X
শনিবার, ১০ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

ঈদ উপলক্ষে ওয়ালটন ফ্রিজের ‘ননস্টপ মিলিয়নিয়ার’ ক্যাম্পেইন

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ জুন ২০২৪, ১৭:২৩আপডেট : ১৩ জুন ২০২৪, ১৭:৩৮

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্য উৎপাদন এবং বিপণনকারী প্রতিষ্ঠান ওয়ালটনে চলছে ‘ননস্টপ মিলিয়নিয়ার’ ক্যাম্পেইন। এর আওতায় ঈদে ওয়ালটনের যে কোনও মডেলের ফ্রিজ কিনে ক্রেতারা পাচ্ছেন মিলিয়নিয়ার হওয়ার সুযোগ। এরইমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হয়েছেন ৯ জন। প্রত্যেকে পেয়েছেন ১০ লাখ টাকা। এছাড়াও রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বৃহস্পতিবার (১৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়ালটনের মিলিয়নিয়ার ক্যাম্পেইন এবারের ঈদে ফ্রিজের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে। ঈদে ক্রেতাদের জন্য বিশেষ চমক হিসেবে ওয়ালটন বাজারে এনেছে অর্ধ-শতাধিক অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ নতুন মডেলের ফ্রিজ। এর মধ্যে রয়েছে– ৬৪৬ লিটার ধারণক্ষমতার মাল্টি-কালার ডিজাইনের সাইড বাই সাইড রেফ্রিজারেটর, নাইন-ইন-ওয়ান কনভার্টিবল মোডসমৃদ্ধ ৬৬০ লিটার ফ্রেঞ্চ ডোর রেফ্রিজারেটর, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ৩৪৩ লিটার অত্যাধুনিক নন-ফ্রস্ট রেফ্রিজারেটর, ৩৩৪ লিটার ভার্টিকাল ফ্রিজার এবং কনভার্টিবল মোডের ২৫৫ লিটার চেস্ট ফ্রিজার। নতুন মডেলের এ সব ফ্রিজ বিদ্যুৎ সাশ্রয়ী, পরিবেশবান্ধবও।

ওয়ালটন ফ্রিজের প্রধান ব্যবসা কর্মকর্তা তাহসিনুল হক বলেন, ‘প্রতিটি বড় উৎসবে ক্রেতাদের জন্য বিশেষ চমক নিয়ে আসে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় ঈদুল আজহাকে সামনে রেখে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। এছাড়া ক্রেতাদের জন্য বেশ কয়েকটি নতুন মডেলের রেফ্রিজারেটর বাজারে এনেছি আমরা।’  

ওয়ালটন ফ্রিজের উপ-প্রধান ব্যবসা কর্মকর্তা আনিসুর রহমান মল্লিক জানান, ওয়ালটনের নতুন মডেলের ফ্রিজে ব্যবহার করা হয়েছে থ্রিডি এমএসও ইনভার্টার টেকনোলজি। এই প্রযুক্তি পরিবেশগত তাপমাত্রার থ্রিডি ডাটা সংগ্রহের মাধ্যমে ফ্রিজের সঠিক তাপমাত্রা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে অভ্যন্তরীণ সর্বোচ্চ শীতলতা নিশ্চিত করে। এ কারণে ওয়ালটন ফ্রিজে ৭৫ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় হয়। এছাড়াও ওয়ালটন ফ্রিজে এআই ডক্টর ফিচার যুক্ত করা হয়েছে। এতে গ্রাহকের বাসায় ব্যবহৃত ফ্রিজে কোনও সমস্যা দেখা দিলে ওয়ালটনের সার্ভারে এলার্ম বাজবে। পরে সার্ভিস সেন্টারের প্রতিনিধিরা গ্রাহকের বাসায় গিয়ে প্রয়োজনীয় সমাধান দেবেন।

/আরকে/
সম্পর্কিত
ওয়ালটনের এআই, আইওটিসহ অত্যাধুনিক ফিচারের স্মার্ট ফ্রিজ উন্মোচন
৩য় প্রান্তিক শেষে ওয়ালটনের মুনাফা ৬৯৬ কোটি টাকা
বিনিয়োগ সম্মেলনে ওয়ালটন পেলো ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড’
সর্বশেষ খবর
শাহবাগে মধ্যরাতেও উপচেপড়া ভিড়, চলছে ডকুমেন্টারি প্রদর্শনী
শাহবাগে মধ্যরাতেও উপচেপড়া ভিড়, চলছে ডকুমেন্টারি প্রদর্শনী
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার যানজট
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার যানজট
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের