X
রবিবার, ২৫ মে ২০২৫
১১ জ্যৈষ্ঠ ১৪৩২

অত্যাধুনিক এআই প্রযুক্তি নিয়ে এলো আইটেল সিটি সিরিজের প্রথম স্মার্টফোন

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ মে ২০২৫, ১৭:০৮আপডেট : ২৫ মে ২০২৫, ১৭:০৮

নির্ভরযোগ্য স্মার্ট লাইফ ব্র্যান্ড আইটেল আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো নতুন সিটি সিরিজের প্রথম স্মার্টফোন ‘সিটি হান্ড্রেড’। বাজারে আসা মাত্র ১১ হাজার ৯৯০ টাকা মূল্যের এই স্মার্টফোন নতুন প্রজন্মের জন্য পুরোপুরি জুতসই।

অত্যাধুনিক এআই প্রযুক্তি, আকর্ষণীয় ডিজাইন ও শক্তিশালী পারফরম্যান্স– সব মিলিয়ে ‘সিটি হান্ড্রেড’ তরুণদের দিচ্ছে স্টাইল, স্মার্টনেস ও স্পিডের এক অনন্য অভিজ্ঞতা। সুপার ফান সুপার স্ট্রং– এই প্রতিপাদ্য নিয়ে উন্মোচন হওয়া ‘সিটি হান্ড্রেড’ কেবল একটি ডিভাইস নয়, এটি তরুণদের ডিজিটাল স্টাইল স্টেটমেন্ট।

৭ দশমিক ৬৫ মিমি প্রিমিয়াম ইউনিবডি ফ্রেমে তৈরি এই ফোন তার স্লিম ও স্লিক লুকে নজর কাড়ে সহজেই। ফোনটির ৬ দশমিক ৭৫ ইঞ্চির আল্ট্রা-ফ্ল্যাট ডিসপ্লে ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ৭০০ নিট ব্রাইটনেস ও ৮৩ শতাংশ রঙের ব্যাপ্তি দিনের আলোতেও চোখধাঁধানো ভিজ্যুয়াল নিশ্চিত করে।

আইটেল ‘সিটি হান্ড্রেড’ ফোন রাফ ইউজারদের কথা মাথায় রেখে তৈরি হয়েছে। এটি আইপি-৬৪ রেটেড ধুলো ও পানি প্রতিরোধী। ফোনটি ১ দশমিক ৫ মিটার উচ্চতা থেকে ২৫ হাজার মাইক্রো-ড্রপ টেস্টে উত্তীর্ণ হয়েছে। এর সঙ্গে থাকছে ৬০ মাসের ফ্লুয়েন্সি গ্যারান্টি। তাছাড়া লিমিটেড স্টক হিসেবে ফ্রি ম্যাগনেটিক স্পিকার ও ম্যাগনেটিক ব্যাক কভার পাওয়া যাবে। ৫ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ার-ঘণ্টা ব্যাটারির সঙ্গে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা ও চার বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টি থাকছে ‘সিটি হান্ড্রেড’-এ, যা নিশ্চিত করে দিনভর ব্যবহার ও দীর্ঘমেয়াদি নির্ভরযোগ্যতা।

‘সিটি হান্ড্রেড’-এর সবচেয়ে চমকপ্রদ দিক হলো– এটি আইটেলের প্রথম স্মার্টফোন যেখানে রয়েছে ‘ডিপসিক আরওয়ান এইআই’ মডেল। এই প্রযুক্তি ব্যবহারকারীদের দিচ্ছে টেক্সট থেকে ওয়ালপেপার তৈরি, পছন্দের ছবিকে স্টাইলাইজ, ইনস্ট্যান্ট অনুবাদ, ইমেজ-টু-টেক্সট, এআই ভয়েস স্ন্যাপ, এআই লেখালেখি, কল নয়েজ রিডাকশন ও এক ক্লিকে অনলাইন খোঁজসহ নানান স্মার্ট ফিচার।

তরুণরা এখন আইটেলের স্মার্টফোনের মাধ্যমে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধা উপভোগ করতে পারবে। আইটেল স্মার্টফোন স্মার্ট লাইফস্টাইলকে সহজ, সাশ্রয়ী ও সবার জন্য গ্রহণযোগ্য করে তুলেছে।

/জেএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় মুক্তিযোদ্ধার নামে থাকা স্থাপনার নাম পরিবর্তনে শেকড় ফাউন্ডেশনের প্রতিবাদ 
পাবনায় মুক্তিযোদ্ধার নামে থাকা স্থাপনার নাম পরিবর্তনে শেকড় ফাউন্ডেশনের প্রতিবাদ 
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের বৈঠক
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের বৈঠক
আগে বাড়ি ফিরতে চান ধোনি, চার-পাঁচ মাস পর ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত
আগে বাড়ি ফিরতে চান ধোনি, চার-পাঁচ মাস পর ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত
মুফতি আমির হামজাকে জামায়াতের এমপি প্রার্থী ঘোষণা
মুফতি আমির হামজাকে জামায়াতের এমপি প্রার্থী ঘোষণা
সর্বাধিক পঠিত
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
সোমবার থেকে বন্ধ থাকবে সব ধরনের আমদানি-রফতানি
সোমবার থেকে বন্ধ থাকবে সব ধরনের আমদানি-রফতানি
বিক্ষোভে উত্তাল সচিবালয়
বিক্ষোভে উত্তাল সচিবালয়
বাংলাদেশসহ একাধিক দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন: যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ একাধিক দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন: যুক্তরাষ্ট্র
নিজ জেলায় জামায়াত আমির, দিনব্যাপী কর্মসূচি
নিজ জেলায় জামায়াত আমির, দিনব্যাপী কর্মসূচি