X
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসা উচিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৩, ২৩:৩৭আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ২৩:৩৭

দেশে রোহিঙ্গা সংকট আজ একটি বড় ধরনের সমস্যা হিসেবে দেখা দিয়েছে। বাংলাদেশের এই মানবিক মূল্যবোধের স্বীকৃতি বা মূল্যায়ন বিদেশি রাষ্ট্রগুলো করলেও দীর্ঘদিন সাহায্য-সহযোগিতা করেনি বা তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার যথাযথ উদ্যোগ নেয়নি। তাই এ নিয়ে তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসা উচিত।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে নর্থ সাউথ ইউনিভার্সিটির সিন্ডিকেট হলে আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সেন্টার ফর পিস স্টাডিস (সিপিএস) এই আয়োজন করে।

ড. ইশরাত জাকিয়া সুলতানার সঞ্চালনায় সেমিনারে অংশ নেন রাষ্ট্রদূত ও সাবেক পররাষ্ট্র সচিব শহিদুল হক, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াৎ হোসেন, ড. মাহবুবুল হক, আরাকান রোহিঙ্গা জাতীয় সংস্থার প্রতিনিধি ডা. এইচ মিন্ট প্রমুখ।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াৎ হোসেন বলেন, ছোট সমস্যাগুলো আজ অনেক বড় আকার ধারণ করেছে। যে শিশুর বয়স এক মাস ছিল, সে এখন ছয় বছরের শিশু। অভ্যন্তরীণ বিষয়টি এখন আন্তর্জাতিক নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়িয়েছে। রোহিঙ্গা সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে তিনি এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সেমিনারে অন্য বক্তারা বলেন, বর্তমানে রোহিঙ্গা শরণার্থীর পরিস্থিতি বিশ্বের অন্যতম জটিল। যা তিন দশকেরও বেশি সময় ধরে অব্যাহত রয়েছে। কূটনীতিক, রাজনৈতিক নেতা এবং মানবিক এজেন্সিদের দীর্ঘদিনের দুর্ভোগে থাকা রোহিঙ্গাদের সুরক্ষার জন্য তাদের লড়াই চালিয়ে যেতে হবে। অস্থায়ী ব্যবস্থা আদালত কর্তৃক আদেশিত আইনত মিয়ানমারের ওপর বাধ্যবাধকতা রয়েছে।

তারা আরও বলেন, কেবল জাতিসংঘের সুরক্ষা কাউন্সিলই তা প্রয়োগ করতে পারে এবং চীন ও রাশিয়ার সঙ্গে এ ঘটনার সম্ভাবনা দূরবর্তী। সুতরাং মামলাটি পরবর্তী পর্যায়ে চলে যাওয়ার পরে এবং আদালত সামনের মাসগুলোতে মিয়ানমারের প্রতিক্রিয়াটির অপেক্ষায় রয়েছে।

আইসিজেতে গাম্বিয়ার ঘটনা এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার রোহিঙ্গাদের সমর্থন বিশ্ববাসীর পক্ষে উদাহরণস্বরূপ। নিপীড়নের নিন্দা করার জন্য আপনার কাছে সামরিক শক্তি বা অর্থনৈতিক শক্তি থাকতে হবে না। আইনি বাধ্যবাধকতা এবং নৈতিক দায়িত্ব, মানবতার দৃষ্টান্ত বড় বা ছোট সমস্ত রাজ্যের জন্য বিদ্যমান, বলেন বক্তারা।

/এনএআর/
সম্পর্কিত
‘রোহিঙ্গা প্রত্যাবাসনে রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব’
চীন সফর নিয়ে বিশেষ সংবাদ সম্মেলনরোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের অধিকতর কার্যকর ভূমিকা চেয়েছে বিএনপি
বৈশ্বিক অনুদান কমায় রোহিঙ্গা শিশুদের পড়ালেখার ক্ষতি হচ্ছে
সর্বশেষ খবর
টি-টোয়েন্টি বিশ্বকাপের আরও কাছে ইতালি!
টি-টোয়েন্টি বিশ্বকাপের আরও কাছে ইতালি!
গত ৩ বছরে ৫০ বিলিয়ন ডলারের সম্পদ জব্দ করেছে রাশিয়া
গত ৩ বছরে ৫০ বিলিয়ন ডলারের সম্পদ জব্দ করেছে রাশিয়া
জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ তিন জনের আনুষ্ঠানিক বিচার শুরু
জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ তিন জনের আনুষ্ঠানিক বিচার শুরু
ভুটানে বাংলাদেশ দূতাবাসে ৪ দিনব্যাপী আর্ট ক্যাম্প
ভুটানে বাংলাদেশ দূতাবাসে ৪ দিনব্যাপী আর্ট ক্যাম্প
সর্বাধিক পঠিত
ধর্ম অবমাননার অভিযোগ সরকারি চাকরিজীবীকে ওএসডি
ধর্ম অবমাননার অভিযোগ সরকারি চাকরিজীবীকে ওএসডি
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
আবার আন্দোলনে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা
আবার আন্দোলনে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল