X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

তাৎক্ষণিক রেমিট্যান্স সেবা এখন ‘নগদ’-এ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ মার্চ ২০২৩, ১৭:৩৩আপডেট : ২৫ মার্চ ২০২৩, ১৭:৩৭

বাংলাদেশ ব্যাংক অনুমোদিত রেমিট্যান্স সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম শুরু করেছে নগদ লিমিটেড। এখন কম খরচে তাৎক্ষণিকভাবে ‘নগদ’-এর মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠাতে পারবেন প্রবাসীরা। পাশাপাশি প্রতি হাজারে সরকারি বোনাস ২৫ টাকাসহ সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত বোনাস পাওয়ার সুযোগ দিচ্ছে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদ। শনিবার (১৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈধভাবে রেমিট্যান্স পাঠানোকে উৎসাহিত করতে ‘নগদ’ একটি বোনাস ক্যাম্পেইন চালু করেছে। এই ক্যাম্পেইনের আওতায় একজন গ্রাহক ১০ হাজার বা তার বেশি টাকা পাঠালে প্রতি লেনদেনে ১০০ টাকা বোনাস পাবেন এবং ক্যাম্পেইন চলাকালীন গ্রাহক সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ক্যাম্পেইনটি চালু থাকবে।

ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত সব দেশসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইতালি, কাতার, কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, সিঙ্গাপুর ও জাপান থেকে কম খরচে টাকা পাঠাতে পারবেন প্রবাসীরা। এসব দেশ থেকে পার্টনার এক্সচেঞ্জ হাউজ, মানি ট্রান্সফার অপারেটর বা ব্যাংকের মাধ্যমে ‘নগদ’-এ রেমিট্যান্স পাঠানো যাবে।

প্রাথমিকভাবে দেশের সোনালী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, ব্যাংক এশিয়া, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ট্রাস্ট ব্যাংকের পার্টনার এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে নগদ ওয়ালেটে টাকা পাঠানো যাবে। ‘নগদের এই সেবা ২৪ ঘণ্টায় চালু থাকবে।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘মানুষের জীবন সহজ করতে আমরা শুরু থেকে চেষ্টা করেছি। তারই অংশ হিসেবে আজ যুক্ত হলো রেমিট্যান্স। এর ফলে প্রবাসীরা এখন থেকে কম খরচে তাৎক্ষণিকভাবে দেশে টাকা পাঠাতে পারবেন। বাজারে বিদ্যমান এমএফএস সেবাগুলোর মধ্যে নগদ কম খরচে দেশে রেমিট্যান্স আনার নিশ্চয়তা দিচ্ছে।’

তিনি বলেন, ‘দেশের আর্থিক খাতে রেমিট্যান্স একটি শক্তিশালী বিষয়। এর মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল থাকে। বৈধ পথে দেশে টাকা পাঠানোর এই প্রক্রিয়ায় সম্পৃক্ত হতে পেরে আমরা গর্বিত।’

/আরকে/
সম্পর্কিত
রেমিট্যান্স বিতরণ নিয়ে প্রিমিয়ার ব্যাংক ও নগদের চুক্তি
সোনার দোকানের কর্মী দেবাশিষের দল জিতলো নগদের জমি
নগদের দুই কর্মীকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাই
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!