X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

ইনস্টাগ্রামের তিন পোস্টেই কোহলির আয় ৪ কোটির বেশি!

স্পোর্টস ডেস্ক
০৫ জুন ২০২০, ১৮:২৪আপডেট : ০৬ জুন ২০২০, ১৩:৪৬

বিরাট কোহলি দিন কয়েক আগে আমেরিকান বিজনেস ম্যাগাজিন ফোর্বসের সেরা ১০০ ধনী ক্রীড়াবিদের তালিকায় একমাত্র ক্রিকেটার হিসেবে নাম উঠেছে তার। চার বছর ধরেই অবশ্য এটি হচ্ছে। এবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে স্পনসরড পোস্টের মাধ্যমে সর্বোচ্চ ১০ উপার্জনকারী ক্রীড়াবিদ তালিকায় নিজের নাম তুললেন ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি।

অ্যাটেইন (Attain) সংগৃহীত উপাত্ত অনুযায়ী ইনস্টগ্রামের ১০ সেরা উপার্জনকারী ক্রীড়াবিদ তালিকায় কোহলি আছেন ৬ নম্বরে, যেখানে শীর্ষে পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। গত ১২ মার্চ থেকে ১৪ মে পর্যন্ত করোনাভাইরাস মহামারির কারণে সারাবিশ্ব লকডাউন অবস্থায় তখনই ইনস্টাগ্রামে পোস্ট করে এই আয় করেছেন ক্রীড়াবিদরা।

‘অ্যাটেইনে’র হিসেব অনুযায়ী ইনস্টাগ্রামে বিরাট কোহলির অনুসরণকারী ৬২.১ মিলিয়ন অর্থাৎ ৬ কোটি ২১ লাখ। আর তিনি লকডাউনের দুই মাস সময়ে মোট আয় করেছেন ৩ লাখ ৭৯ হাজার ২৯৪ পাউন্ড, প্রতি পোস্টের জন্য আয় ১ লাখ ২৬ হাজার ৪৩১ পাউন্ড। ভারতের ক্যারিশম্যাটিক ডানহাতি ব্যাটসম্যান পেছনে ফেলে দিয়েছেন দুই ফুটবল তারকা সুইডেনের জ্লাতান ইব্রাহিমোভিচ ও ব্রাজিলের দানি আলভেজকে। তালিকার এক থেকে তিনে আছেন অবশ্য ফুটবল তারকারাই। ১৮ লাখ পাউন্ড উপার্জনকারী রোনালদো শীর্ষে, এটি তো বলা হয়েছে আগেই। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি (১২ লাখ পাউন্ড), পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার (১১ লাখ পাউন্ড)। চারে থাকা বাস্কেটবল তারকা শাকিল ও’নিলের আয় ৫ লাখ ৮৩ হাজার ৬২৮ পাউন্ড। সাবেক ইংল্যান্ড ফুটবল অধিনায়ক ডেভিড বেকহামের উপার্জন ৪ লাখ ৫ হাজার ৩৫৯ পাউন্ড, যিনি আছেন পাঁচে। সুইডিশ ফুটবলার ইব্রাহিমোভিচ সাতে আছেন ১ লাখ ৮৪ হাজার ৪১৩ পাউন্ড আয় করে, আটে থাকা এনবিএ তারকা ডোয়াইন ওয়েডের আয় ১ লাখ ৪৩ হাজার ১৪৬ পাউন্ড, দানি আলভেজ আছেন নয়ে (১ লাখ ৩৩ হাজার ৬৯৪ পাউন্ড), দশম স্থানে বক্সার অ্যান্থনি জোশুয়া (১ লাখ ২১ হাজার ৫০০ পাউন্ড)।

ক্রিকেটের তিন সংস্করণেই আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে আছেন কোহলি। তিন ধরনের ক্রিকেটেই সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যানের গড় ৫০-এর বেশি।

ভারত তাদের শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছে মার্চ মাসে। করোনাভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকা আইপিএল কবে শুরু হবে সেটির ঠিক নেই। এতে অবশ্য কোহলির কিছুই এসে যায় না। জনপ্রিয়তায় এতটুক চিড় ধরেনি তার। সামাজিক যোগাযোগমাধ্যমই প্রমাণ। ইনস্টাগ্রামে তিনটি পোস্ট দিয়ে ঘরে বসেই দুই মাসে আয় করে ফেললেন বাংলাদেশি মুদ্রায়  ৪ কোটি ৫ লাখ ৪ হাজার ৮০৬ টাকা!  

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মে দিবসে রাজপথে স্লোগানমুখর শ্রমজীবীরা
মে দিবসে রাজপথে স্লোগানমুখর শ্রমজীবীরা
একাধিক রুশ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা
একাধিক রুশ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
আফগানদের বিশ্বকাপ দলে ৬ অলরাউন্ডার 
আফগানদের বিশ্বকাপ দলে ৬ অলরাউন্ডার 
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি