X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

‘সাকিব কিংবদন্তি, তাতে কোনও সন্দেহ নেই’

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০১৯, ১৫:১৫আপডেট : ২৫ জুন ২০১৯, ১৬:৪৩

আফগানদের গুঁড়িয়ে দিয়েছে সাকিব আল হাসানের ঘূর্ণি জাদু।  এবারের বিশ্বকাপে বাংলাদেশের বোলিং বিভাগের মূল অস্ত্র সাকিব আল হাসান। তার নেতৃত্বেই সবচেয়ে বেশি ঘূর্ণি জাল পেতেছে স্পিনাররা। আফগানিস্তানের বিপক্ষে ২৯ রানে ৫ উইকেট নেওয়ার পর তার পারফরম্যান্সের প্রশংসা করেছেন টাইগারদের স্পিন বোলিং কোচ সুনীল যোশি। 

ব্যাটে-বলে এককভাবে বাংলাদেশকে তিনটি ম্যাচ জেতাতে ভূমিকা রেখেছেন তিনি। বাংলাদেশের ক্রিকেটে এমন কিংবদন্তিতুল্য ক্রিকেটারের আবির্ভাব আগে কখনও হয়নি। স্পিন বোলিং কোচ যোশিও মনে করেন, সাকিব একজন কিংবদন্তি! এমন পারফরম্যান্সের পর সাকিবকে নিয়ে তার মূল্যায়ন, ‘সাকিব যে কিংবদন্তি তাতে কোনও সন্দেহ নেই। গর্বের মতো বিষয়, বাংলাদেশ দলে এমন একজনই আছে। সাকিব হচ্ছে আমাদের মিস্টার কনসিসটেন্ট। ব্যাটে, বলে এবং ফিল্ডিংয়ে।’

বাংলাদেশের বোলিং বিভাগে সবচেয়ে বেশি ধারাবাহিক দেখা যাচ্ছে স্পিন বোলিং। স্পিনারদের কাছ থেকে এমন কার্যকরী পারফরম্যান্স পেয়ে খুব উচ্ছ্বসিত যোশি, ‘স্পিন কোচ হিসেবে এর চেয়ে আর বেশি কিছু চাওয়া যায় না। আর সাকিব নিজের ফিটনেস নিয়ে খুব বেশি নজর দিচ্ছে। সম্প্রতি ৫ থেকে ৬ কিলো সে কমিয়েছে। আর এতে আপনারা তার উন্নতিটা চোখে দেখতেই পাচ্ছেন। রানিং বিটুইন দ্য উইকেটে তার গতি বেড়েছে। তার উপস্থিতি মূলত আমাদের ম্যাচে এগিয়ে দিচ্ছে।’

সামনেই ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। তাদের শিবিরেও আছে যুজবেন্দ্র চাহাল ও কুলদীপের মতো স্পিনার। যোশি বলে রাখলেন এতে চিন্তিত নন তারা, ‘আমরা ভালো করেই জানি ওরা স্পিন ভালো খেলে। আমরাও কিন্তু স্পিন ভালো খেলি। আফগানদের বিপক্ষেই তার একটা উদাহরণ রেখে দিয়েছি।’

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত
জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত
‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন
‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক
রোমাকে হারিয়ে ফাইনালে এক পা লেভারকুসেনের
ইউরোপা লিগরোমাকে হারিয়ে ফাইনালে এক পা লেভারকুসেনের
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী