X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১
৩২ দলের অঙ্ক

মোহাম্মদ সালাহর মিশর

স্পোর্টস ডেস্ক
২৭ মে ২০১৮, ১০:৩০আপডেট : ২৭ মে ২০১৮, ১০:৪৩

মোহাম্মদ সালাহ ২০১৮ বিশ্বকাপের বছর। ফুটবল মহাযজ্ঞের উত্তেজনার আঁচ এখনই পেতে শুরু করেছে বিশ্ব। ফুটবল উৎসবে মেতে ওঠার আগে অংশ নিতে যাওয়া দলগুলোকে নিয়ে আগ্রহের কমতি নেই ভক্ত-সমর্থকদের। এবারও অংশ নিচ্ছে ৩২ দল। তাদের শক্তি-দুর্বলতা, স্কোয়াড, প্রতিপক্ষ নিয়ে সাজানো আমাদের এই আয়োজন। আজ থাকছে ‘এ’ গ্রুপের মিশরকে নিয়ে-

চেষ্টার কমতি রাখেনি মিশর, কিন্তু বিশ্বকাপের মূল পর্বে কিছুতেই জায়গা পাচ্ছিল না। কয়েক দশক পর অবশেষে সফল হয়েছে তারা। রাশিয়ার ফুটবল মহাযজ্ঞের মূল পর্ব নিশ্চিত করে নিজেদের আরও উপরে নিয়ে যাওয়া লক্ষ্য এখন আফ্রিকার দেশটির। সবশেষ ১৯৯০ সালে বিশ্বকাপে খেলেছে মিশর। ইতালির ওই আসরের পর ছয়বারের চেষ্টায় সফল হয়েছে তারা। প্রত্যেকবার মূল পর্বের কাছে গিয়েও তরী ভিড়াতে পারেনি। ২০১০ বিশ্বকাপেই যেমন আলজেরিয়ার সমান পয়েন্ট পাওয়ার পরও ‘বিরল’ প্লে অফে হেরে হতাশায় ঢেকে যায় মিশরের আকাশ।

এবার আর ফুটবল দেবতা তাদের হতাশ করেননি। ১৯৯০ সালের পর আবারও খেলতে নামতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় আসরে। মাঝের সময়টাতে অসংখ্য কোচ বদল হয়েছে, যাদের মধ্যে আছেন রুড ক্রল, মার্কো তারদেলি ও বব ব্র্যাডলির মতো কোচেরাও। তাদের ব্যর্থতার বৃত্ত ভাঙেন এক্তর কুপের।

একনজরে:

অধিনায়ক: এসাম এল হাদারি

কোচ: এক্তর কুপের

ডাকনাম: দ্য ফারাওস

র‌্যাংকিং: ৪৬ (জুন ৭ পর্যন্ত)

ফিরে দেখা বাছাই পর্ব:

নভেম্বর ২০১৫: আফ্রিকা অঞ্চলের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে চাঁদের বিপক্ষে ১-০ গোলে হেরে  আরও একবার মিশরের ব্যর্থতার শঙ্কা দিয়েছিল উঁকি। যদিও ফিরতি লেগে ১০ মিনিট লেগেছিল সেই শঙ্কার মেঘ উড়িয়ে দিতে। শেষ পর্যন্ত দুই লেগে মিলিয়ে ৪-১ গোলের জয়ে তৃতীয় রাউন্ডে ওঠে মিশর।

অক্টোবর ২০১৭: জয় পেলেই এক ম্যাচ হাতে রাশিয়া ফুটবল মহাযজ্ঞ নিশ্চিত হয়ে যাবে মিশরের, এই সমীকরণ সামনে নিয়ে নেমেছিল কঙ্গোর বিপক্ষে। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে সেই সমীকরণ মিলিয়ে দেন মোহাম্মদ সালাহ। ২-১ গোলের জয়ে ২৮ বছর বিশ্বকাপে খেলার সুযোগ পায় আফ্রিকার দেশটি।

মিশরের বিশ্বকাপ গ্রুপ:

‘এ’ গ্রুপে মিশরের সঙ্গে রয়েছে স্বাগতিক রাশিয়া, দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে ও এশিয়া অঞ্চলের সৌদি আরব।

মিশরের বিশ্বকাপ সূচি:

১৫ জুন নিজেদের উদ্বোধনী ম্যাচে মিশরের নামবে উরুগুয়ের বিপক্ষে। চার দিন পর প্রতিপক্ষ স্বাগতিক রাশিয়া। আর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ২৫ জুন নামবে তারা সৌদি আরবের বিপক্ষে।

১৫ জুন: উরুগুয়ে

১৯ জুন: রাশিয়া

২৫ জুন: সৌদি আরব

নজরে থাকবেন:

মোহাম্মদ সালাহ: লিভারপুলে স্বপ্নের মতো এক মৌসুম পার করছেন এই ফরোয়ার্ড। ইংলিশ ক্লাবটিকে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে তোলার পথে সবচেয়ে বড় অবদান তার। প্রতিপক্ষদের গোলবন্যায় ভাসানো সালাহকে ঘিরেই সব আশা মিশরীয়দের।

এসাম এল হাদারি: ৪৫ বছর বয়সে বিশ্বকাপে খেলতে নামছেন এই গোলরক্ষক। মিশরের জার্সিতে খেলেছেন তিনি ১৪৫ ম্যাচ। মাঠে নামলে তিনিই হবেন বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়।

ফুটবল মহাযজ্ঞে থাকছেন না:

২০১৬ সালে ঘানার বিপক্ষে বদলি হয়ে মাঠ ছাড়ার পর স্টেডিয়াম ছেড়ে চলে গিয়েছিলেন বাসেম মোরসি। এরপর তাকে শাস্তি দেয় মিশরীয় ফুটবল ফেডারেশন। ওই শাস্তির পর থেকে আর দলে নেই ২৬ বছর বয়সী স্ট্রাইকার।

শক্তি: সালাহকে নিয়ে গড়া আক্রমণভাগ।

দুর্বলতা: রক্ষণভাগ।

ভবিষ্যদ্বাণী: শেষ ষোলো।

২৯ সদস্যের প্রাথমিক স্কোয়াড:

গোলরক্ষক: এসাম এল হাদারি, শেরিফ একরামি, মোহাম্মদ আওয়াদ, মোহাম্মদ এল শেনায়ি।

ডিফেন্ডার: আহমেদ ফাতে, আহমেদ এলমোহাম্মাদী, মোহাম্মদ আবদেল-শাফি, আহমেদ হেগাজি, ওমর গাবের, আলি গাবর, সাদ সামির, করিম হাফিজ, আয়মান আশরাফ, আরমো তারেক, মাহমুদ হামদি।

মিডফিল্ডার: মোহাম্মদ এলনিনি, আবদুল্লাহ সাইদ, শিকাবালা, ত্রেজিগেত, রামাদান সোবাই, তারেক হামিদ, কাহরাবা, অমর মোরসি, মাহমুদ আবদেল আজিজ।

ফরোয়ার্ড: মোহাম্মদ সালাহ, মারওয়ান মোহসেন, আহমেদ হাসান কুকা, আহমেদ গোমা।

 

/কেআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
পঞ্চম বারের মতো কমলো সোনার দাম
পঞ্চম বারের মতো কমলো সোনার দাম
নেত্রীর জন্য জান দেবেন আর সিদ্ধান্ত মানবেন না, সেটা উচিত না: দীপু মনি
নেত্রীর জন্য জান দেবেন আর সিদ্ধান্ত মানবেন না, সেটা উচিত না: দীপু মনি
গাজায় ইসরায়েলি আগ্রাসন একমাত্র যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে: আব্বাস
গাজায় ইসরায়েলি আগ্রাসন একমাত্র যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে: আব্বাস
টেন মিনিট স্কুলে বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক
টেন মিনিট স্কুলে বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে