X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

বিদায় বললেন নুয়ান কুলাসেকারাও

স্পোর্টস ডেস্ক
২৪ জুলাই ২০১৯, ১৪:২৪আপডেট : ২৪ জুলাই ২০১৯, ১৭:৩০

নুয়ান কুলাসেকারা। লাসিথ মালিঙ্গার পর এবার অবসরের ঘোষণা দিয়েছেন আরেক লঙ্কান পেসার নুয়ান কুলাসেকারা। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন তিনি।

মালিঙ্গা বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ খেলে ওয়ানডেকে বিদায় বলার সুযোগ পেলেও কুলাসেকারা পাচ্ছেন না তেমন সুযোগ।  তাই বিদায়ী ম্যাচ খেলার সুযোগ নেই তার সামনে। শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী হারিন ফারনান্ডো জানিয়েছেন, এজন্য তৃতীয় ম্যাচটি তাকে উৎসর্গ করা হবে। তবে খেলার সুযোগ পাচ্ছেন না তিনি।

এর ব্যাখ্যাও অবশ্য আছে তার কাছে। ক্রীড়ামন্ত্রী বলেছেন নুয়ান কুলাসেকারা বাংলাদেশের বিপক্ষে একটি ম্যাচ খেলার অনুরোধ করলেও তাকে সেই সুযোগ দেওয়া যাচ্ছে না বাস্তব কারণেই। দীর্ঘ দিন ঘরোয়া ক্রিকেট খেলেননি ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।

হারিন ফারনান্ডো আরও জানান, ‘দেখুন বোর্ডের কাজকর্মে আমি হস্তক্ষেপ করতে পারি না।’ তবে তিনি জানিয়েছেন কুলাসেকারাকে বিদায় জানাতে শেষ ম্যাচটি যেন তাকে উৎসর্গ করা হয় সেজন্য বোর্ডকে বলা হয়েছে। বাংলাদেশের বিপক্ষে শেষ এই ম্যাচটি হবে ৩১ জুলাই।

২০১৪ সালে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য কুলাসেকারা এবারের বিশ্বকাপ দলেও জায়গা পাননি। সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ২০১৭ সালে। এমনকি গত বছরের মার্চ থেকে বড় পর্যায়ে কোনও ধরনের ক্রিকেটও খেলেননি!

১৮৪টি ওয়ানডে খেলা কুলাসেকারার উইকেট সংখ্যা ১৯৯টি। ইকোনমিও ৪.৯০। এছাড়া ৫৮টি টি-টোয়েন্টিতে উইকেট নিয়েছেন ৬৬টি। তিনি ২১টি টেস্টও খেলেছেন। যদিও এই ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন ২০১৬ সালে।

 

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কী থাকছে হিমায়িত মাংস আমদানি নীতিমালায়
কী থাকছে হিমায়িত মাংস আমদানি নীতিমালায়
‘নিখোঁজ’ এমপি আনোয়ারুলের সর্বশেষ অবস্থান ভারতের মুজাফফরাবাদ: ডিবি
‘নিখোঁজ’ এমপি আনোয়ারুলের সর্বশেষ অবস্থান ভারতের মুজাফফরাবাদ: ডিবি
রাশিয়ায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ রুশ তেল শোধনাগার
রাশিয়ায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ রুশ তেল শোধনাগার
রাখাইনের বুথিডাউং শহর দখলে নিলো আরাকান আর্মি
রাখাইনের বুথিডাউং শহর দখলে নিলো আরাকান আর্মি
সর্বাধিক পঠিত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে