X
বুধবার, ০১ মে ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

টিকে থাকাই রহমতগঞ্জের বড় চ্যালেঞ্জ

তানজীম আহমেদ
১৬ জানুয়ারি ২০১৯, ১৫:৪৫আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ১৬:৩০

রহমতগঞ্জ দল। আগামী ১৮ জানুয়ারি শুরু হবে প্রিমিয়ার ফুটবল লিগ। ১৩ দলের এবারের প্রতিযোগিতায় দারুণ প্রতিদ্বন্দ্বিতার আভাস। লিগ শুরুর আগে দলগুলোর প্রস্তুতি কেমন, কী তাদের প্রত্যাশা, আর তা পূরণে লক্ষ্যই বা কী-তা নিয়ে বাংলা ট্রিবিউনের এই ধারাবাহিক আয়োজন। আজ থাকছে গত আসরে দশম রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে নিয়ে-

লড়াকু দল হিসেবে আলাদা ঐতিহ্য আছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির। অনেক বড় দলকে মাঝে-মধ্যে হারিয়ে কিংবা রুখে দিয়ে চমক দেখিয়ে আসছে পুরনো ঢাকার এই দল। হঠাৎ হঠাৎ মাথা চাড়া দিয়ে ওঠার ঐতিহ্য থাকলেও গত লিগে তাদের অবস্থান ছিল বেশ শোচনীয়। অল্পের জন্য বেঁচে গেছে অবনমন থেকে। বিপদ এড়াতে বেশ লড়াই করতে হয়েছে তাদের।

রহমতগঞ্জ এবারো চাইছে অবনমন এড়িয়ে প্রিমিয়ার লিগে টিকে থাকতে। এরই সঙ্গে নিজেদের পারফরম্যান্স দেখানোর ইচ্ছা তো আছেই। তবে এমন প্রত্যাশার মুখে মৌসুমের শুরুর আসর ফেডারেশন কাপে তারা বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে। যদিও স্বাধীনতা কাপে ছিলো তুমুল লড়াইয়ের আভাস। কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর পর বসুন্ধরা কিংসকে প্রায় রুখে দিলেও টাইব্রেকার ভাগ্যে বরণ করতে হয় হার।

দুটি আসরের ভুল-ত্রুটি শুধরে নিয়ে এবার প্রিমিয়ার লিগে লড়াই করার অদম্য মানসিকতার ইঙ্গিত কোচ সৈয়দ গোলাম জিলানির। তিনি জানালেন লিগে টিকে থাকাই লক্ষ্য তার দলের, ‘শুরুতে খেলোয়াড়দের ফিটনেস কম ছিল। স্বাধীনতা কাপে অবশ্য আগের চেয়ে ভালো খেলেছি। যদিও আমাদের দলটি অপেক্ষাকৃত কম শক্তিশালী। এবার মূল লক্ষ্য হলো- লিগে আমাদের টিকে থাকতে হবে।।’

তিনি আরও জানালেন, এবারের দলগুলো সমমানের হওয়ায় লিগটা জমবে বেশ, ‘এবারের লিগ বেশ জমবে। বেশ কয়েকটি দল সমমানের। চেষ্টা থাকবে ভালো খেলে সবার মন জয় করতে।’

২০০৮ সালে রহমতগঞ্জে প্রথমবার কোচিং করিয়েছেন গোলাম জিলানী। ১০ বছর পর পুনরায় দায়িত্ব নিয়ে ভালো কিছুর অপেক্ষায় আছেন। তবে তার চার বিদেশি খেলোয়াড়ের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট নন। বিশেষ করে জাপানের ফরোয়ার্ড আতসুসি ইউনেজাওয়া, কংগোর সিও জুনাপিও, নাইজেরিয়ান মিডফিল্ডার দামান চিগোজি, নাইজেরিয়ার ডিফেন্ডার মানডেস ওসাজি কোচের মুখে একটুও হাসি ফোঁটাতে পারেননি।

তাদের এমন পারফরম্যান্সে তাই কিছুটা আক্ষেপ ঝরেছে কোচের কণ্ঠে, ‘বিদেশি খেলোয়াড়রা ভালো খেলতে পারেনি। বিশেষ করে এশিয়ান কোটায় আনা বিদেশি খেলোয়াড়ের মান সন্তোষজনক নয়। দুটি আসরে আরও ভালো খেলা উচিত ছিল। অন্য দলে ভালো মানের বিদেশি খেলোয়াড় আছে। তাই তাদের সঙ্গে লড়াই করে এগিয়ে যেতে হবে।’

রহমতগঞ্জ ২৪ জন খেলোয়াড়কে দলভুক্ত করেছে। বলতে গেলে পুরো দলটা তাদের নতুন। কোচের বেশ কিছু বিষয় নিয়ে আক্ষেপ রইলেও দলটির অভিজ্ঞ গোলকিপার তিতুমির চৌধুরী আশাবাদী, ‘আমাদের দলটি ফেডারেশন কাপে খেলেছে কিছুটা প্রস্তুতি ছাড়া। পরের আসর স্বাধীনতা কাপে পারফরম্যান্স ভালো ছিল। দুর্ভাগ্যবশত হেরে গেছি শেষ আটের লড়াইয়ে। তাই এবার আগের চেয়ে লিগে ভালো করার লক্ষ্য। আমাদের দলে তরুণ কিছু খেলোয়াড় আছে। আশা করছি তারা ঝলক দেখাতে পারবে।’

স্থানীয় খেলোয়াড়: তিতুমির চৌধুরী, আকরামুজ্জামান লিটন, ইউসুফ আলী খান, সৈকত ভৌমিক, শাকিল আহমেদ, জামাল হোসেন, ফয়সাল আহমেদ, চৌম্রিন রাখাইন, মাসুদ রানা, শারহান হাওলাদার, তানভীর আহমেদ সাদ্দাম, খলিল ভূঁইয়া, রাকিবুল ইসলাম, সাজন মিয়া, মোহাম্মদ শরীফ, দিদারুল আলম, সাব্বির আহমেদ, এনামুল ইসলাম, আরিফুল ইসলাম, সোহেল রানা, নাদিম মাহমুদ, হামিদুর রহমান রিমন, সম্রাট আহমেদ রাজ, শামীম রেজা, শাহেদুল আলম অনিক, আরমান সাদি ও ফাহিমদ নূর তোহা।

বিদেশি খেলোয়াড়: আতসুসি ইউনেজাওয়া, সিও জুনাপিও, নাইজেরিয়ান মিডফিল্ডার দামান চিগোজি ও নাইজেরিয়ার ডিফেন্ডার মানডেস ওসাজি।

 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
বরগুনায় দুই সাংবাদিকসহ পাঁচ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
বরগুনায় দুই সাংবাদিকসহ পাঁচ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
ভিনিসিয়ুসের জোড়ায় প্রথম লেগে বায়ার্নকে জিততে দেয়নি রিয়াল
চ্যাম্পিয়নস লিগ, সেমিফাইনালভিনিসিয়ুসের জোড়ায় প্রথম লেগে বায়ার্নকে জিততে দেয়নি রিয়াল
দুই মাস পর ইলিশ ধরা শুরু
দুই মাস পর ইলিশ ধরা শুরু
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস