X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

করোনা প্রতিরোধে সিটি ব্যাংকের উদ্যোগ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ মার্চ ২০২০, ২০:৪৮আপডেট : ২৪ মার্চ ২০২০, ২০:৪৮

সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে করোনা প্রতিরোধে সতর্কতা করোনাভাইরাস প্রতিরোধে বিশেষ পদক্ষেপ নিয়েছে সিটি ব্যাংক। বিশেষ কমিটি গঠন করে সারাদেশে এর শাখাগুলো পর্যবক্ষেণের আওতায় নিয়ে আসা হচ্ছে।

রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে ঢোকার সময় থার্মাল স্ক্যানারে সব কর্মীর শরীরের তাপমাত্রা মেপে দেখছেন দায়িত্বপ্রাপ্তরা। হাত হাইজেনিক করার জন্য পর্যাপ্ত স্যানিটাইজার, হ্যান্ডওয়াশের ব্যবস্থা করা হয়েছে। পুরো ভবনের দরজা ও হ্যান্ডেল হাইজেনিক রাখতে নতুনভাবে ধোয়ামোছা করা হচ্ছে।

সিটি ব্যাংকের প্রধান গণসংযোগ কর্মকর্তা মির্জা ইয়াহিয়া গত ২২ মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘করোনাভাইরাসের কারণে দেশে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করেছে সরকার। কিন্তু অন্ন-বস্ত্রের মতো মৌলিক চাহিদা তো পূরণ করতেই হবে। তাই লেনদেন চালু থাকবে।’

প্রতিষ্ঠানটির এই কর্মকর্তার কথায়, ‘আমরা যারা ব্যাংকিং খাতে আছি তাদের কর্মকান্ড থামানোর উপায় নেই। কিন্তু সতর্কতামূলক পদক্ষেপ নিতে হবে। এ বিষয়ে সিটি ব্যাংক বিশেষ উদ্যোগ নিয়েছে।’

জানা গেছে, গত ১৮ মার্চ এক বৈঠকে কোভিড-১৯ প্রতিরোধে একটি বিশেষ কমিটি করে দিয়েছেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিন। এর মাধ্যমে প্রধান কার্যালয়সহ সারাদেশে ব্যাংকটির সব শাখা পর্যবক্ষেণ করা হবে।

প্রধান গণসংযোগ কর্মকর্তা জানান, সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আপাতত অতিথি আগমন বন্ধ রাখা হয়েছে। ফোনে ও ভিডিওকলে তাদের সঙ্গে কাজ সেরে নিচ্ছেন কর্মীরা। যদি কাউকে জরুরিভাবে অফিসে আনতে হয়, তাহলে তার শারীরিক পরিস্থিতি সতর্কতার সঙ্গে যাচাই করা হবে।

অন্যদিকে সিটি ব্যাংকের প্রধান কার্যালয়সহ সারাদেশের সব শাখা অফিসে ফিঙ্গার ইমপ্রেশন সিস্টেম হাজিরা ইন-অ্যাক্টিভ করে আইডি-কার্ড ভিত্তিক হাজিরা চালু হয়েছে। ক্যাশ, ফ্রন্ট ডেস্ক ও নিরাপত্তা সংশ্লিষ্ট সব কর্মীর মুখে মাস্ক থাকা এখন বাধ্যতামূলক। সবাইকে গ্লাভস পরে কাজ করতে বলা হয়েছে।

জরুরি পরিস্থিতিতে কীভাবে সিটি ব্যাংক কার্যক্রম চালিয়ে নেওয়া যায় সেই প্রস্তুতি নিয়েছে। এর অংশ হিসেবে ব্যাংকটি কর্মীদের দুই ভাগে ভাগ করেছে। একটি দল অফিস করছে, আরেকটি দল ছুটিতে থাকছে অথবা বাসা থেকে কাজ করছে। সব মিলিয়ে সিটি ব্যাংক পরিবার সর্বস্তরের কর্মী ও গ্রাহকের সুরক্ষায় শতভাগ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার উদ্যোগ নিয়েছে।

ব্যাংক কর্তৃপক্ষ এ সময় নগদ টাকা ব্যবহারের চেয়ে কার্ডে লেনদেনকে উৎসাহিত করছে। তাদের মতে, সবাই সতর্ক থাকলে করোনাভাইরাস প্রতিরোধ করা যাবে। এজন্য আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ব্যাংকটি।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কলেজ চত্বর থেকে অসুস্থ ভুবন চিল উদ্ধার
কলেজ চত্বর থেকে অসুস্থ ভুবন চিল উদ্ধার
নাহিদ সুলতানা যুথীসহ ৩ জনের জামিন আবেদন শুনতে হাইকোর্টের নতুন বেঞ্চ
নাহিদ সুলতানা যুথীসহ ৩ জনের জামিন আবেদন শুনতে হাইকোর্টের নতুন বেঞ্চ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: হাফিজ উদ্দীন
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: হাফিজ উদ্দীন
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৩
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৩
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই