হামদর্দ বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের ২৭৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর বাংলামটরে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের সভাকক্ষে এ আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সাবেক সচিব কাজী গোলাম রহমানের সভাপতিত্বে সভায় ছিলেন– বোর্ড অব ট্রাস্টিজের মহাসচিব এবং হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া, বোর্ড সদস্য ও সাবেক সচিব মো. নূরুল ইসলাম, অবসরপ্রাপ্ত লে. জে. আবু তৈয়ব মো. জহিরুল আলম, ওয়াক্ফ প্রশাসকের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপ-প্রশাসক ১ (উপ-সচিব) হাছিনা বেগম, হামদর্দ বাংলাদেশের উপ-ব্যবস্থাপনা পরিচালক হাকীম মো. জামাল উদ্দিন রাসেল।
বৈঠকে হামদর্দ বাংলাদেশের গুরুত্বপূর্ণ নানা বিষয়ের সিদ্ধান্ত গৃহীত হয়। ট্রাস্টি বোর্ডের সভা শেষে হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের ৭২তম সভা এবং হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ৮১তম ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ছিলেন– সিনিয়র পরিচালক (অর্থ ও হিসাব) মো. আনিসুল হক, হামদর্দ ফাউন্ডেশনের পরিচালক অবসরপ্রাপ্ত লে. কর্নেল মাহবুবুল আলম চৌধুরী, পরিচালক (মানবসম্পদ উন্নয়ন) ডা.হাকীম নার্গিস মার্জান, পরিচালক (ক্রয়) হাকীম সাইফউদ্দিন মুরাদ, পরিচালক (উৎপাদন) বশির আহাম্মদ, পরিচালক (বিপণন) মোহাম্মদ শরীফুল ইসলাম, পরিচালক (তথ্য ও গণসংযোগ) আমিরুল মোমেনীন মানিক, কোম্পানি সেক্রেটারি ও পরিচালক প্রশাসন (অতিরিক্ত দায়িত্ব) মো.আবদুল মজিদ প্রমুখ।