়ে দেওয়া হচ্ছে না? আমি বলতে চাই, আজকের মধ্যে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে।

আবদুস সালাম বলেন, বিদেশি কোম্পানির কাছে চট্টগ্রাম পোর্ট ইজারা দেওয়ার যে চক্রান্ত চলছে, তা জাতির সঙ্গে বেইমানি। তাছাড়া রোহিঙ্গাদের জন্য যে মানবিক করিডোর করতে চাচ্ছে, তা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। সরকারকে বলতে চাই, এমন কোনও পদক্ষেপ নেবেন না। তাহলে আমরা মাঠে নেমে এসে তার প্রতিবাদ করবো।

ড. ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিদেশি কোম্পানির কাছে পোর্ট আপনি দেবেনই, এটা কি আপনার বাবার সম্পত্তি? শেখ হাসিনা এমন কাজ করতে চেয়েছিল। তাহলে আপনি কি শেখ হাসিনার অসমাপ্ত কাজ সমাপ্ত করার উদ্যোগ নিয়েছেন? আমরা সেটা হতে দিতে চাই না। ৯ মাস পার হয়ে গেছে, এখনও কোনও কিছুর লক্ষণ নেই। বলছেন, যে জাতীয় ঐকমত্য হয়নি। এটা তো কোনোদিনই হবে না। যেসব ঐকমত্য হয়েছে সেগুলোকে নিয়েই নির্বাচনের ব্যবস্থা করুন।

/এএজে/আরআইজে/
সম্পর্কিত
দাবি আদায় না হওয়া পর্যন্ত যমুনা না ছাড়ার ঘোষণা ইশরাকের
শেখ হাসিনাসহ ৩৯৩ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন বিএনপি নেতা
সবার ঐক্যবদ্ধ থাকা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ: মঈন খান
সর্বশেষ খবর
নরসিংদীতে কবি হাসনাইন হীরার ওপর দুর্বৃত্তদের হামলা
নরসিংদীতে কবি হাসনাইন হীরার ওপর দুর্বৃত্তদের হামলা
দাবি আদায় না হওয়া পর্যন্ত যমুনা না ছাড়ার ঘোষণা ইশরাকের
দাবি আদায় না হওয়া পর্যন্ত যমুনা না ছাড়ার ঘোষণা ইশরাকের
কাস্টমস খোলা, কর্মকর্তারা বাইরে ঘোরাঘুরি করছেন, ক্ষতিগ্রস্ত আমদানিকারকরা
কাস্টমস খোলা, কর্মকর্তারা বাইরে ঘোরাঘুরি করছেন, ক্ষতিগ্রস্ত আমদানিকারকরা
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকা ফেরার নির্দেশ
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকা ফেরার নির্দেশ
সর্বাধিক পঠিত
কক্সবাজারে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রশিক্ষণ দিলো মার্কিন সেনা-বিমান বাহিনী
কক্সবাজারে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রশিক্ষণ দিলো মার্কিন সেনা-বিমান বাহিনী
ধানমন্ডি থানা থেকে ৩ জনকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় হান্নান মাসউদকে শোকজ
ধানমন্ডি থানা থেকে ৩ জনকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় হান্নান মাসউদকে শোকজ
কে হচ্ছেন নতুন পররাষ্ট্র সচিব 
কে হচ্ছেন নতুন পররাষ্ট্র সচিব 
পাসপোর্টের সেই বিতর্কিত তিন পরিচালকের ‘বিদায়ঘণ্টা’ বাজছে
পাসপোর্টের সেই বিতর্কিত তিন পরিচালকের ‘বিদায়ঘণ্টা’ বাজছে
‘ফ্যাসিবাদের সহযোগী’ আখ্যা দিয়ে তালিকা প্রকাশ জুলাই ঐক্যের
‘ফ্যাসিবাদের সহযোগী’ আখ্যা দিয়ে তালিকা প্রকাশ জুলাই ঐক্যের