X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

আবারও ব্যর্থ মুমিনুল, মাহমুদউল্লাহর হাফসেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক
১৭ অক্টোবর ২০১৯, ২১:৩৮আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ২২:২৬

আবারও ব্যর্থ মুমিনুল, মাহমুদউল্লাহর হাফসেঞ্চুরি জাতীয় লিগে আবারও ব্যর্থ হয়েছেন চট্টগ্রাম বিভাগের অধিনায়ক মুমিনুল হক। মাত্র ১৫ রানে ফিরেছেন। তবে মাহমুদউল্লাহর সর্বোচ্চ ৬৩ আর শহিদুল ইসলামের দায়িত্বশীল ৫৪ রানে সমৃদ্ধ জায়গায় পৌঁছে ঢাকা মেট্রোপলিস প্রথম ইনিংসে অলআউট হয়েছে ২৪৬ রানে।

দ্বিতীয় স্তরের ম্যাচে ফতুল্লায় বরিশাল বিভাগের মুখোমুখি হয়েছে চট্টগ্রাম বিভাগ। টস হেরে ব্যাটিংয়ে নেমে দাপুটে একটি দিন কাটিয়েছে চট্টগ্রাম। ইরফান শুক্কুরের ৫৭ রানের পর দ্রুত দুই উইকেট পড়লেও বড় ইনিংসে মনোযোগী হয়েছেন ইয়াসির আলী ও মাহিদুল ইসলাম। তার আগে মাত্র ১৫ রানে ফিরে গেছেন চট্টগ্রামের অধিনায়ক মুমিনুল। ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি এদিনও। ইয়াসির আলীর অপরাজিত ৬৮ আর মাহিদুলের অপরাজিত ৬৯ রানে ৪ উইকেটে ২৬১ রানে প্রথম দিন শেষ করেছে চট্টগ্রাম বিভাগ। 

বগুড়ায় দ্বিতীয় স্তরের আরেক ম্যাচে সিলেট বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে ২৪৬ রানে অলআউট হয়েছে ঢাকা মেট্রোপলিস। টস হেরে ব্যাট করতে নামা ঢাকার ইনিংস সমৃদ্ধ জায়গায় পৌঁছায় মাহমুদউল্লাহর সর্বোচ্চ ৬৩ আর শহিদুল ইসলামের ৫৪ রানের কল্যাণে। বাকিরা আসা যাওয়ার মাঝে থাকায় পুরো ইনিংসেই চাপে ছিল ঢাকা। মাহমুদউল্লাহ দলীয় ১৫১ রানে ফিরলে শেষ দিকে আবু হায়দার ও শহিদুল ইসলামের জুটিতে রান দুইশোর কাছে পৌঁছায় শেষ পর্যন্ত। আবু হায়দার ২৫ রানে ফিরলেও অপরাজিত ছিলেন শহিদুল ইসলাম। দলের ইনিংস সমৃদ্ধ করতে ভূমিকা রেখেছিলেন। তার বিদায়ের পরেই ২৪৬ রানে থামে ঢাকার প্রথম ইনিংস। সিলেটের হয়ে ৪ উইকেট নিয়েছেন পেসার রেজাউর রহমান। 

দিনের শেষভাগে ব্যাট করতে নেমে সিলেট বিভাগ উইকেট হারিয়েছে তৃতীয় বলেই। প্রথম দিন শেষে ১ উইকেটে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ৫ রান।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে অ্যাডায়ার ভ্রাতৃদ্বয়
আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে অ্যাডায়ার ভ্রাতৃদ্বয়
করবস্থানের মাটি ভরাটের কাজে শ্রমিক নিয়োগে ঘুষ!
অতিদরিদ্রের কর্মসংস্থান কর্মসূচিকরবস্থানের মাটি ভরাটের কাজে শ্রমিক নিয়োগে ঘুষ!
উপাচার্য-শিক্ষক দ্বন্দ্বের যাঁতাকলে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
উপাচার্য-শিক্ষক দ্বন্দ্বের যাঁতাকলে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
চট্টগ্রাম বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার
চট্টগ্রাম বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা