X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

তাৎক্ষণিক রেমিট্যান্স সেবা এখন ‘নগদ’-এ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ মার্চ ২০২৩, ১৭:৩৩আপডেট : ২৫ মার্চ ২০২৩, ১৭:৩৭

বাংলাদেশ ব্যাংক অনুমোদিত রেমিট্যান্স সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম শুরু করেছে নগদ লিমিটেড। এখন কম খরচে তাৎক্ষণিকভাবে ‘নগদ’-এর মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠাতে পারবেন প্রবাসীরা। পাশাপাশি প্রতি হাজারে সরকারি বোনাস ২৫ টাকাসহ সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত বোনাস পাওয়ার সুযোগ দিচ্ছে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদ। শনিবার (১৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈধভাবে রেমিট্যান্স পাঠানোকে উৎসাহিত করতে ‘নগদ’ একটি বোনাস ক্যাম্পেইন চালু করেছে। এই ক্যাম্পেইনের আওতায় একজন গ্রাহক ১০ হাজার বা তার বেশি টাকা পাঠালে প্রতি লেনদেনে ১০০ টাকা বোনাস পাবেন এবং ক্যাম্পেইন চলাকালীন গ্রাহক সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ক্যাম্পেইনটি চালু থাকবে।

ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত সব দেশসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইতালি, কাতার, কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, সিঙ্গাপুর ও জাপান থেকে কম খরচে টাকা পাঠাতে পারবেন প্রবাসীরা। এসব দেশ থেকে পার্টনার এক্সচেঞ্জ হাউজ, মানি ট্রান্সফার অপারেটর বা ব্যাংকের মাধ্যমে ‘নগদ’-এ রেমিট্যান্স পাঠানো যাবে।

প্রাথমিকভাবে দেশের সোনালী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, ব্যাংক এশিয়া, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ট্রাস্ট ব্যাংকের পার্টনার এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে নগদ ওয়ালেটে টাকা পাঠানো যাবে। ‘নগদের এই সেবা ২৪ ঘণ্টায় চালু থাকবে।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘মানুষের জীবন সহজ করতে আমরা শুরু থেকে চেষ্টা করেছি। তারই অংশ হিসেবে আজ যুক্ত হলো রেমিট্যান্স। এর ফলে প্রবাসীরা এখন থেকে কম খরচে তাৎক্ষণিকভাবে দেশে টাকা পাঠাতে পারবেন। বাজারে বিদ্যমান এমএফএস সেবাগুলোর মধ্যে নগদ কম খরচে দেশে রেমিট্যান্স আনার নিশ্চয়তা দিচ্ছে।’

তিনি বলেন, ‘দেশের আর্থিক খাতে রেমিট্যান্স একটি শক্তিশালী বিষয়। এর মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল থাকে। বৈধ পথে দেশে টাকা পাঠানোর এই প্রক্রিয়ায় সম্পৃক্ত হতে পেরে আমরা গর্বিত।’

/আরকে/
সম্পর্কিত
হাইকোর্টের রায় স্থগিত: নগদে প্রশাসক নিয়োগ অবৈধ
বিকাশ-নগদ-রকেটে দৈনিক ৫০ হাজার টাকা লেনদেন করা যাবে
নগদের নতুন প্রশাসক মোতাছিম বিল্লাহ
সর্বশেষ খবর
শিল্পী ও সাবেক এমপি মমতাজের সাত দিনের রিমান্ড আবেদন
শিল্পী ও সাবেক এমপি মমতাজের সাত দিনের রিমান্ড আবেদন
হাইকোর্টের রায় স্থগিত: নগদে প্রশাসক নিয়োগ অবৈধ
হাইকোর্টের রায় স্থগিত: নগদে প্রশাসক নিয়োগ অবৈধ
তেজগাঁওয়ে ময়লার স্তূপে শিশুর মরদেহ, গায়ে আঘাতের চিহ্ন
তেজগাঁওয়ে ময়লার স্তূপে শিশুর মরদেহ, গায়ে আঘাতের চিহ্ন
যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়াতে চায় বাংলাদেশ
যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়াতে চায় বাংলাদেশ
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়