বাংলাদেশের ফিনটেক খাতে অগ্রগামী ভূমিকা রাখায় জন্য ‘ফিনটেক পাইওনিয়ার’ সম্মাননা পেয়েছে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ।
শনিবার (২৯ জুলাই) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ স্টার্টআপ সামিট-২০২৩’ অনুষ্ঠানে বিকাশকে এই সম্মাননা দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর।
এ সময় ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তথ্য ও প্রযুক্তি বিভাগের সচিব সামসুল আরেফিন এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিকাশের প্রতিষ্ঠাতা ও সিইও কামাল কাদীর বলেন, ‘একযুগ ধরে আর্থিক অন্তর্ভুক্তির মধ্য দিয়ে সব শ্রেণি-পেশার মানুষের দৈনন্দিন লেনদেনকে সহজ ও নিরাপদ করার নিরন্তর প্রচেষ্টার স্বীকৃতি এই পুরস্কার। প্রধানমন্ত্রীর কাছ থেকে ফিনটেক পাইওনিয়ার পুরস্কার গ্রহণ আমাদের পথচলাকে আরও বেগবান করবে।’
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একযুগ আগে যাত্রা শুরু করা বিকাশ ব্যাংকিং সেবার বাইরে থাকা বিশাল জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় এনেছে। পাশাপাশি সবার দৈনন্দিন লেনদেনে আরও সক্ষমতা ও স্বাধীনতা আনার প্রয়াস চালিয়ে যাচ্ছে। বিকাশে সাত কোটি গ্রাহক, তিন লাখ ৩০ হাজার এজেন্ট, সাড়ে পাঁচ লাখ মার্চেন্ট রয়েছে। এছাড়া সরকারের কল্যাণ কর্মসূচিরও সহযোগী হিসেবে সব ধরনের ভাতা, প্রণোদনা, ও উপবৃত্তি প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছে দিচ্ছে বিকাশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারের স্মার্ট বাংলাদেশ রূপকল্পের অন্যতম ভিত্তি স্মার্ট অর্থনীতি বাস্তবায়নে ডিজিটাল লেনদেনের ইকোসিস্টেম শক্তিশালী করতে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে বিকাশ। ২০৪১ সালের উন্নত বাংলাদেশ যেন ক্যাশবিহীন স্মার্ট বাংলাদেশ হয় সেই লক্ষে কাজ করছে প্রিতষ্ঠানটি।