X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

মেসির সঙ্গে ডিনারে যেতে চান রোনালদো

স্পোর্টস ডেস্ক
৩০ আগস্ট ২০১৯, ১৪:৪২আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ১৮:১৫

উয়েফার অনুষ্ঠানে মেসি ও রোনালদো। সাধারণত একঘেয়েমিতে ভরা থাকে ফুটবলের ড্র আর পুরস্কার অনুষ্ঠান। খেলোয়াড়দের বক্তৃতাতেও থাকে না কোনও নতুনত্ব। তবে সেসব অনুষ্ঠানে ক্রিস্তিয়ানো রোনালদো আর লিওনেল মেসির মতো দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর সেরা ফুটবলাররা যখন উপস্থিত থাকেন, তখন সেই অনুষ্ঠান হয়ে ওঠে সবার ‘হটকেক’।

মোনাকোয় হওয়া উয়েফার ড্র অনুষ্ঠানটিও গতকাল হয়ে থাকলো তেমন উদাহরণ হয়ে। বাইরে রোনালদো আর মেসির সম্পর্ক নিয়ে কতই না মুখরোচক সংবাদ ছড়িয়েছে বারবার। কিন্তু সামনে দেখা গেলো ভিন্ন চিত্র। দুজন মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী হলেও শ্রদ্ধা করেন একে অপরকে। অবশ্য এত বছর এই মঞ্চটা ভাগাভাগি করলেও এখনও একসঙ্গে ডিনার করা হয়নি দু’জনের। সেই আক্ষেপটা ঝরেছে রোনালদোর কণ্ঠে, ‘১৫ বছর ধরে এই মঞ্চটা আমরা ভাগাভাগি করছি। আমি জানি না এর আগে এমনটি হয়েছে কিনা−যে দুজন ব্যক্তি সব সময় একই মঞ্চে থাকছে।’

তাই বলে দুজনের সম্পর্কটা কোনওকালে খারাপ ছিল না। এমনটা নিজের মুখেই জানালেন রোনালদো, ‘অবশ্যই আমাদের সম্পর্কটা কিন্তু ভালো। তবে আফসোসের বিষয় হলো এখনও আমাদের একসঙ্গে ডিনার করা হয়নি। তবে ভবিষ্যতে আশা করি সেটা হবে।’

স্পেনের ফুটবল লিগে একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিলেন রোনালদো ও মেসি। রেকর্ড আর পুরস্কারের আধিপত্য দখলে এখনও একে অপরকে পেছনে ফেলছেন সব সময়। সেই রোনালদো এখন স্পেন ছেড়ে খেলছেন ইতালির জুভেন্টাসে। মাঠের সেই যুদ্ধটা খুব উপভোগ করেন বলে জানালেন রোনালদো, ‘স্পেনে আমাদের এই লড়াইটা ছিল। কখনও আমি ওকে ছাড়িয়ে গেছি, ও আমাকে ছাড়িয়ে গেছে। ফুটবলের এমন ইতিহাসের অংশ হতে পারাটা অবশ্যই ভালো কিছু।’

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী