X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ২০টি ভেন্টিলেটর দিলো টি. কে. গ্রুপ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ জুন ২০২০, ২৩:২২আপডেট : ২০ জুন ২০২০, ০০:০৯

ভেন্টিলেটর হস্তান্তর করছে টি.কে. গ্রুপ করোনাভাইরাস মহামারি মোকাবিলায় টি. কে. গ্রুপ চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ২০টি ভেন্টিলেটর দিয়েছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল, পার্ক ভিউ হাসপাতাল এবং সার্জিস্কোপ হাসপাতালে কোভিড-১৯ রোগীদের চিকিৎসা সেবায় এই উদ্যোগ নিলো দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠানটি।

শুক্রবার (১৯ জুন) নগরীর সার্কিট হাউস মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে ভেন্টিলেটরগুলো হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টি. কে. গ্রুপের পরিচালক (বিপণন) মোহাম্মদ মোফাচ্ছেল হক।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘দেশের সংকটময় মুহূর্তে বিশেষ করে চট্টগ্রামের করোনা আক্রান্তদের হাসপাতালে সেবা নিশ্চিতে এই ভেন্টিলেটর কার্যকর ভূমিকা রাখবে। টি. কে. গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. কালামের এই উদ্যোগ অন্যান্য শিল্প উদ্যোক্তাদের মানবসেবায় এগিয়ে আসার ক্ষেত্রে অনুপ্রাণিত করতে পারে।’

অনুষ্ঠানে জেলা প্রশাসন, টি. কে. গ্রুপ এবং হাসপাতালগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। এ সময় জানানো হয়, মহৎ উদ্যোগটি সফল করতে রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

টি. কে. গ্রুপ কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশব্যাপী চিকিৎসকদের জন্য স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী এবং ভুক্তভোগী জনগোষ্ঠীর জন্য ত্রাণ বিতরণসহ বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ