X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজের সহায়তায় লর্ডসে খেলবে বিশ্ব একাদশ

স্পোর্টস ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১২:২৪আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৩৯

ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বিশ্ব একাদশ হারিকেন ইরমা, এরপর মারিয়া। অল্প সময়ের ব্যবধানে দুই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ক্যারিবিয়ান দীপপুঞ্জের দুই স্টেডিয়াম। আর সেই স্টেডিয়ামের ক্ষতিপূরণে এগিয়ে এসেছে আইসিসি। স্টেডিয়ামের সংস্কার করতে প্রয়োজন অনেক টাকার। তাই লর্ডসে একটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ৩১ মে বিশ্ব একাদশের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

ক্ষতিগ্রস্তু স্টেডিয়াম দুটি হলো, অ্যাঙ্গুইলার জেমস রোন্যাল্ড ওয়েব স্টার পার্ক ও ডিমিনিকার উইসডর পার্ক স্টেডিয়াম। লর্ডসে অনুষ্ঠেয় এই ম্যাচটিকে আন্তর্জাতিক মর্যাদা দেওয়া হচ্ছে।

এমন ম্যাচ আয়োজন করতে পেরে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সভাপতি ডেভ ক্যামেরন বিবৃতিতে জানিয়েছেন, ‘হারিকেন ইরমা ও মারিয়ার বিধ্বংসী রূপে ক্যারিবিয়ানের পূর্বাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই তাগিদ থেকেই ভাবা হচ্ছিল যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড কীভাবে কার্যকরভাবে সহায়তার হাত বাড়াতে পারে।’

তিনি আরও যোগ করে বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে এমসিসিকে ধন্যবাদ জানাই। একই সঙ্গে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকেও, বিশেষ করে বোর্ড সভাপতি জাইলস ক্লার্ককে, যিনি এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন। আমি নিশ্চিত ম্যাচটি দর্শক টানবে ও প্রতিযোগিতামূলক হবে। একইসঙ্গে এমন একটি মঞ্চে পরিণত হবে, যেখানে অনুদান সংগ্রহ করা যাবে।’

ইসিবি চেয়ারম্যান কলিন গ্রেভস দুই বোর্ডের সম্পর্ককে গুরুত্ব দিয়ে বলেছেন, ‘দুই সপ্তাহে পাঁচটি হারিকেন অপ্রত্যাশিত। এই কারণে যে ক্ষতি হয়েছে তাতে সবাই বিস্মিত। আর দুই বোর্ডের যেই সম্পর্ক তাতে সহায়তা করতে মুখিয়ে আছি।’

 

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাজার জিয়ারত করতে গিয়ে লাশ হয়ে ফিরছেন একই পরিবারের ৪ জন
মাজার জিয়ারত করতে গিয়ে লাশ হয়ে ফিরছেন একই পরিবারের ৪ জন
কুড়িগ্রামে ধান কাটতে গিয়ে ‘গরমে অসুস্থ’ হয়ে আরেক শ্রমিকের মৃত্যু
কুড়িগ্রামে ধান কাটতে গিয়ে ‘গরমে অসুস্থ’ হয়ে আরেক শ্রমিকের মৃত্যু
বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ নিয়ে মুখ খুললেন বাইডেন
বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ নিয়ে মুখ খুললেন বাইডেন
গাছ কাটা ও লাগানোর বিষয়ে আইন-বিধি চেয়ে আইনি নোটিশ
গাছ কাটা ও লাগানোর বিষয়ে আইন-বিধি চেয়ে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম