X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

আর্চারকে গালি দেওয়া ব্যক্তি ২ বছর নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক
১৪ জানুয়ারি ২০২০, ১১:১৭আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ১১:৩৫

আর্চারকে গালি দেওয়া ব্যক্তি ২ বছর নিষিদ্ধ জোফরা আর্চারকে বর্ণবাদী গালি দিয়েছিলেন নিউজিল্যান্ডেরই এক দর্শক। এমন আচরণ করে পার পেয়ে যাচ্ছেন না তিনি। দোষী ব্যক্তিকে মাঠে ২ বছরের জন্য নিষিদ্ধ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

গত বছর ইংলিশ দলে জায়গা পেয়ে এই প্রথম দেশের বাইরে নিউজিল্যান্ডে খেলতে গিয়েছিলেন আর্চার। গত নভেম্বরে সিরিজের প্রথম টেস্টেই ঘটে সেই ঘটনা। আর্চার তখন ঘটনার বিস্তারিত তুলে ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দাবি করেন, বে ওভালে তার উদ্দেশে একজন বর্ণবাদী মন্তব্য করেছে। মাউন্ট মঙ্গানুইয়ের সেই ম্যাচটি ইনিংস ও ৬৫ রানে হেরেছিল ইংল্যান্ড।  

এই ঘটনায় তোলপাড় শুরু হয় নিউজিল্যান্ডে। দেশটির ক্রিকেট বোর্ড ক্ষমাও চেয়েছিল আর্চারের কাছে। পুলিশি তদন্তে বেরিয়েছে অকল্যান্ডের ২৮ বছর বয়সী এক লোকের কাণ্ড ছিল এটি। সেই লোক নিজেই ঘটনাটি স্বীকার করেছেন। তাকে মৌখিকভাবে সতর্ক করে দেওয়া হয়েছে।

ওই ঘটনার সঙ্গে সঙ্গেই অভিযোগ দাখিল করা হয়েছিল। তদন্তে সিসিটিভি ফুটেজ, অডিও রেকর্ডিংসহ আরও অনেক তথ্য প্রমাণ সংগ্রহ করা হয় অভিযুক্ত ব্যক্তিকে বের করার জন্য। পরে জানা গেছে, আর্চার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার পরই তার সঙ্গে সেই ব্যক্তি যোগাযোগ করেছিলেন।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বিবৃতিতে জানিয়েছে, তারা সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছেন। ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচে তার নিষেধাজ্ঞার বিষয়টিও অবগত করেছেন। এর ফলে ২০২২ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের মাঠে ঢুকতে পারবেন না তিনি। নিষেধাজ্ঞা অমান্য করলে নেওয়া হবে পুলিশি পদক্ষেপ।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা