X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

করোনাকালে অতীতের ‘ভুল’ নিয়ে ভাবছেন সাব্বির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২০, ১৫:৫৮আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ১৬:০২

সাব্বির রহমান। বিস্ফোরক ব্যাটসম্যানের তকমা নিয়েই জাতীয় দলে এসেছিলেন সাব্বির রহমান। নিজের প্রতিভার প্রমাণ দিয়েছিলেন। কিন্তু গত বছরটি এমনই হতাশাজনক কাটিয়েছেন, ভারত-পাকিস্তানের সঙ্গে কোন সিরিজেই ডাক পাননি। বাদ পড়েছেন বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকেও। করোনার এই সময়টাতে কেমন কাটছে তার দিনকাল?

বাংলা ট্রিবিউনকে সাব্বির জানালেন, রাজশাহীতে নিজের বাড়িতে বসেই অতীতের ভুলগুলো নিয়ে বেশি করে ভাবছেন তিনি। করোনার কারণে মাঠে এখন ক্রিকেট নেই। তাই ক্রিকেটারদের হাতে সময় অফুরন্ত। রবিবার সকালে মুঠোফোনে সাব্বিরকে প্রশ্ন করা হয়েছিল অতীত ভুল প্রসঙ্গে। সাব্বিরও জানালেন তার ভাবনায় এসবই এখন ঘুরপাক খাচ্ছে খুব বেশি, ‘অবশ্যই, অতীত নিয়ে ভাবছি। এই সময়ে নিজেকে নিয়ে ভাবার সুযোগ পেয়েছি। কেউ বাদ পড়লে তার মর্মটা আরও ভালো করে বুঝা যায়। আমি কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছি, জাতীয় দল থেকে বাদ পড়েছি-এই মুহূর্তে আমি অনুভব করতে পারছি, কোথায় কোথায় আমার ভুল ছিল। সেইসব নিয়ে আমি কাজ করছি, চিন্তা করছি। ’

করোনাকালে বাকি সব কিছু বন্ধ থাকলেও ব্যক্তিগতভাবে উন্নতির সুযোগ দেখছেন সাব্বির। আশা করছেন হয়তো সুদিন দেখতে পাবেন সামনে, ‘মানুষের জীবনটা ভালো-খারাপ সময় মিলেই যায়। খারাপ সময় আসতে যেমন সময় লাগে না, আবার ভালো সময় আসতেও সময় লাগে না। আমার কাছে মনে হয় এই সময়টা (করোনাকাল) আমার কাছে শিক্ষণীয়। যেটা আমি কাজে লাগাচ্ছি পরিশ্রম করে।  আশা করি সামনে শক্তভাবে ফিরে আসতে পারবো।’

সাব্বির এই সময়টা বাসায় বসে নষ্ট করছেন না। ছাদে বসেই শরীর থেকে অতিরিক্ত চর্বি খসিয়ে ফেলতে অনুশীলন করছেন। নিজেকে ফিট রাখার চেষ্টাই করছেন হার্ডহিটার এই ব্যাটসম্যান, ‘বাসায় বসে থেকে নিজেকে তৈরি করছি। মানসিকভাবে বলেন, শারীরিকভাবে- সবভাবেই নিজেকে প্রস্তুত করছি। যেন করোনোর প্রভাব কেটে গেলেই দ্রুত মাঠে নামতে পারি। ফিটনেসের যেন ঘাটতি না থাকে। তাই ছাদে বসে কাজগুলো করছি।’

ব্যস্ততার কারণে ক্রিকেটাররা পরিবারকে সময় দিতে পারেন না, এমন অভিযোগ অহরহ। কিন্তু করোনাকালে পরিবারের সান্নিধ্যেই সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। সাব্বিরও রাজশাহীতে পরিবারকে সময় দিচ্ছেন, ‘আমরা যেমন ব্যস্ততার মধ্যে থাকি, তাতে কিন্তু পরিবারকে তেমন সময় দিতে পারি না। এক অর্থে করোনার ইতিবাচক দিক হচ্ছে আমরা পরিবারকে পুরোপুরি সময় দিতে পারছি।  ফুটবলসহ কিছু গেমস খেলি, আড্ডা দেই, ছাদে সময় কাটাই। বউ রান্না করছে, রান্না ঘরে গিয়ে তাকে সাহায্য করছি।’

অবশ্য ঘরে থাকতে থাকতে মাঝে মাঝে বিরক্তও হয়ে যাচ্ছেন তিনি। এখন অপেক্ষায় আছেন, ব্যাট হাতে কবে মাঠে নামতে পারবেন সেই আশায়, ‘ক্রিকেট খেলতে পারছি না-এটা খুব কষ্টের। ক্রিকেটের বাইরে থাকাটা আমাদের জন্য কষ্টকর। একটা মানুষ এক মাস ঘরবন্দি হয়ে থাকতে পারে, দুই মাস/তিন মাস ঘরবন্দি হয়ে থাকাটা কঠিন। মাঠের মানুষ মাঠে না থাকাটা ভীষণ কষ্টের। ক্রিকেটতো খুবই মিস করছি। ঘরে থাকতে কষ্ট হচ্ছে, আবার চাইলেও বাসার বাইরে বের হতে পারছি না।’

তবে এখন যে ঘরে থাকার বিকল্প নেই, এর গুরুত্বটা ভালো করেই জানেন সাব্বির, ‘এই মুহূর্তে আসলে আমাদের করার কিছুই নেই। নিজেকে ও দেশকে বাঁচাতে হলে আমাদের ঘরে থাকার বিকল্প নেই। শত কষ্ট হলেও এই মুহূর্তে আমাদের ঘরে থাকা জরুরি। বেঁচে থাকলে আবারও ক্রিকেট মাঠে নামতে পারবো।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৩৯ উপজেলায় ভোট বুধবার, কেন্দ্রে গেলো সরঞ্জাম
১৩৯ উপজেলায় ভোট বুধবার, কেন্দ্রে গেলো সরঞ্জাম
‘প্রমাণ-অপ্রমাণের যাত্রা সুদীর্ঘ, সেখানে জড়িয়ে আছে হাহাকার’
বিচারপ্রার্থীদের প্রসঙ্গে প্রধান বিচারপতি‘প্রমাণ-অপ্রমাণের যাত্রা সুদীর্ঘ, সেখানে জড়িয়ে আছে হাহাকার’
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
নিলামে উঠছে ম্যারাডোনার গোল্ডেন বল
নিলামে উঠছে ম্যারাডোনার গোল্ডেন বল
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট