X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

কে হবেন ফিফার বর্ষসেরা?

স্পোর্টস ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৩৬আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৪২

কে হবেন ফিফা দ্য বেস্ট? ২০১৮ সাল থেকেই দেখা যাচ্ছে ব্যতিক্রম ধারা। ইউরোপ সেরা তো বটেই, বিশ্বসেরার মঞ্চে ফিফা দ্য বেস্টেও লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো মাথায় উঠেনি শ্রেষ্ঠত্বের মুকুট। গতবারের মতো এবারও ফেভারিটের তালিকায় অন্য আরেকজন। তিনি লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক।

এইতো কিছুদিন আগে মেসি-রোনালদোকে পেছনে ফেলে উয়েফার বর্ষসেরা পুরস্কার জিতেছেন ফন ডাইক। আজ মিলানের অপেরা হাউজ লা স্কালায় ঘোষণা করা হবে-ফিফা দ্য বেস্ট বা বর্ষসেরা ফুটবলারের নাম। অনুষ্ঠানটি শুরু হবে বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে। সরাসরি দেখা যাবে ফিফার ইউটিউব ও ফেসবুক পেজে।

উয়েফার বর্ষসেরা পুরস্কারকে বলা হয় ফিফা দ্য বেস্ট জেতার প্রথম ধাপ। সে হিসেবে পাল্লা ভারি ডাইকেরই। অবশ্য লিওনেল মেসি ও রোনালদোরও সাফল্য কম নয়। জুভেন্টাসে গিয়ে লিগ শিরোপা জিতেছেন রোনালদো, পর্তুগালের হয়ে জিতেছেন নেশন্স লিগ। মেসি বার্সেলোনাকে জিতিয়েছেন লিগ শিরোপা। আবার লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা তিনি।

তবে তাদের চেয়ে বড় অর্জন ছিল ডাইকের। চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের দুইবার ফাইনালে উঠার ক্ষেত্রে তিনি প্রভাবকের ভূমিকায় ছিলেন ডিফেন্ডার হয়ে। একবার রানার্স আপ হলেও শেষবার লিভারপুলের চ্যাম্পিয়নস লিগ জয় ও প্রিমিয়ার লিগে রানার্স আপ হতে ভূমিকা রেখেছিলেন। নিজ দেশ নেদারল্যান্ডসের হয়ে নেশন্স লিগ রানার্স আপ হতেও ভূমিকা রেখেছেন।

তাতেই আগস্টে ফিফা দ্য বেস্টের মনোনয়ন প্রাপ্তদের তালিকায় মেসি ও রোনালদোর সঙ্গে নাম উঠে গিয়েছিল তার। মেসি গতবার এই তালিকা থেকে বাদ পড়লেও এবার ৫১টি গোল করে জায়গা করে নিয়েছেন।

জাতীয় দলগুলোর অধিনায়ক ও কোচের সঙ্গে নির্বাচিত সাংবাদিকদের ভোটে ঘোষণা করা হবে ফিফার বর্ষসেরা বিজয়ীর নাম। আরও দেওয়া হবে ফিফা ফিফপ্রো বিশ্ব একাদশের পুরস্কার। এছাড়া বর্ষসেরা গোলকিপার ও কোচের নামটিও ঘোষণা করা হবে। কোচের সংক্ষিপ্ত এই তালিকায় এবার আছেন- ইয়ুর্গেন ক্লপ, পেপ গার্দিওলা ও পচেত্তিনো।  গোলকিপারের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন- আলিসন বেকার, এদেরসন ও মার্ক আন্দ্রে টের স্টেগেন।

একই সঙ্গে মহিলা বর্ষসেরা খেলোয়াড়, কোচের পুরস্কার ও পুসকাস অ্যাওয়ার্ডও ঘোষণা করা হবে এই অনুষ্ঠানে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাতক্ষীরার আমের সুনাম ধরে রাখতে ‘আম ক্যালেন্ডার’ ঘোষণা
সাতক্ষীরার আমের সুনাম ধরে রাখতে ‘আম ক্যালেন্ডার’ ঘোষণা
ইসরায়েলে বন্ধ আল জাজিরার সম্প্রচার
ইসরায়েলে বন্ধ আল জাজিরার সম্প্রচার
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অধ্যক্ষসহ তিন পদে নিয়োগ
কাঁঠালবাড়ী নুরুল্লাহ ফাজিল ডিগ্রি মাদ্রাসাআদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অধ্যক্ষসহ তিন পদে নিয়োগ
সূর্য ডুবে যাওয়ায় সুন্দরবনের আগুন নেভানোর কাজ স্থগিত
সূর্য ডুবে যাওয়ায় সুন্দরবনের আগুন নেভানোর কাজ স্থগিত
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের