X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

সরকার চাইলে ‘হোম অব ক্রিকেট’ হবে অস্থায়ী হাসপাতাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২০, ১৩:০৭আপডেট : ২৯ মার্চ ২০২০, ১৫:২৮

সরকার চাইলে ‘হোম অব ক্রিকেট’ হবে অস্থায়ী হাসপাতাল সরকার চাইলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম এবং ইনডোর ক্রিকেট স্টেডিয়ামকে অস্থায়ী হাসপাতাল হিসেবে ব্যবহার করতে দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ও পরিচালক জালাল ইউনুস বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন এমন তথ্য।

পুরো বিশ্বেই মহামারি আকার ধারণ করেছে করোনাভাইরাস। ইউরোপের দেশগুলোতে যার ভয়াবহতা স্পষ্ট হয়ে উঠেছে সবচেয়ে বেশি। সামনের দিনগুলোতে পরিস্থিতি ঠিকমতো মোকাবিলা করতে না পারলে ইতালি-স্পেনের মতোই মৃত্যুপুরী হয়ে উঠতে পারে বাংলাদেশ! তবে আক্রান্ত রোগীদের ঠিকমতো চিকিৎসা দিতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়া অনেকে ব্যক্তিগত উদ্যোগে হাসপাতাল নির্মাণের দায়িত্ব নিয়েছেন।

পাশের দেশ ভারতেই সরকারকে সহায়তায় এগিয়ে এসেছে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই। করোনা মোকাবিলায় কলকাতার ইডেন গার্ডেনসকে অস্থায়ী হাসপাতাল হিসেবে ব্যবহারের প্রস্তাব দিয়েছেন সাবেক ভারতীয় অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। অবশ্য ভারতের মতো বাংলাদেশের অবস্থা এখনও খারাপের দিকে যায়নি। তাই সরকারের পক্ষ থেকে এমন কোন প্রস্তাব বিসিবিকে দেওয়া হয়নি। তার পরেও সরকার চাইলে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ব্যবহার করতে দিতে এক মুহূর্তও দেরি করবে না বিসিবি।

জালাল ইউনুসও বলেছেন সেই কথা, ‘দেশের সর্বস্তরের মানুষকেই এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে হবে। যে যেভাবে পারেন, সেভাবেই এগিয়ে আসতে হবে। বিসিবির তরফ থেকেও আমাদের দায়িত্ব আছে। এখনও আমাদের পরিস্থিতি অতটা নাজুক হয়নি। তবে সরকার চাওয়া মাত্র আমরা মিরপুর স্টেডিয়াম দিয়ে দেবো। এমন একটি দুর্যোগ মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

অবশ্য এমন উদাহরণ বিশ্বব্যাপীই রয়েছে। চীনের উহান স্টেডিয়ামের পর দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলও তাদের স্টেডিয়াম ব্যবহার করছে পরিস্থিতি মোকাবিলার জন্য। বিশ্বখ্যাত মারাকানা স্টেডিয়াম, সাও পাওলোর পেকাম্বু স্টেডিয়াম ও ব্রাসিলিয়ার মানে গারিনচা স্টেডিয়ামকে অস্থায়ী হাসপাতালে রূপান্তর করা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রেও ওয়াশিংটনের বিখ্যাত সেঞ্চুরিলিংক ফিল্ডকে অস্থায়ী হাসপাতাল বানানোর পরিকল্পনা করা হয়েছে।

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির সেমিফাইনালে বাংলাদেশ
অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির সেমিফাইনালে বাংলাদেশ
জলমহালের প্রকৃত অধিকার মৎস্যজীবীদের: ফরিদা আখতার
জলমহালের প্রকৃত অধিকার মৎস্যজীবীদের: ফরিদা আখতার
রাত আড়াইটায় সংবর্ধনা দেওয়া হবে আফঈদাদের
রাত আড়াইটায় সংবর্ধনা দেওয়া হবে আফঈদাদের
রাজশাহীতে এনসিপির 'জুলাই পদযাত্রা' শুরু
রাজশাহীতে এনসিপির 'জুলাই পদযাত্রা' শুরু
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল