X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

এনামুলের সেঞ্চুরির পর মাশরাফির বোলিংয়ে জিতলো আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৫১আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ২১:০২

আবাহনীর হয়ে বল হাতে আগুনে ফর্মে রয়েছেন মাশরাফি। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডেও আধিপত্য বজায় রেখেছে আবাহনী। বৃহস্পতিবার শেখ জামালকে ৪৭ রানে হারিয়েছে নাসির হোসেনের দল। ব্যাট হাতে এনামুলের সেঞ্চুরির পর বল হাতে গতির ঝড় তুলেছেন পেসার মাশরাফি বিন মুর্তজা। নিয়েছেন ৫ উইকেট! এই জয়ে লিগের ৫ ম্যাচের ৫টিতেই জিতেছে আবাহনী।

সাভারের বিকেএসপিতে শুরুতে আবাহনী ব্যাটিংয়ে নামলে এনামুল হক বিজয়ের সেঞ্চুরিই গড়ে দেয় ২৭০ রানের ভিত্তি। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা তুলে ২৭০ রান। এনামুল বিদায় নেওয়ার আগে ১২২ বলে ফেরেন ১১৬ রানে। যাতে ছিল ৬টি চার ও ৪টি ছয়। এছাড়া ৪৯ রান করেন মোসাদ্দেক। মেদেহী হাসান মিরাজ ৩৪ আর সানজামুল ২৪ রানে অপরাজিত থাকেন।

জবাবে শেখ জামালও প্রতিরোধ দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তাদের সেই দেয়াল ভেঙে দেয় আবাহনীর বোলাররা। ২২৩ রানে গুটিয়ে যায় ৪৫.৩ ওভারে। ৮৩ রানের লড়াকু ইনিংস উপহার দেন অধিনায়ক নুরুল হাসান।

আবাহনীর হয়ে সর্বোচ্চ ২৯ রান দিয়ে ৫ উইকেট নেন মাশরাফি। দুটি নেন মেহেদী হাসান।  ম্যাচসেরা হন মাশরাফি ও এনামুল দুজনেই।

পঞ্চম রাউন্ডের অপর ম্যাচে জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও লিজেন্ডস অব রুপগঞ্জ। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ২ উকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে গাজী গ্রুপ। আর প্রাইম দোলেশ্বরকে ৫৫ রানে হারিয়েছে লিজেন্ডস অব রুপগঞ্জ।

ব্রাদার্সের হয়ে দেবব্রত দাস সেঞ্চুরি হাঁকালেও কাজে আসেনি তার ইনিংস। ১১২ রানে অপরাজিত থেকে ৫ উইকেটে ২৭৩ রানের সংগ্রহ পাইয়ে দেন দলকে। জবাবে গাজী গ্রুপ রোমাঞ্চ ছড়িয়েছে পরের ইনিংসে। ৪৯.১ ওভারে ৮ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ৭১ রানে অপরাজিত ছিলেন গুরকিরাত সিং। ম্যাচসেরাও হন তিনি।

লিজেন্ডস অব রূপগঞ্জের খেলায় টপ অর্ডারের ভূমিকায় শুরুতে ৭ উইকেটে ২৭২ রান তুলে রূপগঞ্জ। জবাবে খেলতে নেমে ৪৭.৫ ওভারে ২১৭ রানে অলআউট হয় প্রাইম দোলেশ্বর। মোশাররফ রুবেল সর্বোচ্চ ৪ উইকেট নেন। ৩ উইকেট নেন আসিফ হাসান।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা