X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

তথ্য-সাক্ষ্য সংগ্রহ করে দলিলবদ্ধকরণের উদ্যোগ

বাংলা ট্রিবিউন ডেস্ক 
১৮ আগস্ট ২০২৪, ১০:২০আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১০:২০

গত জুলাই থেকে বাংলাদেশে সংঘটিত সব ঘটনা ইন্টারন্যাশনাল ক্রাইমস স্ট্রাটেজি ফোরাম (আইসিএসএফ) নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে আসছে এবং এ সংক্রান্ত সব ধরনের প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করছে। আইসিএসএফ এর এই তথ্য ও সাক্ষ্য সংগ্রহ উদ্যোগ (documentation) এর আওতায় পড়ছে জুলাই থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সব পক্ষের দিক থেকে সব ধরনের সহিংস ও নৈরাজ্যমূলক ঘটনাবলির দলিলবদ্ধকরণ। কারণ, আইসিএসএফ মনে করে, ভবিষ্যতের যেকোনও আনুষ্ঠানিক ন্যায়বিচার ও ক্ষতিপূরণ উদ্যোগকে সহায়তা বা পর্যবেক্ষণের ক্ষেত্রে এই প্রক্রিয়ার কোনও বিকল্প নেই।

সেই কর্মসূচির অংশ হিসেবে এ পর্যায়ে আইসিএসএফ এই ডকুমেন্টেশন/দলিলবদ্ধকরণ প্ল্যাটফর্মটির খবর বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে দিতে চায়। যাতে দেশের প্রতিটি শহর, জেলা থেকে শুরু করে দূর-দূরান্তের প্রান্তিক সর্বসাধারণ মানুষ নিরাপদ অবস্থান থেকে তাদের কিংবা তাদের পরিবারের বিরুদ্ধে ঘটে যাওয়া সব ধরনের সহিংস ঘটনাগুলো এই উদ্যোগের মাধ্যমে দলিলবদ্ধ/রিপোর্ট করতে পারেন।

যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ, গণহত্যা নিয়ে গত ১৬ বছরেরও বেশি সময় ধরে নিরলসভাবে কাজ করে যাওয়া মানবাধিকার সংগঠন হিসেবে এই দলিলবদ্ধকরণ আইসিএসএফ তার কর্তব্য বলে মনে করে।

আইসিএসএফ বলছে, এই উদ্যোগে তাদের সহযোগী অংশীদার হিসেবে রয়েছে দেশ ও বিদেশের অনেকগুলো সেক্যুলার ও মানবাধিকার সংগঠন, যাদের নাম অনুকূল এবং নিরাপদ পরিস্থিতিতে প্রকাশ করা হবে।

তারা জানায়, ‘বাংলাদেশ কনফ্লিক্ট ডট ওয়াচ’ প্ল্যাটফর্মে তারা দেশের বিভিন্ন অঞ্চলে সংঘটিত সংঘাতমূলক ঘটনার তথ্য ও সাক্ষ্য সংগ্রহ, বিশ্লেষণ, এবং ডেটা আকারে সংরক্ষণ করছে। তাদের উদ্দেশ্য হলো এই তথ্যের মাধ্যমে ভবিষ্যতে সংঘাত প্রতিরোধের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এবং ন্যায়বিচার প্রক্রিয়াকে সহায়তা করা।

সবাইকে এসব ঘটনা শেয়ার করার আহ্বান জানিয়ে আইসিএসএফ বলেছে, আপনার এলাকায় যদি কোনও সংঘাত, সহিংসতা, সামাজিক অস্থিরতা বা রাজনৈতিক বিশৃঙ্খলার ঘটনা ঘটে থাকে, তাহলে দয়া করে আমাদের সঙ্গে সেই ঘটনাগুলোর তথ্য শেয়ার করুন। আপনি এই প্ল্যাটফর্মের মাধ্যমে নিজের বা অন্যদের অভিজ্ঞতা জমা দিতে পারেন, যা আমাদের গবেষণায় সহায়ক হবে এবং একটি সহনশীল সমাজ গঠনে অবদান রাখবে।

আপনার অভিজ্ঞতা আমাদের কাছে মূল্যবান। আপনার প্রদত্ত তথ্যের গোপনীয়তা রক্ষা করা হবে এবং এটি গবেষণা ও নীতিমালা তৈরিতেও ব্যবহার করা হবে বলে জানায় আইসিএসএফ।

এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনার ভাষ্য/বিবরণী/তথ্য/সাক্ষ্য জমা দিন এবং পরিচিত ও ভুক্তভোগী অন্যদেরও অনুরোধ করুন তাদের সাক্ষ্য জমা দিতে—

https://bdconflict.watch

উদ্যোগটির খবর ছড়িয়ে দিন। এখনই অংশ নিন এবং একটি শান্তিপূর্ণ বাংলাদেশের নির্মাণে আপনার অবদান রাখুন!

/আরআইজে/
সম্পর্কিত
এবার পুলিশ সংস্কারের দাবিতে আন্দোলনের ঘোষণা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
বৈষম্যবিরোধী-এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
সর্বশেষ খবর
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বোটক্স সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
বোটক্স সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
রবীন্দ্রনাথ-নজরুল জীবনঘনিষ্ঠ কবি: শিক্ষা উপদেষ্টা
রবীন্দ্রনাথ-নজরুল জীবনঘনিষ্ঠ কবি: শিক্ষা উপদেষ্টা
ব্রিটেনে সন্ত্রাসী সংগঠন হিসেবে প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধের অনুমোদন
ব্রিটেনে সন্ত্রাসী সংগঠন হিসেবে প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধের অনুমোদন
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’