X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন মাহীয়ুল ইসলাম ও আহমেদ রশিদ জয়

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ নভেম্বর ২০২৩, ১৩:০১আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১৩:০১

ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন মো. মাহীয়ুল ইসলাম ও আহমেদ রশিদ জয়। এর আগে, মো. মাহীয়ুল ইসলাম ব্র্যাক ব্যাংকে হেড অব রিটেইল ব্যাংকিং এবং আহমেদ রশিদ জয় হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। আগামী ১ ডিসেম্বর থেকে তাদের পদোন্নতি কার্যকর হবে বলে প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাহীয়ুল ইসলাম ২০১৯ সালের ডিসেম্বরে ব্র্যাক ব্যাংকে হেড অব রিটেইল ব্যাংকিং হিসেবে যোগদান করেন। কর্মজীবনে ২৫ বছরেরও বেশি ব্যাংকিং অভিজ্ঞতা রয়েছে তার। তিনি বাংলাদেশে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে দুই দশকের বেশি কর্মরত ছিলেন। তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন।

২০১৯ সালের অক্টোবরে ব্র্যাক ব্যাংকে হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট হিসেবে যোগদান করেন আহমেদ রশিদ জয়। তিনি ইস্টার্ন ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ২৫ বছরেরও বেশি সময় ধরে কর্মজীবনে তিনি আইএফসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং আইডিএলসি ফাইন্যান্সের সঙ্গে কাজ করেছেন। তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট থেকে ব্যাংক ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। 

মো. মাহীয়ুল ইসলামের পদোন্নতি সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর এফ হোসেন বলেন, ‘তার যোগ্য নেতৃত্বে আমাদের রিটেইল ব্যাংকিং ডিভিশন ধারাবাহিকভাবে নিজেদের অসামান্য কর্মক্ষমতা প্রদর্শন করে আসছে। যার ফলে, বর্তমান ব্যাংকিং খাতে মার্কেট লিডার হিসেবে আমরা প্রতিষ্ঠিত হয়েছি। প্রোডাক্ট ডিজাইন, সেগমেন্টেশন, বিজনেস অ্যানালিটিকস, ডিজিটাল পার্টনারশিপে তার ভূমিকা আমাদের ব্যাংকের গ্রাহক অভিজ্ঞতা ও ব্যালেন্স শিট প্রবৃদ্ধিতে সাহায্য করেছে।’

আহমেদ রশিদ জয়ের পদোন্নতি সম্পর্কে সেলিম আর এফ হোসেন বলেন, ‘জয় চার বছর ধরে ব্যাংকের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট কার্যক্রম সফলভাবে পরিচালনা করে আসছেন। মার্কেট সম্পর্কে তার বিশদ অভিজ্ঞতা রয়েছে। প্রযুক্তিগত দক্ষতা এবং ঝুঁকি ব্যবস্থাপনার নতুন কৌশল বাস্তবায়নে তার ক্রমাগত প্রচেষ্টা ব্র্যাক ব্যাংকের সেরা পোর্টফোলিও কোয়ালিটি এবং ক্রেডিট রেটিং অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’

/আরকে/   
সম্পর্কিত
দুই মাসে ব্র্যাক ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন 
‘দেশের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আমরা কাজ করছি’
ঋণ পরিশোধে ব্যর্থ, ব্যাংকের বিরুদ্ধে কম দামে জমি বিক্রির অভিযোগ
সর্বশেষ খবর
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
মহসিনকে পেয়ে আবেগে আপ্লুত সাব্বির-কায়সার-বিপ্লবরা
মহসিনকে পেয়ে আবেগে আপ্লুত সাব্বির-কায়সার-বিপ্লবরা
দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড