X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ড্রয়ের দিনে তিনটি গোলই বাতিল ব্রাজিলের!

স্পোর্টস ডেস্ক
১৯ জুন ২০১৯, ১০:৪৭আপডেট : ১৯ জুন ২০১৯, ১১:১৫

জেসুস গোল করলেও বাতিল হয়েছে তা।

ভাগ্যদেবী সহায় ছিল না ব্রাজিলের। না হলে তিন তিনটি গোল বাতিল হয় সেলেসাওদের? মঙ্গলবার কোপা আমেরিকায় তেমনই একটি ম্যাচে তারা ভেনেজুয়েলার কাছে ড্র করেছে গোল শূন্যতে ।

মুহুর্মুহু আক্রমণের ঢেউ তুললেও ব্রাজিলকে গোল বিমুখ হতে হয়েছে বার বার। প্রথমার্ধের শেষ দিকে গোল পেয়েছিলেন রবের্তো ফিরমিনো। আর সেই গোলটিই বাতিল হয়েছে ফাউলের সুবাদে।

এমন করে গোল বিমুখ হতে হয়েছে আরও দুবার। বদলি গাব্রিয়েল জেসুস ঘণ্টা খানেকের মাথায় জালের ঠিকানা খুঁজে পেলেও প্রযুক্তির বাধায় বাতিল হয়েছে সেই গোলটিও। ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি জানিয়ে দেয় অফসাইডের ফাঁদে পড়েছিলেন ফিরমিনো। শেষ বাতিলের খাতায় নাম লেখান আরেক তারকা ফিলিপে কৌতিনিয়ো। সেখানেও বাধা ছিল এই ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি।

অথচ ম্যাচের শুরু থেকে আক্রমণের পসরা সাজিয়ে খেলেছে ব্রাজিল। বলিভিয়া ম্যাচের চেয়ে ধার ছিলও আরও বেশি। তবে সুযোগগুলো নষ্ট হয়েছে বেশিরভাগ। ডেভিড নারেস ও ফিরমিনো লক্ষ্য বরাবর গোল করতে পারেননি। রিচার্লিশনও ব্যর্থ হয়েছেন প্রতিপক্ষ গোলকিপারের দৃঢ়তায়।

অবশ্য ভেনেজুয়েলাও গোলের সুযোগ পেয়েছিল। সালোমন রোন্ডোন হেড করে গোল করার চেষ্টা করলেও লক্ষ্যভ্রষ্ট হয় তা।

ব্রাজিল আক্রমণে ধার বাড়াতে দ্বিতীয়ার্ধে বদল করে রিচার্লিশনকে। কিন্তু তার বদলে নামা ম্যানসিটি স্ট্রাইকার জেসুসও ব্যর্থ হন গোল পেতে।  

আগের ম্যাচে বলিভিয়াকে ৩-১ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা করা ব্রাজিল গ্রুপ তালিকায় শীর্ষে আছে ড্রয়ের পরেও। পেরুরও সমান ৪ পয়েন্ট। তবে গোল ব্যবধানে পিছিয়ে তারা রয়েছে দ্বিতীয় স্থানে।

এই অবস্থায় গ্রুপে ভেনেজুয়েলার পয়েন্ট দুই। বলিভিয়া কোন পয়েন্টই পায়নি। এই দুটি দলই আবার একে অপরের মুখোমুখি হবে রবিবার।

 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা