X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

খেলার পাশাপাশি পড়াশোনাতেও সফল আঁখি-স্বপ্নারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২০, ১৫:৩২আপডেট : ০১ জুন ২০২০, ১৫:৪৩

আঁখি খাতুন। মাঠের খেলাতে খুব পারদর্শী আঁখি-স্বপ্নারা। তাই বলে পড়াশোনাতেও পিছিয়ে, এমনও নয়। মাঠের পাশাপাশি তারা পড়াশোনাটাও চালিয়ে নিচ্ছেন সমানতালে। এবারের এসএসসি পরীক্ষা দিয়েছিলেন জাতীয় দলের ১০ খেলোয়াড়। এরমধ্যে সাফল্যের সঙ্গে মাধ্যমিকের বাধা অতিক্রম করেছেন ৮ জনই। এমন সাফল্যের পর আঁখি-শামসুন্নাহারদের লক্ষ্যও এখন আকাশচুম্বী।

দলের খেলোয়াড়দের মধ্যে পরীক্ষা দিয়েছিলেন জাতীয় দলের অন্যতম খেলোয়াড় আঁখি খাতুন, রেহানা আক্তার, রিতু চাকমা, শামসুন্নাহার জুনিয়র ও সিনিয়র। রয়েছেন আনাই মোগিনী, তহুরা আক্তার, মাহফুজা আক্তার, সাজেদা আক্তার ও সিরাত জাহান স্বপ্না। তাদের মধ্যে তহুরা ও শামসুন্নাহার জুনিয়র ছাড়া বাকি সবাই উত্তীর্ণ হয়েছেন।

এদের মধ্যে বিকেএসপি থেকে মানবিক বিভাগে উত্তীর্ণ হয়েছেন আঁখি। তার জিপিএ ৩.৮৩। খেলাধুলার পাশাপাশি পড়াশোনাটাও সমানতালে চালাতে হয় বলে এই অর্জনেই খুব খুশি সিরাজগঞ্জ থেকে উঠে আসা এই ডিফেন্ডার। বাংলা ট্রিবিউনকে  বলেছেন, ‘অনেক চাপের মধ্যে থেকে লেখাপড়া চালিয়ে যেতে হচ্ছে। পরীক্ষাও দিয়েছি অনেক কষ্ট করে। এভাবে ভালোভাবে পাস করবো তা অবশ্য চিন্তা করিনি। আমার পরিশ্রম স্বার্থক হয়েছে।’

আঁখিরা যখন পরীক্ষা দিচ্ছিলেন, তখন মেয়েদের লিগ চলছিল। পরীক্ষার টেবিলে সেভাবে মনোযোগ ধরে রাখাটা ছিল কষ্টকর। আঁখি নিজেই বলেছেন সেই অভিজ্ঞতার কথা, ‘পরীক্ষার শেষের দিকে লিগ শুরু হলো। আমার দল বসুন্ধরা কিংস খেলছে, আর আমি তখন পরীক্ষা দিচ্ছি। এছাড়া সতীর্থ অনেকেই যখন বিকালে পড়াশোনা করতো, তখন আমাকে মাঠে অনুশীলন করতে হয়েছে। একই সঙ্গে খেলা ও পড়াশোনা চালিয়ে যাওয়াটা বেশ কষ্টদায়ক।’

তবে এভাবেই পরিশ্রম করে লেখাপড়া চালিয়ে যেতে চান এই ডিফেন্ডার, ‘আমার বাবা-মার বড় স্বপ্ন আমি একসময় লেখাপড়া করে শিক্ষিত মানুষ হবো। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা আছে। যদি সুযোগ পাই, তাহলে সেনাবাহিনীতেও চাকরি করতে চাই।’

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ধুরন্ধর’-এর ফার্স্টলুকে চমকে দিলেন রণবীর সিং  
‘ধুরন্ধর’-এর ফার্স্টলুকে চমকে দিলেন রণবীর সিং  
স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেওয়ার একদিন পর নারীর মরদেহ উদ্ধার
স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেওয়ার একদিন পর নারীর মরদেহ উদ্ধার
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ভারতে রয়টার্সের এক্স অ্যাকাউন্ট বন্ধ, দায় অস্বীকার সরকারের
ভারতে রয়টার্সের এক্স অ্যাকাউন্ট বন্ধ, দায় অস্বীকার সরকারের
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই