X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

তামিম-সাকিবকে কৃতিত্ব দিলেন মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০১৮, ১৫:২৯আপডেট : ২৩ জুলাই ২০১৮, ১৬:০২

উইকেট নেওয়ার পর মাশরাফির উল্লাস ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ের মূল ভিত্তিটা গড়ে দিয়েছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। তাদের ২০৭ রানের জুটি জয়ের মঞ্চটা প্রস্তুত করে দিয়েছে। বাকি কাজটুকু করেছেন বোলাররা। ব্যাটিংয়ে নায়ক যদি হন সাকিব-তামিম। তাহলে বোলিংয়ে অবশ্যই মাশরাফি বিন ‍মুর্তজা! সেই সঙ্গে মোস্তাফিজুর রহমানের পর পর দুই বলের কারিশমাতো আছেই!

এক যুগ আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ক্যারিবীয় দ্বীপপুঞ্জে খেলা ম্যাচটাতে মাশরাফি ছাড়াও খেলেছেন তামিম, সাকিব ও মুশফিক। ২০০৭ সালে তরুণ তামিম ৩৮ রানের ইনিংস খেলেছিলেন। এবার নিজের অভিজ্ঞতা ঠিকই কাজে লাগিয়েছেন। উইকেটের সঙ্গে মানিয়ে নিয়ে রবিবার খেললেন ১৩০ রানের দারুণ এক ইনিংস। সাকিবকে অবশ্য ৩ রানের আক্ষেপ নিয়ে ৯৭ রানে ফিরতে হয়েছে। শেষ দিকে উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম ৩০ রানের টর্নেডো ইনিংস খেললে বাংলাদেশ ২৭৯ রানের পুঁজি পায়। মাশরাফি মনে করেন জয়ের ভিত গড়ে দিতে সাকিব-তামিমের জুটিটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মুশফিকের ইনিংসের প্রশংসা করতেও ভুল করেননি, ‘তামিম ও সাকিব খুবই ভালো খেলেছে। ওরা শুরুটা ভালো না করলে ইনিংসটা এত বড় হতো না। শেষের দিকে মুশফিকের ছোট্ট ইনিংসটি দুর্দান্ত ছিল।’

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশের ইতিহাস বদল হয়নি। কেবল জয়ের নায়ক বদল হয়েছে। দুই ম্যাচেই বাংলাদেশের ড্রেসিংরুমে ছিলেন মাশরাফি বিন মুর্তজা। ২০০৭ সালে সাধারণ ক্রিকেটার হিসেবে খেললেও ২০১৮ সালে খেলছেন অধিনায়ক হয়ে। এক যুগ আগে ব্যাট হাতে অবদান রেখেছিলেন, এবার রাখলেন বল হাতে।

সবমিলিয়ে গায়ানা বাংলাদেশেকে দুই হাত ভরেই দিয়েছে। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকাকে ৬৭ রানে হারিয়েছিল বাংলাদেশ। এবার একই ভেন্যুতে স্বাগতিকদের হারালো ৪৮ রানে। দুই ম্যাচের দুটিতে জিতে গায়ানা মাঠের প্রশংসা করতে ভুল করলেন না মাশরাফি। এই মাঠকে পয়মন্ত ভেন্যু মনে করেন তিনি, ‘আমি এখনো ২০০৭ সালের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের স্মৃতি স্মরণ করতে পারি। আমার মনে হয় এখানকার উইকেট আমাদের হয়ে কথা বলে। আজ শুরুতে ব্যাটিং করা কঠিন ছিল। আমরা জানতাম ভালো বল করলে ২৮০ রান তাড়া করা প্রতিপক্ষের জন্য সবসময় কঠিন।’

টেস্ট সিরিজে ওমন বাজে হারের পর ‘ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক’ মাশরাফির কারণেই টিম বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগে মাশরাফির কাছ থেকে এমন কিছুর প্রত্যাশা করেছিলেন ক্রিকেটপ্রেমীরা। প্রত্যাশা অনুযায়ী আরও একবার দলের ত্রাতা হয়ে দাঁড়ালেন। সেই ওয়ানডে সিরিজ নিয়ে সতীর্থদের কী বলেছিলেন? এমন প্রশ্নের জবাবে মাশরাফির উত্তর, ‘বিশেষ কিছু বলার ছিল না। শুধু মন থেকে নিজের দেশের জন্য খেলা এবং পেছনে যা হয় তা ভুলে নতুন উদ্যোমে শুরু করা দরকার ছিল। শুরুটা ভালো করলে কাজ সহজ হয়ে যায়, সেটা মাথায় ছিল। আমরা যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে। আশা করি এখান থেকে আমরা ধারাবাহিকতা বজায় রাখতে পারব।’

২০০৭ সালে জয়ের মূল নায়ক ছিলেন মোহাম্মদ আশরাফুল। সাবেক অধিনায়কের ৮৭ রানের ইনিংসটা বাংলাদেশকে লড়াইয়ের পুঁজি এনে দেয়। বোলিং অবশ্য রাজ্জাক তিনটি, সাকিব ও রাসেল দুটি উইকেট নিয়ে প্রোটিয়া ব্যাটসম্যানদের চেপে ধরেছিলেন।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে গেইল ও লুইসকে নিয়ে পরিকল্পনার কথা বলেছিলেন ওয়ানডে অধিনায়ক। পরিকল্পনা অনুযায়ী বিস্ফোরক দুই ব্যাটসম্যানকে দ্রুত বিদায় করাতেই ফলাফল নিজেদের পক্ষে এসেছে বলে মনে করছেন মাশরাফি, ‘আমরা গেইল ও লুইসকে দ্রুত ফেরাতে চেয়েছি, সেটাই করতে পেরেছি। পরবর্তীতে আমরা ওদের ক্রমাগত চাপের মধ্যে রেখেছি এবং ফলাফল আমাদের পক্ষে এসেছে।’

রবিবার মাশরাফি ছোট ছোট রান আপ নিয়ে বোলিং করেছেন। হাঁটুতে কিছুটা ব্যথা থাকাতেই ছোট রান আপে বোলিং করা। তাতেও দমে যাননি। দারুণ বোলিংয়ে তার বোলিং ফিগার দাঁড়ায় ১০-১-৩৭-৪। মাশরাফির এই বোলিং ফিগারটাই প্রমাণ করছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি কতটা আগ্রাসী। নিজের অবস্থা নিয়ে মাশরাফি বলেছেন, ‘কিছুটা ক্লান্ত। তবে আমি ঠিক আছি। দুই-তিন মাস ধরেই লং রান আপে বোলিং করছি না। আন্তর্জাতিক ম্যাচ খেলা সবসময় একটু কঠিন, তবে আমি উপভোগ করছি।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা