X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

মিরপুর স্টেডিয়ামের শততম ওয়ানডেতে দর্শক খরা!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০১৮, ১৬:৪১আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ১৭:১৩

মাঠের এক পাশ দর্শকহীন। ছবি: রবিউল ইসলাম শততম ওয়ানডেতে নাম লেখালো জিম্বাবুয়ে-শ্রীলঙ্কার বুধবারের ম্যাচ। ঐতিহাসিক দিক দিয়ে এই ম্যাচের গুরুত্ব থাকলেও দর্শকদের কাছে ছিল না তেমনটা! তাই শততম ম্যাচটিতে মিরপুরে ছিল দর্শক খরা। অনেকেই বলছেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এত কম দর্শক হয়নি আর কোনও দিন!

২০০৬ সালের ৮ ডিসেম্বর বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে যাত্রা শুরু হয় মিরপুর স্টেডিয়ামের। বুধবার ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কা-জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে ষষ্ঠ স্টেডিয়াম হিসেবে শততম ওয়ানডে আয়োজনের সাক্ষী হয়েছে ২৫ হাজার ধারণ ক্ষমতার ‘হোম অব ক্রিকেট’।

এই মাঠে প্রথম ওয়ানডে খেলা জিম্বাবুয়ে দলের তিন ক্রিকেটার আছেন বর্তমান দলে। সেক্ষত্রে হ্যামিল্টন মাসাকাদজা, ব্রেন্ডন টেলর ও ক্রিস্টোফার এমপোফুরা নিজেদের ভাগ্যবান ভাবতেই পারেন। যদিও বুধবার একাদশে আছেন দুইজন- মাসাকাদজা ও টেলর। ইতিহাসের সামনে দাঁড়িয়ে জিম্বাবুয়ে ওপেনার মাসাকাদজা মঙ্গলবার দারুণ উচ্ছ্বসিত ছিলেন। উচ্ছ্বাস প্রকাশ করেছেন শ্রীলঙ্কার অধিনায়কও।

বিপরীত পাশেও ছিল একই অবস্থা! ছবি: রবিউল ইসলাম কেবল উচ্ছ্বাস ছিল না বাংলাদেশের সমর্থকদের মনে! বাংলাদেশ মাঠে নেই বলেই এমন নিরুত্তাপ আজকের মিরপুর স্টেডিয়াম। তাদের আবেগ অবশ্য ফেলে দেওয়ার মতো নয়। তারপরও মিরপুরের শততম ম্যাচটিতে এমন দর্শক খরা বেশ দৃষ্টিকটুই।

মাঠ ঘুরে দেখা গেছে ২৫ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে প্রায় ৪০০ দর্শক আজ মাঠে উপস্থিত ছিলেন। যাদের বেশিরভাগ আবার ফ্রি টিকিট পেয়ে খেলা দেখছেন! অন্যসব দিনে স্টেডিয়ামের আশেপাশে দর্শক সমাগম থাকলেও আজ গেটের আশেপাশে ছিল ভিন্ন চিত্র। নেই কোনও দর্শক। গেটে দাঁড়ানো নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য অলস সময় কাটাচ্ছেন। তাদের মধ্যেও ছিল আক্ষেপ। একজন বলেই ফেললেন, ‘আগে কখনোই এত কম দর্শক দেখিনি।’

ছোট ছেলে সোহানকে নিয়ে ব্যবসায়ী বাবা মোতালেব হোসেন খেলা দেখতে এসেছেন। তিনিও মাঠে এসে অবাক। এত কম দর্শক হয় কী করে?

 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
ডু প্লেসি ঝড়ে গুজরাটকে পাত্তা দিলো না বেঙ্গালুরু
ডু প্লেসি ঝড়ে গুজরাটকে পাত্তা দিলো না বেঙ্গালুরু
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে