X
মঙ্গলবার, ২০ মে ২০২৫
৬ জ্যৈষ্ঠ ১৪৩২

তৃতীয়বার স্যার রিচার্ড হ্যাডলি পদক জিতলেন রস টেলর

স্পোর্টস ডেস্ক
০১ মে ২০২০, ২০:৪৫আপডেট : ০১ মে ২০২০, ২০:৫২

রস টেলর।

বিগত ১২ মাসে নিউজিল্যান্ডের ক্রিকেটে ধারাবাহিকতার প্রতীক ছিলেন রস টেলর। তারই স্বীকৃতি হিসেবে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার স্যার রিচার্ড হ্যাডলি পদক জিতেছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। নিউজিল্যান্ড ক্রিকেট অ্যাওয়ার্ডসের চূড়ান্ত পর্যায়ে এই সম্মাননা পেলেন তিনি। একই সঙ্গে জিতেছেন টি-টোয়েন্টির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারও।

এই সময়ে ৪০ উইকেট  নিয়ে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার জিতেছেন পেসার টিম সাউদি। ভার্চুয়াল এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বর্ষসেরা আম্পায়ারের পদক জিতেছেন কিম কটন। ওয়ানডের বর্ষসেরা হয়েছেন কেন উইলিয়ামসন।

টেলর বর্ষসেরা ক্রিকেটারের সম্মাননা জিতেছেন তৃতীয়বারের মতো। সব ফরম্যাট মিলিয়ে এই সময় তুলেছেন ১ হাজার ৩৮৯ রান। এর মাঝে টেস্টে ৩৯.৩০ গড়ে করেছেন ৫১১ রান, ৪৯.৯১ গড়ে ওয়ানডেতে ৫৪৮ ও টি-টোয়েন্টিতে করেছেন ৩৩০, যেখানে গড় ছিল ৩০। এই সময়টাতেই টেস্টে নিউজিল্যান্ডের সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় নাম লিখিয়েছেন। জানুয়ারিতে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পেছনে ফেলেছেন স্টিফেন ফ্লেমিংকে। শুধু তাই নয়, তিন ফরম্যাট মিলিয়ে প্রথম ক্রিকেটার হিসেবে ১০০টি ম্যাচ খেলারও গৌরব অর্জন করেছেন।

বিগত ১২ মাসের এই স্মৃতি রোমান্থন করে আপ্লুত হয়ে পড়েছিলেন টেলর, ‘এই সময়টায় অনেক উত্থান-পতন ছিল। বিশ্বকাপ ফাইনাল, সেখানে হেরে যাওয়া। বক্সিং ডে টেস্ট, যেখানে অংশ নিতে পারাটা আমার জন্য গর্বের একটি মুহূর্ত ছিল। আর এখানেই কিউই দর্শকরা আমাদের সমর্থন যুগিয়েছিল। যা আমি কখনো ভুলবো না। এই মৌসুমে যে ধারাবাহিকতা আমার ছিল, তাতে আমি নিজেই খুব আনন্দিত। আর যে কোনও সময় দলের পারফরম্যান্সে অবদান রাখা ও দলকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারা, সব সময়ই বিশেষ কিছু।’

 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা বরদাশত করা হবে না: ডিএমপি
আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা বরদাশত করা হবে না: ডিএমপি
ট্রাক কেড়ে নিলো মোটরসাইকেল আরোহী ২ বন্ধুর প্রাণ
ট্রাক কেড়ে নিলো মোটরসাইকেল আরোহী ২ বন্ধুর প্রাণ
ফিল্ড মার্শাল পদে পদোন্নতি পেলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির
ফিল্ড মার্শাল পদে পদোন্নতি পেলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির
জাতীয় পুরুষ হ্যান্ডবল শুরু, থাকছে অর্থ পুরস্কারও
জাতীয় পুরুষ হ্যান্ডবল শুরু, থাকছে অর্থ পুরস্কারও
সর্বাধিক পঠিত
ক্ষমা চাইলেন ইশরাক
ক্ষমা চাইলেন ইশরাক
মহার্ঘ ভাতা পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা: অর্থ উপদেষ্টা
মহার্ঘ ভাতা পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা: অর্থ উপদেষ্টা
সরকারি হাসপাতাল পরিচ্ছন্নের কাজ বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা 
সরকারি হাসপাতাল পরিচ্ছন্নের কাজ বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা 
ভ্যানচালকের কাছে এসএসসি পরীক্ষার উত্তরপত্র
ভ্যানচালকের কাছে এসএসসি পরীক্ষার উত্তরপত্র
ইফতারের জন্য তোলা টাকায় সবাইকে পাঞ্জাবি দেওয়া সম্ভব হয়নি: বৈষম্যবিরোধী আন্দোলন
১৬ নেতা পদত্যাগের পর প্রতিক্রিয়াইফতারের জন্য তোলা টাকায় সবাইকে পাঞ্জাবি দেওয়া সম্ভব হয়নি: বৈষম্যবিরোধী আন্দোলন