ফুটওয়্যার ব্র্যান্ড বাটার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত ২১ সেপ্টেম্বর এ আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথমবারের মতো বাটা চিলড্রেনস প্রোগ্রামের (বিসিপি) চেয়ারম্যান মনিকা পিগনাল বাটা বাংলাদেশ পরিদর্শনে আসেন। বিসিপি শিশুদের জীবনে কীভাবে প্রভাব ফেলছে তা দেখতে তিনি বিসিপি স্কুলও পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক দেবব্রত মুখার্জি ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে এসওএস চিলড্রেনস ভিলেজেস ইন্টারন্যাশনালের সঙ্গে বিশ্বব্যাপী পার্টনারশিপের কথা ঘোষণা করে বাটা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাটার তাৎপর্যপূর্ণ করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি প্রোগ্রাম হলো বিসিপি। এর মাধ্যমে স্থানীয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে পার্টনারশিপের দ্বারা শিশুদের সম্ভাবনাগুলো জাগাতে সহায়তা করে বাটা। আর এসওএস চিলড্রেনস ভিলেজেস হলো বিশ্বের বৃহত্তম সংস্থা, যা মা-বাবাহীন শিশু এবং তরুণদের সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় যত্ন, সম্পর্ক এবং সহায়তা নিশ্চিত করে।