X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

করোনায় আক্রান্ত বিসিবির কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২০, ১২:১৯আপডেট : ১৩ মে ২০২০, ১২:৫১

করোনায় আক্রান্ত বিসিবির কোচ মোহাম্মদ আশরাফুলের ঘনিষ্ঠ বন্ধু হিসেবেই ক্রিকেটাঙ্গনে পরিচিত আশিকুর রহমান। বেশ কিছুদিন করোনা উপসর্গে ভোগার পর জানা গেলো তিনি করোনা পজিটিভ। বর্তমানে ভর্তি হয়ে আছেন মুগদা জেনারেল হাসপাতালে।
হাসপাতালের ‘কোভিড-১৯’ চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু নিশ্চিত করেছেন এই তথ্য।

গত এক সপ্তাহ ধরে সর্দি, কাশি, জ্বরে ভুগতে থাকা আশিক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশীষ চৌধুরীর পরামর্শে হাসপাতালে ভর্তি হন। শনিবার মুগদা হাসপাতালে আশিকের করোনা পরীক্ষা করানো হয়। রবিবার পরীক্ষার ফল পজিটিভ আসে। মঙ্গলবার বিকালে তাকে মুগদা হাসপাতালে ভর্তি করানো হয়। পরিবাবের বাকি সদস্যদের বুধবার করোনা পরীক্ষা করা হবে।

আশিক লক ডাউনের শুরু থেকেই বাসাবোতে নিজের বাসায় অবস্থান করছিলেন। কিন্তু এলাকার দরিদ্র মানুষকে ত্রাণ বিতরণ করতে একাধিকবার বাইরে বের হয়েছিলেন। গত সপ্তাহে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। এছাড়া জ্বর ও কাশি থাকায় তিনি আতঙ্কিত হয়ে পড়েন, পরিবার থেকেও আলাদা হয়ে যান।

ভর্তি হওয়ার পর আশিক বলেছেন, ‘শুরুতে অসুস্থবোধ করছিলাম। করোনা উপসর্গ থাকায় টেস্ট করিয়েছিলাম, রেজাল্ট পজিটিভ আসে। গতকাল হাসপাতালে ভর্তি হয়েছি। দেখা যাক কী হয়, তবে জন্মেছি লড়াই করার জন্য, জেতার জন্য। আমি আরও কিছুদিন বাঁচতে চাই, অনেক কাজ বাকি। দরিদ্রদের জন্য, ক্ষুদে ক্রিকেটারদের জন্য কিছু করতে চাই। মনুষ্যত্ব নিয়ে কাজ করতে চাই।’

অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু তার সম্পর্কে বলেছেন, ‘আশিকের শারীরিক অবস্থা মোটামুটি ভালো আছে। গতকাল বিকালেই তাকে ভর্তি করা হয়েছে।’ জানা গেছে, তার এক্সরে ও রক্ত পরীক্ষা করানো হয়েছে। রিপোর্টও ভালো এসেছে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক এই পেসার বর্তমানে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগে অস্থায়ী কোচ হিসেবে যুক্ত আছেন। জাতীয় নারী ক্রিকেট দলের সহকারী কোচও ছিলেন দীর্ঘ সময়। এছাড়া ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন টুর্নামেন্ট, বিসিএলে বিসিবি নর্থ জোন, ঢাকা প্রিমিয়ার লিগের ওল্ড ডিওএইচএস ও প্রাইম ব্যাংক ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে যুক্ত আছেন। শেষ বিপিএলে রাজশাহী কিংসের সহকারী কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

২০০২ সালে যুব বিশ্বকাপে খেলা আশিক ১৫টি প্রথম শ্রেণির ম্যাচও খেলেছেন। নামের পাশে আছে ১৮টি লিস্ট ‘এ’ ম্যাচ। লাল বলে ৩৬টি ও সাদা বলে ২১ উইকেট পেয়েছেন এই ডানহাতি পেসার। খেলা ছাড়ার পর কোচিং পেশাকেই বেছে নিয়েছেন। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কবিগুরুর  ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি