X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

হঠাৎ ছন্দপতন বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
০৭ নভেম্বর ২০১৯, ২০:২৮আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ২১:০৯

সৌম্যকে ফিরিয়ে চাহালের উল্লাস বাংলাদেশকে দারুণ শুরু এনে দিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ভারতের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলেছেন মোহাম্মদ নাঈম। দারুণ শুরু এনে দিতে ভারতের বোলারদের ওপর চাপ সৃষ্টি করে খেলেছেন। সেই বিপজ্জনক নাঈমকে ফিরিয়ে স্বস্তি ফিরিয়েছে ভারত। তার বিদায়ের পর ছন্দপতন ঘটেছে বাংলাদেশের। দ্রুত পতন ঘটেছে তিন উইকেটের। বাংলাদেশের সংগ্রহ ১৮.৪ ওভারে ৬ উইকেটে ১৪৩ রান।

রাজকোটে সফরকারীরা টস হেরে ব্যাটিংয়ে নামলেও দুই ওপেনার লিটন দাস ও মোহাম্মদ নাঈমের আগ্রাসী সূচনায় পাওয়ার প্লেতে ভালো সংগ্রহ পায় বাংলাদেশ। এর মাঝে ষষ্ঠ ওভারে পান্তের ভুলে বেঁচে যান লিটন দাস। ওয়াশিংটনের বদলে বোলিংয়ে আসেন যুজবেন্দ্র চাহাল। তার বলে স্টাম্পিংয়ের সুযোগ ছিল পান্তের। কিন্তু স্টাম্পের আগে বল গ্লাভসবন্দী করে স্টাম্প ভাঙাতে বেঁচে যান লিটন। নট আউটের সিদ্ধান্ত দেন আম্পায়ার, সঙ্গে দেন নো বল। কিছুক্ষণ পর সেই পান্তের থ্রোতেই বিদায় নেন লিটন ২৯ রান করে।

খলিলের দ্বিতীয় ওভারটা ছিল খুবই ব্যয়বহুল। দিয়েছেন ১৪ রান! দ্বিতীয় ওভারেও দিয়েছেন দুই বাউন্ডারি। নাঈম এক প্রান্তে তুলনামূলক বেশি আগ্রাসী ভঙ্গিতেই ব্যাট করেছেন অর্ধেকটা সময়। ৩১ বলে ৩৬ রান করে ফিরেছেন ওয়াশিংটনের বলে। তার বিদায়ের পর নামা মুশফিক বেশি কিছু করতে পারেননি। ৪ রান করে ফিরেছেন চাহালের বলে ক্যাচ দিয়ে।  সৌম্য সরকার ২০ বলে কার্যকরী ৩০ রান করে ফিরে গেছেন পান্তের স্টাম্পিংয়ে। এবার অবশ্য আর কোনো ভুল করেননি ভারতীয় উইকেটকিপার। 

আফিফ-মাহমুদউল্লাহ নামার পর মাহমুদউল্লাহ রিয়াদ মেরে খেলতে থাকেন। আফিফ অপর প্রান্ত কিছুক্ষণ আগলে থাকার চেষ্টা করেও ফিরে যান উড়িয়ে মারতে গিয়ে। খলিলের বলে রোহিতকে ক্যাচ দিয়ে ৬ রানে ফেরেন তরুণ এই অলরাউন্ডার। দ্রুত উইকেট পতনের মিছিলে আশা ভরসার প্রতীক হয়ে ছিলেন মাহমুদউল্লাহ। কিন্তু লেজের দিকে ২১ বলে ৩০ রানে ফিরে যান চাহালের বলে ক্যাচ দিয়ে। 
ব্যাটিং বান্ধব পিচ হিসেবে খ্যাতি আছে রাজকোটের সৌরাষ্ট্র স্টেডিয়ামের। শুরুতে ফিল্ডিং নেওয়ার কারণ হিসেবে রোহিত জানান, পরে শিশির একটা ‘ফ্যাক্টর’ হয়ে দাঁড়াতে পারে এই ম্যাচে। মাহমুদউল্লাহ রিয়াদও জানালেন, টস জিতলে তিনিও শুরুতে বোলিং নিতেন!

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা