আগামী বছর ক্রিকেটের ব্যস্ত সূচি পার করবে বাংলাদেশ। ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে যাবে মুশফিক-সাকিবরা। এবারই প্রথম কিউইদের বিপক্ষে বাংলাদেশ তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। এছাড়া সফরে তিনটি ওয়ানডে খেলবে সফরকারী দল।
বাংলাদেশ অবশ্য এর আগেও তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে তিনবার। ২০০৩ সালে পাকিস্তানে, ২০০৭ সালে শ্রীলঙ্কায় এবং সবশেষ ২০১৪ সালে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে খেলে বাংলাদেশ। ঘরের মাঠে খেলা সেই সিরিজে জিম্বাবুয়েকে ৩-০ তে হোয়াইটওয়াশ করে সাকিবরা। তবে কিউইদের বিপক্ষে আগে কখনও তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলা হয়নি।
নিউজিল্যান্ড সফরে তিনটি টেস্ট হবে হ্যামিল্টন, ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চে। নিউজিল্যান্ড অবশ্য সিরিজের প্রথম টেস্টটি দিবা-রাত্রিতে খেলতে চেয়েছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাতে সায় দেয়নি বলেই পুরনো প্রথায় খেলবে দুই দল। এ প্রসঙ্গে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বিবৃতিতে জানায়, ‘প্রথম টেস্ট সেডন পার্কে আমরা দিবা-রাত্রির সূচিতে খেলতে চেয়েছিলাম। কিন্তু বিসিব তাতে রাজি না হওয়ায় সাধারণ টেস্টেই খেলা হবে।’
এই বছরের শেষ দিক থেকে এশিয়ান অঞ্চলের তিন দেশকে আতিথ্য দিচ্ছে নিউজিল্যান্ড। ডিসেম্বরের মাঝামাঝি শ্রীলঙ্কার সঙ্গে দুই টেস্ট, তিন ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে কিউইরা। বাংলাদেশকে আতিথ্য দেওয়ার আগে জানুয়ারির শেষ দিকে ভারতের সঙ্গে ৫ ম্যাচের ওয়ানডে, তিন টি-টোয়েন্টি খেলবে।
বাংলাদেশের নিউজিল্যান্ড সফর-সূচি
প্রথম ওয়ানডে- ১৩ ফেব্রুয়ারি, নেপিয়ার
দ্বিতীয় ওয়ানডে- ১৬ ফেব্রুয়ারি, ক্রাইস্টচার্চ
তৃতীয় ওয়ানডে- ২০ ফেব্রুয়ারি, ডানেডিন
প্রথম টেস্ট- ২৮ ফেব্রুয়ারি, হ্যামিল্টন
দ্বিতীয় টেস্ট- ৮ মার্চ, ওয়েলিংটন
তৃতীয় টেস্ট- ১৬ মার্চ, ক্রাইস্টচার্চ