X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

মঙ্গলবার অলস সময় কাটিয়েছে সাকিব-তামিমরা

ফজলুল বারী, ক্রাইস্টচার্চ থাকে
২৪ জানুয়ারি ২০১৭, ১২:০২আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ১২:১২

মঙ্গলবার অলস সময় কাটিয়েছে সাকিব-তামিমরা ‘যে যাহা করেন, তাহার একটি সুন্দর পরিণতি সকলের কাছে প্রশংসিত হয়’- অবশ্য বাংলাদেশ দলের দীর্ঘ অপেক্ষার নিউজিল্যান্ড সফরের পরিণতি কিন্তু সুন্দর হয়নি। সে কারণে দলের সিনিয়র-নবীন খেলোয়াড়রা এই সফরে যা পেয়েছেন তার কোনও প্রশংসা এখন লোকমুখে নেই! ওয়েলিংটনের বেসিন রিজার্ভের মাঠে সাকিব যে বাংলাদেশ দলের এবং নিজের ক্যারিয়ার সেরা ২১৭ রানের ইনিংস খেলেছেন, মুশফিক যে খেলেছেন ১৫৯ রানের ইনিংস। আর দেশের জন্যে বুক উঁচিয়ে খেলতে গিয়েই চোটে পড়ে আগাম দেশে ফিরে গেছেন টেস্ট ক্যাপ্টেন মুশফিকুর রহিম। একইভাবে চোটে পড়েন ওয়ানডে, টি-টোয়েন্টি ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা, অন্যতম ওপেনার ইমরুল কায়েস, ওয়ানডাউনের মমিনুল হক- যদিও এসবের নাম এখন আর নেই কোনও ত্যাগ-অর্জনের উচ্চারণে!

কারণ এক মাসেরও বেশি সময় ধরে নিউজিল্যান্ড সফরে কোনও জয় পায়নি বাংলাদেশ দল। এরজন্যে এ দলটির এখন সমালোচনারও শেষ নেই যেন! সফর শেষের সত্য হচ্ছে শূন্য হাতে বাংলাদেশ দল ফিরে যাচ্ছে দেশে। ক্রাইস্টচার্চ থেকে অকল্যান্ড হয়ে বুধবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা গিয়ে পৌঁছবেন তামিম-সাকিবরা। কিন্তু এখনই ময়নাতদন্ত শুরু হয়ে গেছে সফরের। টেস্ট নির্ধারিত পাঁচদিনে শেষ হলে মঙ্গলবারও খেলা থাকতো ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে। কিন্তু সোমবারই খেলা শেষ হয়ে যাওয়ায় দল আর দলটিকে অনুসরণ করা সাংবাদিকরা হাতে একদিন সময় পেয়েছেন। এই ফাঁকে সবার সুযোগ হয়েছে খারাপ কথাগুলোও বেশি করে শোনার।

মঙ্গলবার অলস সময় কাটিয়েছে সাকিব-তামিমরা মঙ্গলবার নিউজিল্যান্ডের পত্রিকা দ্য প্রেস তাদের খেলার পাতার শিরোনাম করেছে, নিউজিল্যান্ড বাংলাদেশকে কবর দিয়েছে তিনদিনেই! ‘এনজেড বারিস বাংলাদেশ ইন থ্রি ডেইজ’। কিছুই করার নেই। সেই যে কথা, ‘যে যাহা করেন----!’ এই শিরোনাম দেখিয়ে বাংলাদেশের একজন সিনিয়র ক্রীড়া সাংবাদিক বললেন, ‘কিউইরা যখন বাংলাদেশে গিয়ে বাংলাওয়াশ হয়েছিল তখন আমরা আরও বেশি লিখেছি। সেই বাংলাদেশ দল নিউজিল্যান্ড সফরে এসে উল্টো ওয়ানডে, টি-টোয়েন্টি, টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ! নিউজিল্যান্ডের আদিবাসী মাউরি ভাষায় ‘পারু’। পরপর আট খেলায় হার। ৮-০!

মঙ্গলবার অলস সময় কাটিয়েছে সাকিব-তামিমরা এই অবস্থার মধ্যেও হেরে যাওয়া বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে কিন্তু মঙ্গলবারও ব্যস্ত সময় কাটিয়েছেন ক্রাইস্টচার্চে। সকালে টিম মিটিংয়ে যাবতীয় ভুল-ব্যর্থতার কাঁটাছেঁড়া, এরপর মিডিয়া ব্রিফিং, দুপুরে আবার ক্যাপ্টেন তামিম ইকবালের সঙ্গে আলাদা বৈঠক। এরসবই ক্রাইস্টচার্চে সেরে ফেলার কারণ দেশে ফিরে দলকে আবার ভারত টেস্টের কারণে হায়দরাবাদ রওয়ানা হতে হবে। এরপর মার্চে শ্রীলঙ্কা সফর, মে মাসে আয়ারল্যান্ডে। সেখান থেকে ইংল্যান্ডে যেতে হবে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে। এরপর সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকা সফর। এরমাঝে আবার কোনও একটি সময় বের করলে অস্ট্রেলিয়া দল বাংলাদেশ সফরে যাওয়ার কথা। অনেক ব্যস্ত সময় সামনে।

টেস্ট একদিন আগে শেষ হয়ে যাওয়ায় ক্রাইস্টচার্চে মনভাঙা দলটি অলস সময় কাটিয়েছে মঙ্গলবার। সোমবার টেস্ট ৪দিনে শেষ হয়ে যাওয়াতে ক্রাইস্টচার্চ টেস্টের ক্যাপ্টেন তামিম ইকবাল হারের দায়দায়িত্ব নিজের কাঁধে নিয়ে সবার কাছে ক্ষমা চান। মঙ্গলবার সকালে টিম হোটেলে গিয়ে দেখা গেলো মনভাঙা দলটিকে চাঙা করতে রাখতে তাদের নিয়ে জমিয়ে আড্ডা দিচ্ছেন ক্যাপ্টেন। দুপুরে তামিম খেলোয়াড়দের খাওয়াতেও নিয়ে যান হোটেলের বাইরে। এটিইতো ক্যাপ্টেনের মতো কাজ। পুরো ট্যুরে বাংলাদেশ দলটিকে খুব কাছে থেকে দেখার অভিজ্ঞতায় এমন আরও ইতিবাচক অনেককিছু চোখে পড়েছে। নিউজিল্যান্ড সফরের বিরূপ পরিবেশে বাংলাদেশ দল কোনও সাফল্য না পেলেও তারা তাদের সামর্থ্য দেখিয়েছে। যে দলে মাশরাফি-মুশফিক-তামিমদের মতো সিনিয়র বড়ভাই-বন্ধুরা আছেন, সে দল আগামী বিদেশ সফরগুলোয় সাফল্য পাবেই!

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড
মানবাধিকার রেকর্ড নিয়ে জাতিসংঘে সমালোচনার মুখে তালেবান
মানবাধিকার রেকর্ড নিয়ে জাতিসংঘে সমালোচনার মুখে তালেবান
লক্ষ্মীপুরের পাঁচ ইউপির তিনটিতে নতুন মুখ, দুটিতে পুরোনোতে আস্থা
লক্ষ্মীপুরের পাঁচ ইউপির তিনটিতে নতুন মুখ, দুটিতে পুরোনোতে আস্থা
স্কুল-মাদ্রাসা ২ মে পর্যন্ত বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
স্কুল-মাদ্রাসা ২ মে পর্যন্ত বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ