X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

আমিরের না থাকা নিয়ে পাকিস্তানে বিতর্ক

স্পোর্টস ডেস্ক
১৯ এপ্রিল ২০১৯, ১৮:৪৫আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ১৯:০৩

মোহাম্মদ আমির। পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা হয়েছে গতকাল। ১৫ সদস্যের দলে চমক হয়ে এসেছে পেসার মোহাম্মদ আমিরের না থাকা। এ নিয়ে বিতর্কের শেষ নেই পাকিস্তানে। এক সময়ে গতির ঝড় তোলা সাবেক পেসার শোয়েব আকতার, সাবেক ক্রিকেটার রমিজ রাজা ও শহীদ আফ্রিদিও এমন সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন।

আমির না থাকাটা কেন উদ্বিগ্ন হওয়ার মতো বিষয় তার ব্যাখ্যা দিয়েছেন শোয়েব আকতার। টুইটারে লিখেছেন, ‘সবচেয়ে উদ্বিগ্ন হওয়ার বিষয় হয়েছে পেস বিভাগকে নেতৃত্ব দেওয়ার মতো কেউ নেই। যে কিনা আক্রমণাত্মকভাবে সেটা করতে পারবে। আমির সেটা করতে পারবে। আর যদি আমির নাই থাকে, তখন হাসান আলী ও জুনায়েদকে সেই ভূমিকায় থাকতে হবে।’

মূল স্কোয়াডে না থাকলেও বিশ্বকাপের আগে ইংল্যান্ডে হতে যাওয়া ওয়ানডে সিরিজে রয়েছেন আমির। সেই হিসেবে দারুণ কিছু করে তাকে নিয়ে নির্বাচকদের নতুন করে ভাবতে বাধ্য করতে পারেন তিনি। এমনটি মনে করেন শোয়েব আকতার, ‘আমি এখনও মনে করি আমির ইংলিশ কন্ডিশনে পাকিস্তানের মরণাস্ত্র হয়ে উঠতে পারে। ইংল্যান্ডে হতে যাওয়া সিরিজে তেমনটি প্রমাণ করার সুযোগও আছে। যা তাকে ২৩ মের আগে নতুন করে দলে ঢুকতে সহায়তা করবে। আমিরকে শুভকামনা। তুমি অবশ্যই পারবে।’

শোয়েক আকতারের মতো সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজাকেও এই স্কোয়াড নিয়ে সন্তুষ্ট দেখা গেলো না। আমিরকে মূল দলের বাইরে রাখাতে ঘোরতর আপত্তি রয়েছে তার। টুইটারে লিখেছেন, ‘পাকিস্তানের বিশ্বকাপ ও ইংল্যান্ড ট্যুরের দল পুরোটাতেই মূল ভিতটা রয়েছে। ১৭ জনের স্কোয়াডে আমির ও আসিফ আলীকে বাইরে রাখার মানে হলো ওরা ট্রায়ালে থাকবে। এটা ভালো কি মন্দ, আমি নিশ্চিত নই। তবে আমি হলে বিশ্বকাপের জন্য দুজনকেই রাখতাম। পেসের জন্য হাসনাইন ঢুকেছে। বিষয়টা চমকপ্রদ!!’

সাবেক অধিনায়ক আফ্রিদিও নিজের আক্ষেপটা গোপন রাখেননি। হাল ছেড়ে দিয়েই তিনি টুইটারে লিখেছেন, ‘নির্বাচকদের খুব কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। যারা দলে রয়েছে তাদের শুভকামনা। আশা করছি তারা কাপটা ঘরে আনতে পারবে। তবে ব্যক্তিগতভাবে আমি ওয়াহাব রিয়াজ ও আমিরকে খুব মিস করবো। বিশেষ করে এটা যখন ইংলিশ কন্ডিশন।’  

আমিরকে বাদ দেওয়ার পেছনের কারণ তার পড়তি ফর্ম! যেই আমির পাকিস্তানকে চ্যাম্পিয়নস ট্রফি জেতাতে ভূমিকা রেখেছেন সেই আমিরই গত দুই বছরে ওয়ানডেতে শিকার করেছেন মাত্র ৫টি উইকেট! এই সময়ে ১০১ ওভার বল করেছেন, প্রতি উইকেট নিতে তার গড়ে রান গেছে ৯২.৬০! এই সময়ে কমপক্ষে ৬০০ বল করা পেসারদের তালিকায় সবচেয়ে বাজে বোলিং আমিরেরই! দ্বিতীয় বাজের তালিকায় রয়েছেন ইংলিশ পেসার মার্ক উড। যার গড় ৪৭.৭৫।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় প্রথম দফার যুদ্ধবিরতি আলোচনা অগ্রগতি ছাড়াই শেষ
গাজায় প্রথম দফার যুদ্ধবিরতি আলোচনা অগ্রগতি ছাড়াই শেষ
নেত্রকোনায় ঝটিকা মিছিলের নেতৃত্ব দেওয়া আ.লীগ নেতা গ্রেফতার
নেত্রকোনায় ঝটিকা মিছিলের নেতৃত্ব দেওয়া আ.লীগ নেতা গ্রেফতার
বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে পাহাড়ের বাসিন্দাদের
বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে পাহাড়ের বাসিন্দাদের
ফিরে দেখা: ৭ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৭ জুলাই ২০২৪
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত