X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

একমাত্র টি-টোয়েন্টি পরিত্যক্ত করতে চেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ!

স্পোর্টস ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০১৭, ১২:০৩আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৭, ১২:০৪

একমাত্র টি-টোয়েন্টি পরিত্যক্ত করতে চেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ! সিরিজের একমাত্র টি-টোয়েন্টি জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটে-বলে দাপট দেখিয়েই ইংল্যান্ডকে ২১ রানে হারায় ক্যারিবীয়রা। অথচ এই ম্যাচটিই শেষ পর্যন্ত হবে কিনা তা নিয়ে সংশয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ!

ডারহামের রিভারসাইড গ্রাউন্ডের আউট ফিল্ড ভেজা থাকায় সেই মাঠকে হুমকি মনে করছিল সফরকারীরা। এক পর্যায়ে চোটের আশঙ্কায় তারা দ্বিতীয় ইনিংসে আম্পায়ারদের কাছে ম্যাচ পরিত্যক্ত করার আবেদন করেছিল। যদিও শেষ পর্যন্ত তেমন কিছু্ই হয়নি। ইংল্যান্ডের ব্যাটিংয়ের সময় ফিল্ডিং করতে গিয়ে বেশ কিছু চোটের ঘটনাই চিন্তার ভাঁজ ফেলে ক্যারিবীয় শিবিরে। বৃষ্টির কারণে আউট ফিল্ড ভেজা থাকায় উইকটকিপার চ্যাডউইক ওয়ালটন পিছলে পড়েছিলেন মাঠে। এ নিয়েই উদ্বেগের মধ্যে ছিলেন অধিনায়ক কার্লোস ব্রাথওয়েট, ‘চ্যাডউইকট যখন আহত হয়ে চিকিৎসা নিচ্ছিল, তখনই ছেলেদের সঙ্গে কথা বলছিলাম। ওরা বেশির ভাগই তখন এই মাঠে খেলাটাকে বিপদজনক মনে করছিল।’

উদ্বেগের কথা জানিয়ে ক্যারিবীয় অধিনায়ক আরও জানান, ‘প্রথম বেশ কিছু ওভার এখানে পিছলে পড়ার ঘটনা ঘটেছিল। এমন চোট কিন্তু ভবিষ্যতের জন্য হুমকি। আমরা সব সময়ই খেলতে চাই কিন্তু নিরাপদ হয়ে খেলাটাই সবার আগে প্রাধান্য থাকে। তাই আমরা জানিয়ে দিয়েছিলাম যদি ভয়ানক কিছু ঘটে তাহলে খেলা আমরা খেলবো না।’

আহত হয়েছেন ৩ দর্শক। অবশ্য এমন আবহাওয়া প্রভাব ফেলেছে গ্যালারিতেও! এই খেলার মাঝেই গ্যালারির একাংশ আংশিক ক্ষতিগ্রস্ত হয়ে দেবে যাওয়ায় আহত হয়েছেন ৩ দর্শক। আরও শ’খানেক দর্শককে বাধ্য হয়ে অন্য জায়গায় স্থানান্তর করতে হয়। পরে বিবৃতিতে বিষয়টি স্বীকার করে নেয় ডারহাম কাউন্টি ক্রিকেট ক্লাব। তারা জানায়, ‘খেলার মাঝামাঝি কোনও সময়ে বসার জায়গার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যাতে আহত হয়েছেন তিনজন।’-ক্রিকইনফো।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগামী সপ্তাহে ইউরোপ সফরে যাচ্ছেন শি জিনপিং
আগামী সপ্তাহে ইউরোপ সফরে যাচ্ছেন শি জিনপিং
গরমে বদলে যাচ্ছে জীবনযাপন, মার্কেটে ভিড় বাড়ছে সন্ধ্যায়
গরমে বদলে যাচ্ছে জীবনযাপন, মার্কেটে ভিড় বাড়ছে সন্ধ্যায়
রাফাহতে অভিযানের পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল
রাফাহতে অভিযানের পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল
সুন্দরবনে আগুন
সুন্দরবনে আগুন
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ