X
বুধবার, ২১ মে ২০২৫
৬ জ্যৈষ্ঠ ১৪৩২

জাতীয় পুরুষ হ্যান্ডবল শুরু, থাকছে অর্থ পুরস্কারও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২৫, ২০:৫১আপডেট : ২০ মে ২০২৫, ২১:৫৩

হ্যান্ডবল ফেডারেশনের নতুন কমিটি দায়িত্ব নিয়েই দুই মাসের মধ্যে জাতীয় আসর শুরু করে দিয়েছে। মঙ্গলবার (২০ মে) পল্টন শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হয়েছে ৩৫তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা।

উদ্বোধনী দিনে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার, মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থা, যশোর জেলা ক্রীড়া সংস্থা ও ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা।

সকালে বাংলাদেশ আনসার ও ভিডিপি ৪৫-১৫ গোলে হারিয়েছে জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থাকে। প্রথমার্ধে বিজয়ী দল ২১-৬ গোলে এগিয়ে ছিল। এরপর মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থা ২৪-২০ গোলে হারিয়েছে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থাকে। প্রথমার্ধে রাজশাহী ১২-১১ গোলে এগিয়ে ছিল।

যশোর জেলা ক্রীড়া সংস্থা ৪৩-৯ গোলে হারিয়েছে গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থাকে। প্রথমার্ধে যশোর এগিয়ে ছিল ১৭-৪ গোলে।

ফরিদপুর ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থা ম্যাচটি ২৬-২৬ গোলে ড্র হয়েছে। ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা প্রথমার্ধে এগিয়ে ছিল ১৯-১১ গোলে।

দিনের শেষ ম্যাচে ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা ৩০-২৪ গোলে হারিয়েছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থাকে। প্রথমার্ধে ১৬-৯ গোলে এগিয়ে ছিল ময়মনসিংহ।

এবারের প্রতিযোগিতায় দুটি পর্বে অংশ নিচ্ছে ২৩টি দল। প্রথম পর্বে ১১টি দল দুই গ্রুপে অংশ নেবে। দ্বিতীয় পর্বে ১২টি দলও দুই গ্রুপে অংশ নেবে। দুই পর্বের চার গ্রুপ চ্যাম্পিয়ন দল খেলবে সেমিফাইনালে। ফাইনাল ৩১ মে।

প্রথমবারের মতো হ্যান্ডবলে চ্যাম্পিয়ন ট্রফির পাশাপাশি দেওয়া হবে প্রাইজমানি। চ্যাম্পিয়ন দল পাবে ২৫ হাজার টাকা, রানার্সআপ দল ১৫ হাজার। এছাড়া তৃতীয় স্থান লাভকারী দলটি পাবে ১০ হাজার টাকা। প্রতিযোগিতার সেরা খেলোয়াড়কে দেওয়া হবে ৫ হাজার টাকা।

প্রতিযোগিতা উদ্বোধন করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি বলেন, ‘আমার খুব ভালো লাগছে যে আমার সামনে একঝাঁক তরুণ যুবক উপস্থিত হয়েছে, বিভিন্ন রঙের জার্সি পরে। সারা দেশের বিভিন্ন জেলা থেকে তারা এসেছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের তরুণ যুবকেরা যদি খেলাধুলায় সম্পৃক্ত থাকে সেটি অবশ্যই ভালো।’

এরপর তিনি যোগ করেন, ‘হ্যান্ডবল একটা দলগত খেলা। খেলাধুলা যতটুকু শুধু শারীরিক এর চেয়েও বেশি মনস্তাত্ত্বিক। এবং দলগত খেলায় ইনডিভিজুয়াল স্কিলের সাথে সাথে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ যে দলীয় কো-অর্ডিনেশন, দল হিসেবে আমাদের কৌশল ঠিক করা, সেই কৌশল অনুযায়ী মাঠে সেটাকে প্রকাশ করা। যারা যত ভালোভাবে সেটা সম্পন্ন করতে সক্ষম হবে তারাই ভালো রেজাল্ট করবে। এখানে যত ছেলে আছে তাদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হবে। ফেয়ার প্লে বলে যে বিষয় আছে সেটি যেন সবার মাথায় থাকে। খেলা হবে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এতে কোনও সন্দেহ নেই। কিন্তু পারস্পরিক যে শ্রদ্ধাবোধ সেটি যেন বজায় থাকে। সবাই যেন মাঠে শৃঙ্খলাটা মেনে চলে।’

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন আহাম্মেদ, সহ-সভাপতি মজনু মোল্লা, সহ-সভাপতি ড. আবু নসর মোহাম্মদ আবদুল্লাহ, যুগ্ম সম্পাদক রাশিদা আফজালুন নেসা, সাবেক সহ-সভাপতি হাসানউল্লাহ খান রানা ও কোষাধ্যক্ষ খালেদ আনোয়ার।

/টিএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কে হচ্ছেন নতুন পররাষ্ট্র সচিব 
কে হচ্ছেন নতুন পররাষ্ট্র সচিব 
মাদকসহ আটক যুবদল নেতাকে ছেড়ে প্রতিবন্ধীকে কারাগারে পাঠালো ডিবি পুলিশ
মাদকসহ আটক যুবদল নেতাকে ছেড়ে প্রতিবন্ধীকে কারাগারে পাঠালো ডিবি পুলিশ
নিয়মরক্ষার ম্যাচে হারলো চেন্নাই সুপার কিংস
নিয়মরক্ষার ম্যাচে হারলো চেন্নাই সুপার কিংস
যুক্তরাষ্ট্রে রেমিট্যান্সে করের প্রস্তাব: কী প্রভাব পড়তে পারে বাংলাদেশে?
যুক্তরাষ্ট্রে রেমিট্যান্সে করের প্রস্তাব: কী প্রভাব পড়তে পারে বাংলাদেশে?
সর্বাধিক পঠিত
মহার্ঘ ভাতা পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা: অর্থ উপদেষ্টা
মহার্ঘ ভাতা পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা: অর্থ উপদেষ্টা
ভ্যানচালকের কাছে এসএসসি পরীক্ষার উত্তরপত্র
ভ্যানচালকের কাছে এসএসসি পরীক্ষার উত্তরপত্র
ধানমন্ডিতে মধ্যরাতে বাসার সামনে অবস্থান, আটক ৩
ধানমন্ডিতে মধ্যরাতে বাসার সামনে অবস্থান, আটক ৩
স্টারলিংকের সংযোগ কীভাবে পাবেন, কোথায় ব্যবহার করতে পারবেন
স্টারলিংকের সংযোগ কীভাবে পাবেন, কোথায় ব্যবহার করতে পারবেন
ক্যানসার ও ডায়াবেটিস প্রতিরোধক আলুর তিনটি জাত উদ্ভাবন
ক্যানসার ও ডায়াবেটিস প্রতিরোধক আলুর তিনটি জাত উদ্ভাবন