X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

জয়ের ধারায় আবাহনী, শীর্ষেই বসুন্ধরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০১৯, ২২:৫০আপডেট : ২৩ মে ২০১৯, ২২:৫৪

 আগের ম্যাচে বসুন্ধরা কিংসের কাছে হেরেছিলো আবাহনী লিমিটেড।  বৃহস্পতিবার অবশ্য জয় দিয়ে ঘুরে দাঁড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। প্রিমিয়ার লিগের ফিরতি পর্বের ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে মারিও লেমসের দল। দিনের অন্য ম্যাচে জিতেছে বসু্ন্ধরা কিংসও। ৩-১ গোলে হারিয়েছে নোফেল স্পোর্টিংকে।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক স্টেডিয়ামে শুরুতে অবশ্য আবাহনী পিছিয়ে পড়েই খেলা শুরু করেছিলো। আইভরি কোস্টের বালো ফামুসা গোল করে এগিয়ে নেয় মুক্তিযোদ্ধাকে।

তবে ২৭ মিনিটে আবাহনী ম্যাচের সমতা নিয়ে আসে। মামুনুলের ফ্রি-কিক থেকে হাইতির কেরভেন্স বেলফোর্ট হেড করে লক্ষ্যভেদ করেন। তিন মিনিট পর মুক্তিযোদ্ধাকে আরও পেছনে ঠেলে দেয় আবাহনী। নাবীব নেওয়াজ জীবন প্লেসিং করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন।

বিরতির পর আক্রমণ অব্যাহত রেখে আবাহনী আরও দুগোল আদায় করে নেয়। ৬৪ মিনিটে মিডফিল্ডার মামুনুল ইসলাম বক্সের বাইরে থেকে জোরালো শটে স্কোর ৩-১ করেন। এর ১০ মিনিট পর সানডে গোল করে মুক্তিযোদ্ধার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন। আবাহনী ১৫ ম্যাচে ১২তম জয়ে ৩৬ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। অন্য দিকে মুক্তিযোদ্ধা সমান ম্যাচে সপ্তম হারে আগের ১৬ পয়েন্ট নিয়ে আছে অষ্টম স্থানে।

নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে বসুন্ধরা কিংস তাদের জয়যাত্রা অব্যাহত রেখেছে। আরেক নবাগত নোফেল স্পোর্টিংকে তারা ৩-১ গোলে হারের তিক্ত স্বাদ দিয়েছে।

ম্যাচের প্রথমার্ধে বিজয়ী দল ২-০ গোলে এগিয়ে ছিলো। দানিয়েল কোলিনদ্রেস ৪১ মিনিটে দলকে এগিয়ে নেন। বিরতিতে যাওয়ার আগমুহূর্তে বখতিয়ার দেশোবিকোভ ব্যবধান বাড়িয়ে নেন। বিরতির পর নোফেল ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিলো। ৫৩ মিনিটে গিনির ইসমাইল বাঙ্গুরা গোলও পান। তবে ৭৪ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কোস ভিনিসিয়াস তৃতীয় গোল করে তাদের সেই আশা পূরণ করতে দেননি।

শেষপর্যন্ত এই স্কোরলাইন রেখে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। ১৫ ম্যাচে ১৪তম জয়ে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নবাগতরা। নোফেল এক ম্যাচ কম খেলে নবম হারে আগের ৯ পয়েন্ট নিয়ে আছে ১১তম স্থানে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ