X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

হাথুরুসিংহের মতোই স্বাধীনতা পাবেন স্টিভ রোডস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০১৮, ২২:৪১আপডেট : ০৭ জুন ২০১৮, ২২:৫২

বাংলাদেশের নতুন কোচ স্টিভ রোডস ২০১৪ সালের মে মাসে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পেয়ে পুরো দলের নিয়ন্ত্রণ নিয়ে নেন হাথুরুসিংহে। দল নির্বাচন থেকে শুরু করে যাবতীয় সবকিছুই হতো হাথুরুসিংহের সিদ্ধান্তে। নতুন কোচ স্টিভ রোডসও পাচ্ছেন তেমন স্বাধীনতা।

বৃহস্পতিবার সাবেক ইংলিশ ক্রিকেটার স্টিভ রোডসকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। বৃহস্পতিবার বেক্সিমকোর অফিসে বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন জানালেন নতুন কোচ পূর্ণ স্বাধীনতা পাবেন, ‘সে হাথুরুসিংহের মতোই স্বাধীনতা পাবে। কোচ হলেন শিক্ষকের মতো। তার ওপরে তো কথা বলার দরকার নেই। তার যে সব সাপোর্ট লাগবে, সব তাকে দেয়া হবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই।’

স্টিভ রোডসকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার ব্যাখ্যা দিয়েছেন বোর্ড প্রধান। তার মতে, ‘এটা নিয়ে আগেই কাজ করেছি আমরা। আমাদের তিনজনের শর্ট লিস্ট ছিল। তিনি সেখানে এক নম্বরে ছিলেন। গ্যারি কারস্টেন যে লিস্ট দিয়েছে, সেখানেও তার নাম ছিল। যেহেতু দুই তালিকায় তার নাম ছিল, এ কারণে তাকেই আমরা নিয়োগ দিয়েছি।  ঈদের পর ২০ জুন তিনি যোগ দেবেন। তার সঙ্গে আলোচনা করে বুঝেছি সে বাংলাদেশ দলকে অনুসরণ এবং বিশ্বাস করে দলটাকে অনেক দূর নিয়ে যেতে পারবে।’

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বেক্সিমকো কার্যালয়ে আসেন স্টিভ রোডস। তিনি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান, প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের সঙ্গে বৈঠক করেন। সেখানে বোর্ড প্রধান ছাড়াও অন্যান্য পরিচালকরা উপস্থিত ছিলেন। বৈঠকে রোডসের সঙ্গে অন্য কোচ নিয়েও আলোচনা হয়েছে বলে জানান নাজমুল হাসান পাপন, ‘অনেকগুলো পজিশন নিয়ে আমরা কথা বলছি। ব্যাটিং পরামর্শক, ব্যাটিং কোচ, ফিল্ডিং কোচ; সবগুলো নিয়ে কথা বলেছি। তবে আপাতত প্রধান কোচ নিয়োগ দেওয়া হয়েছে। আশা করি দ্রুততম সময়ের মধ্যে অন্য কোচগুলোও নিয়োগ দেওয়া হবে।’

 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অধ্যক্ষসহ তিন পদে নিয়োগ
কাঁঠালবাড়ী নুরুল্লাহ ফাজিল ডিগ্রি মাদ্রাসাআদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অধ্যক্ষসহ তিন পদে নিয়োগ
সূর্য ডুবে যাওয়ায় সুন্দরবনের আগুন নেভানোর কাজ স্থগিত
সূর্য ডুবে যাওয়ায় সুন্দরবনের আগুন নেভানোর কাজ স্থগিত
পুরোপুরি বাজারভিত্তিক হচ্ছে ঋণের সুদহার
পুরোপুরি বাজারভিত্তিক হচ্ছে ঋণের সুদহার
সংকটে পাশে দাঁড়িয়ে জনগণের আস্থা অর্জন করেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী
সংকটে পাশে দাঁড়িয়ে জনগণের আস্থা অর্জন করেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের