X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

রহস্যময় টি-২০ ক্রিকেট নিয়ে ভারত-শ্রীলঙ্কায় তোলপাড়

স্পোর্টস ডেস্ক
০৩ জুলাই ২০২০, ২২:০৯আপডেট : ০৩ জুলাই ২০২০, ২২:১৩

রহস্যময় টি-২০ ক্রিকেট নিয়ে ভারত-শ্রীলঙ্কায় তোলপাড় করোনাভাইরাস-নির্বাসন এখনও শেষ হয়নি। এই উপমহাদেশের কোথাও কোনও ক্রিকেট নেই। খেলাটি এখনও মাঠে ফেরেনি। এরইমধ্যে গত ২৯ জুন ভারতের চন্ডীগড় থেকে ১৬ কিলোমিটার দূরের গ্রাম সাওয়ারায় একটি টি-২০ টুর্নামেন্ট হলো। ভিডিও সম্প্রচারে সেটির নাম দেখা গেল ‘উভা টি-২০ লিগ’ এবং ভেন্যু কিনা শ্রীলঙ্কার উভা প্রদেশের রাজধানী শহর বাদুল্লা।

ভারতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসে শুক্রবার (৩ জুলাই)  প্রকাশিত এই খবরে ভারত ও শ্রীলঙ্কায় তোলপাড়। ঘটনাটা আসলে কী? পাঞ্জাব পুলিশ তদন্ত করে দেখছে যে এটি কোনও জুয়াড়ি চক্রের কাজ কি না। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এটির সঙ্গে জড়িতদের খুঁজে দেখছে। আর শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড এসএলসি জানিয়েছে, তাদের জ্ঞাতসারে এরকম কোনও ম্যাচ শ্রীলঙ্কায় হয়নি।

‘আমাদের আগে জানতে হবে কারা এর সঙ্গে জড়িত। তবে পুলিশই এ ব্যাপারে ব্যবস্থা নিতে পারে। বিসিসিআইয়ের আইনপ্রয়োগকারী সংস্থা হিসেবে এটি আমাদের এক্তিয়ারের বাইরে’-সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন বিসিসিআই দুর্নীতিদমন ইউনিটের প্রধান অজিত সিং।

তিনি আরও বলেছেন, ‘এটি যদি হয় বিসিসিআই অনুমোদিত লিগ আর তাতে  অংশ নেয় অনুমোদিত খেলোয়াড়, আমরা ব্যবস্থা নিতে পারি। এটা যদি জুয়ার জন্য আয়োজিত হয়, তাহলে ফৌজদারি অপরাধ এবং পুলিশই ব্যবস্থা নেবে। আমরা যা পারি না।’

শ্রীলঙ্কা ক্রিকেটের বিবৃতিতে বলা হয়েছে, ‘এসএলসি বা এসএলসি অনুমোদিত কোনও সংস্থার এ ব্যাপারে কোনও ধারণা নেই যে উভা প্রিমিয়ার লিগ টি-২০ নামে এই ফ্যান্টাসি টুর্নামেন্ট নাম প্রকাশ না করে কারা আয়োজন করলো।’

এই টুর্নামেন্টের বিজ্ঞাপন যে ভারতীয় কয়েকটি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এসএলসি সেটি জানে, ‘২৯ জুন তারিখে ভারতীয় কয়েকটি ওয়েবসাইটে একটি স্কোরবোর্ড দেখা গেছে যাতে বলা হয়েছে বাদুল্লা স্টেডিয়ামে চলছে উভা প্রিমিয়ার লিগ টি-২০। এই মর্মে এসএলসি নিশ্চিত করছে এরকম কোনও টুর্নামেন্ট শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়নি অথবা হবেও না।’ শ্রীলঙ্কার মধ্য ও দক্ষিণাঞ্চলের উভা প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহকারী সম্পাদক ভাগিরাধান বালাচন্দ্রান বলেছেন, এমন হতে পারে কেউ তাদের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়েছে, ‘… না, এমন কোনও টুর্নামেন্ট আমরা অনুমোদন করিনি। আমরা বিষয়টি নিয়ে এসএলসির সঙ্গে আলোচনা করছি। পুরো বিষয়টাকে প্রহসনের মতো মনে হচ্ছে। শ্রীলঙ্কায় আমরা খুব সক্রিয় ক্রিকেট অ্যাসোসিয়েশন নই। সুতরাং কেউ এটি খতিয়ে দেখে আমাদের নাম ব্যবহার করে থাকতে পারে। এ ব্যাপারে আমাদের কোনও ধারণা নেই, কোনও শ্রীলঙ্কান খেলোয়াড়ও এর সঙ্গে জড়িত নয়।’

মোহালি (চন্ডীগড়) থেকে সিনিয়র পুলিশ সুপার কুলদীপ সিং চাহাল জানিয়েছেন যে অনলাইনে অভিযোগ পেয়ে বৃহস্পতিবার রাতে ঘটনার সঙ্গে জড়িত পঙ্কজ জৈন ও রাজু নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কমিক বইয়ের ভবিষ্যদ্বাণী, জাপানে আতঙ্কিত পর্যটকরা
কমিক বইয়ের ভবিষ্যদ্বাণী, জাপানে আতঙ্কিত পর্যটকরা
নেত্রকোনায় সাংবাদিক, চাকরিজীবী ও আ.লীগ নেতাসহ ৪৩৬ জনের নামে বিএনপি নেতার মামলা
নেত্রকোনায় সাংবাদিক, চাকরিজীবী ও আ.লীগ নেতাসহ ৪৩৬ জনের নামে বিএনপি নেতার মামলা
বিএনপি মহাসচিবের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
বিএনপি মহাসচিবের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
এক সপ্তাহে দ্বিতীয় অন্তর্বর্তী প্রধানমন্ত্রী পেলো থাইল্যান্ড
এক সপ্তাহে দ্বিতীয় অন্তর্বর্তী প্রধানমন্ত্রী পেলো থাইল্যান্ড
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’