X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

করপোরেট ফুটবল ফিয়েস্তায় কমফিটের বড় জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০১৮, ১২:৪৫আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ১৩:০৬

করপোরেট ফুটবল ফিয়েস্তায় কমফিটের বড় জয় বসুন্ধরা কিংস করপোরেট ফুটবল ফিয়েস্তার পঞ্চম আসরের তৃতীয় দিনে বড় জয় পেয়েছে কমফিট কম্পোজিট নিট। শনিবার  রাজধানী উত্তরার ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুলের অ্যাস্ট্রো টার্ফে কমফিট ১২-০ গোলে স্টেপ ফুটওয়্যারকে হারায়।

এদিকে দিনের গুরুত্বপূর্ণ খেলায় ৩-৩ গোলে ড্র করেছে এইচএসবিসি- এমটিবি। টুর্নামেন্টে এইচএসবিসি’র  দলের পক্ষে একাই হ্যাটট্রিক করেন অনন্ত। অন্যদিকে এমটিবি’র পক্ষে দুটি গোল করেন আরিফ এবং রাসেল। এছাড়া এইচএসবিসি একটি আত্মঘাতী গোল করায় ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়।    

দিনের অন্য খেলায় সেভ অ্যান্ড সার্ভ ফাউন্ডেশন ৩-২ গোলে ইন্টারপোর্ট, থেরাপ বিডি ১-০ গোলে আইডিএলসি, টর্ক ৫-০ গোলে বঙ্গ এবং উইনটেক্স ফ্যাশন ১-০ গোলে নিও জিপারকে হারায়।

বসুন্ধরা কিংস করপোরেট ফুটবল ফিয়েস্তা পাওয়ার্ড বাই অ্যাডেক্স গ্রুপ এর পঞ্চম আসরে সব মিলিয়ে ২০টি দল অংশ নিয়েছে। এদের মধ্যে ১২টি দল অংশগ্রহণ করছে করপোরেট মাস্টার্স ক্যাটাগরিতে। দলগুলো হলো- বসুন্ধরা কিংস, কমফিট কম্পোসিট নিট লিমিটেড, বান্ডো ডিজাইন লিমিটেড, থেরাপ বিডি, এমটিবি, আইডিএলসি, এইচএসবিসি, সিটি ব্যাংক, এক্সডিজিটাল এজেন্সি, এক্সিকিউটিভ এলাভেন, পাঠাও ও স্টেপ ফুটওয়্যার।

এছাড়া টুর্নামেন্টে নতুন ফরম্যাটে (করপোরেট ওপেন) খেলবে বাকি আটটি দল। এই ফরম্যাটে দলগুলো তাদের কোম্পানির বাইরের খেলোয়াড় খেলাতে পারবে। তবে অবশ্যই অপেশাদার ফুটবলার হতে হবে। দলগুলো হচ্ছে- নিওজিপার, ইন্টারপোর্ট গ্রুপ, সেভ অ্যান্ড সার্ভ ফাউন্ডেশন, উইনটেক্স ফ্যাশন লিমিটেড, অ্যাপারেল ইন্ডাস্ট্রি লিমিটেড, লায়লা গ্রুপ, বঙ্গ বিডি ও টর্ক ফ্যাশন লিমিটেড।

বসুন্ধরা কিংস করপোরেট ফুটবল ফিয়েস্তা টুর্নামেন্টের সহযোগী পার্টনার হিসেবে রয়েছে সিটি ব্যাংক, ফিউশন স্পোর্টস, লায়লা গ্রুপ এবং পেট্রোম্যাক্স এলপিজি। টুর্নামেন্টের ডিজিটাল পার্টনার হিসেবে রয়েছে প্লান্টিক।

 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা