X
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
২৪ বৈশাখ ১৪৩২

ইউএপিতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দিনব্যাপী ‘ক্যারিয়ার ফেয়ার’ অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ এপ্রিল ২০২৫, ২১:২৪আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ২১:২৪

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) -এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ শনিবার (২৬ এপ্রিল) ঢাকার গ্রিন রোডে অবস্থিত বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ‘ক্যারিয়ার ফেয়ার-২০২৫’ আয়োজন করেছে। অনুষ্ঠানে জাতীয় এবং বহুজাতিক প্রতিষ্ঠানের স্টল প্রদর্শনী, ক্যারিয়ার ওয়ার্কশপ, প্যানেল আলোচনা, সিইও আলোচনা অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থী এবং চাকরিপ্রার্থীদের মূল্যবান ক্যারিয়ারের সুযোগ দেওয়ার লক্ষ্যে, এই অনুষ্ঠানে ২০টিরও বেশি শীর্ষস্থানীয় জাতীয় এবং বহুজাতিক কোম্পানি অংশগ্রহণ করে।

ইউএপির উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান উৎসবের উদ্বোধন করেন। তার উদ্বোধনী বক্তব্যে, উপাচার্য অ্যাকাডেমিয়া এবং শিল্পের মধ্যে ব্যবধান কমাতে, শিক্ষার্থীদের তাদের পেশাগত যাত্রার জন্য আরও ভালোভাবে প্রস্তুত করতে সহায়তা করার জন্য এই ধরনের ইভেন্টের গুরুত্বের ওপর জোর দেন।

ডিপিএইচই-এর সিডব্লিউআইএস-এফএসএম সেলের সিইও ড. আবদুল্লাহ আল মুয়ীদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও ছিলেন অধ্যাপক ড. শেখ আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ, ইউএপি; অধ্যাপক ড. জি. আর. আহমেদ জামাল, ডিন, স্কুল অব ইঞ্জিনিয়ারিং, ইউএপি এবং অধ্যাপক ড. নেহরিন মাজেদ, বিভাগীয় প্রধান, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইউএপি।

ক্যারিয়ার ফেয়ারটি একটি গতিশীল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে, যা শিক্ষার্থীদের শীর্ষস্থানীয় নিয়োগকর্তাদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে, বিভিন্ন চাকরির সুযোগ অন্বেষণ করতে এবং বিভিন্ন শিল্পে ক্যারিয়ারের পথ সম্পর্কে অন্তর্দৃষ্টি অর্জন করতে সহায়তা করে।

গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্ক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক কেএম হাসান রিপন একটি ক্যারিয়ার কর্মশালা পরিচালনা করেন।

‘সিইও-স ক্যারিয়ার টকস’ অধিবেশনে, মেনার্ড এশিয়ায় বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মিসেস ফাহিমা শাহাদাত এবং এলসিটি সলিউশন সেন্টারের সিইও ফিরোজ এম. জাহিদুর রহমান তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং পরামর্শ দেন।

ক্যারিয়ার ফেয়ার-২০২৫

বেসাইড অ্যানালিটিক্সের সিইও ড. সাঈদ আহমেদের সঞ্চালনায় ‘নিয়োগকর্তার প্রত্যাশা’ শীর্ষক ইন্টারেক্টিভ প্যানেল আলোচনায়, বিশিষ্ট প্যানেলিস্টদের মধ্যে ছিলেন- মিসেস মনিকা গুহ, প্রধান প্রশাসনিক কর্মকর্তা, এইচআর এবং অ্যাডমিন, সিইইসিসি; জনাব সৈয়দ আখলাকুজ্জামান, জিএম-এইচআর, ডিডিসিএল; এবং রহিমআফরোজ (বাংলাদেশ) লিমিটেডের এইচআর গ্রুপ প্রধান মিসেস রিফাত সুলতানা।

অনুষ্ঠানটি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়, যেখানে প্রধান অতিথি ছিলেন দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. আব্দুল আউয়াল। বিশেষ অতিথি ছিলেন রিজ পার্ক হোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান জনাব বদরুল হাসান খান এবং সম্মানিত অতিথি ছিলেন ইউএপির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন স্থপতি মাহবুবা হক।

দিনব্যাপী, শিক্ষার্থীরা কর্মশালায় একের পর এক সাক্ষাৎকার এবং কোম্পানির উপস্থাপনায় অংশগ্রহণ করে, যা একটি বিস্তৃত ও ফলপ্রসূ অভিজ্ঞতা তৈরি করে। অনেক শিক্ষার্থী বাংলাদেশ এবং বিদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করার বিষয়ে তাদের উচ্ছ্বাস প্রকাশ করে। বাস্তব জগতের চাকরির সুযোগ সম্পর্কে অমূল্য অভিজ্ঞতা অর্জন হবে এবং তাদের পেশাদার ভবিষ্যত গঠন করতে পারে এমন সংযোগ তৈরিতে ক্যারিয়ার ফেয়ার সহায়তা করবে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পারমাণবিক যুদ্ধের ঝুঁকি ‘স্পষ্ট ও বাস্তব’, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি
পারমাণবিক যুদ্ধের ঝুঁকি ‘স্পষ্ট ও বাস্তব’, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি
মহানির্বাণ
মহানির্বাণ
ভারত-পাকিস্তান সংঘাতে কাঁপছে দক্ষিণ এশিয়া, বাংলাদেশের অর্থনীতিতে শঙ্কার মেঘ
ভারত-পাকিস্তান সংঘাতে কাঁপছে দক্ষিণ এশিয়া, বাংলাদেশের অর্থনীতিতে শঙ্কার মেঘ
কক্সবাজার পৌর এলাকা থেকে দৈনিক ৩৪ টন প্লাস্টিক বর্জ্য সাগরে পড়ছে
কক্সবাজার পৌর এলাকা থেকে দৈনিক ৩৪ টন প্লাস্টিক বর্জ্য সাগরে পড়ছে
সর্বাধিক পঠিত
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
ফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
পাকিস্তানে ভারতের হামলাফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা