X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

উচ্চশিক্ষায় লোন দিচ্ছে ব্র্যাক ব্যাংক 

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ মে ২০২২, ১৭:০৯আপডেট : ২১ মে ২০২২, ১৭:০৯

‘আগামী পার্সোনাল লোন’ নামে একটি নতুন বিশেষায়িত প্রোডাক্ট চালু করেছে ব্র্যাক ব্যাংক। যা সন্তানের উচ্চশিক্ষায় বাবা-মা ও অভিভাবকদের সহায়তা করবে। শনিবার (২১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ও বিদেশে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুবিধার্থে এটিই ব্র্যাক ব্যাংকের প্রথম লোন প্রোডাক্ট। এটি ব্যাংকের ‘আগামী স্টুডেন্ট ব্যাংকিং সার্ভিস’-এর অংশ। যা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্ট, এফডি ও ডিপিএস স্কিম, বিদেশে পড়ালেখার ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ফাইলস এবং স্টুডেন্ট লোনের একটি পরিপূর্ণ সমাধান।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনুমোদিত সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাবা-মা ও আইনি অভিভাবকরা এই লোনের জন্য আবেদন করতে পারবেন। বিদেশি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় অর্থায়নের জন্যও এই লোন নেওয়া যাবে। সেক্ষেত্রে বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ব্যাংক নিজেই ফান্ড ট্রান্সফার করার ব্যবস্থা করবে।

শিক্ষার্থীর অ্যাকাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে মিল রেখে গ্রাহকের পছন্দের সময় অনুযায়ী ৩, ৪, ৬ বা ১২ মাস পর পর ধাপে ধাপে ঋণ বিতরণ করা হবে। সর্বোচ্চ পাঁচ বছরের মধ্যে ঋণ পরিশোধ করতে হবে। ন্যূনতম ২০ হাজার টাকা মাসিক আয় আছে এমন বাবা-মা বা অভিভাবকরা লোনের জন্য আবেদন করতে পারবেন। বার্ষিক ৮ শতাংশ আকর্ষণীয় ইন্টারেস্ট রেট উপভোগ করবেন। গ্রাহকরা মোট শিক্ষা ব্যয়ের ১৩০ শতাংশ পর্যন্ত এবং সর্বোচ্চ ২০ লাখ টাকা লোন নিতে পারবেন।

নতুন এই প্রোডাক্ট সম্পর্কে ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, বাংলাদেশে প্রতি বছর প্রায় ১০ লাখ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পর্যায় পার করে। অনেক পরিবারের জন্য দেশের বেসরকারি ও বিদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার খরচ বহন করা বেশ কষ্টসাধ্য হয়। বাবা-মা ও অভিভাবকদের আর্থিক চাপ কমিয়ে তাদের সহযোগিতা করার জন্যই আমরা ‘আগামী পার্সোনাল লোন’ সুবিধা নিয়ে এসেছি।

তিনি আরও বলেন, সন্তানদের শিক্ষার খরচ বহন করতে এই লোন অভিভাবকদের ব্যাপকভাবে উপকৃত করবে। শিক্ষার্থীরা এখন তাদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে পারবে। অনন্য এই প্রোডাক্টটি ব্র্যাক ব্যাংকের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এটি সবার জন্য শিক্ষার সুযোগ তৈরি করে সমাজে অবদান রাখবে।

/আরকে/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ