X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বিকাশে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে পৌঁছে যাচ্ছে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ মে ২০২০, ২৩:২০আপডেট : ১৫ মে ২০২০, ২৩:২২

বিকাশে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে পৌঁছে যাচ্ছে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৫০ লাখ ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ২৫০০ টাকা করে আর্থিক সহায়তা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকাশের মাধ্যমে ১৫ লাখ দুস্থ পরিবারের কাছে সরকারি এই অর্থ সহায়তা পৌঁছে যাবে ঈদের আগেই। আশা করা হচ্ছে, রমজান ও ঈদের সময় এই সাহায্য কিছুটা হলেও অসহায়দের স্বস্তি দেবে এবং তাদের জরুরি প্রয়োজনে কাজে আসবে।
সরকারি সাহায্যের এই টাকা ক্যাশআউটের ক্ষেত্রে উপকারভোগীর কোনও খরচ লাগবে না। মোট ক্যাশআউট খরচের ১৫ টাকা দেবে সরকার, এই মহতী উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত থেকে বাকি ৩১ টাকা ২৫ পয়সা বহন করবে বিকাশ। সঠিক পরিবারের কাছে যেন অর্থ সহায়তা পৌঁছায় তা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ভেরিফিকেশনের মাধ্যমে নিশ্চিত করছে বিকাশ। সাহায্য পাওয়া পরিবারের সদস্যরা যেন নির্বিঘ্নে এই টাকা ক্যাশআউট করতে পারেন সেজন্য সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সিংয়ে অংশ নিয়ে বরগুনা জেলার একজন জেলে ও শরীয়তপুর জেলার একজন ভ্যানচালক আর্থিক সহায়তা পেয়ে তাকে ধন্যবাদ জানান। এ সময় তিনি বলেন, ‘এটাই ডিজিটাল বাংলাদেশের সুফল। হাতে হাতে টাকা নিতে হবে না, কারও কাছে ধরনা দিতে হবে না কিংবা কাউকে বলতে হবে না। সরাসরি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পৌঁছে যাবে টাকা।’

বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল কাদীর বলেন, ‘বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার দূরদর্শী পদক্ষেপের কল্যাণেই আজকের এই মহামারি পরিস্থিতিতে সহজেই প্রান্তিক মানুষের কাছে অর্থ সহায়তা পৌঁছানো সম্ভব হলো। এই কার্যক্রমের সঙ্গে জড়িত থাকতে পেরে বিকাশ গর্বিত। মহামারির সময়ে রফতানিমুখী শিল্পের শ্রমিকদের সরকারের প্রণোদনায় বেতন বিতরণের কাজ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করছে বিকাশ। আমাদের বিশ্বাস, কোনও ধরনের জটিলতা ছাড়াই বাড়তি কোনও খরচ না করে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পাওয়া উপকারভোগীরা সহজে ক্যাশআউট সেবা নিতে পারবেন।’

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!