X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ব্যাটে-বলে পাকিস্তানের দিন

স্পোর্টস ডেস্ক
০৭ আগস্ট ২০২০, ০০:৫৮আপডেট : ০৭ আগস্ট ২০২০, ০১:০৭

প্রথম উইকেট পতনের পর উল্লাস করছে পাকিস্তান। ওল্ড ট্র্যাফোর্ডে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই বিপদে পড়ে গেছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৩২৬ রানের পর বল হাতেও তাদের ওপর আধিপত্য বিস্তার করে খেলছে পাকিস্তান। দ্বিতীয় দিনে ৯২ রানে ইংল্যান্ডের ৪ উইকেট তুলে নিয়েছে সফরকারীরা। স্বাগতিকরা এখনও পিছিয়ে ২৩৪ রানে।

শুরুতে ২ উইকেটে ১৩৯ রান নিয়ে খেলা শুরু করেছিল পাকিস্তান। কিন্তু সূচনাতেই তারা হারিয়ে বসে আগের দিন আলো ছড়ানো বাবর আজমের উইকেট। ৬৯ রানের সঙ্গে আর কোনও রান যোগ করতে পারেননি। অ্যান্ডারসনের বলে কট বিহাইন্ড হয়েছেন। এরপর দ্রুত আরও দুই উইকেটের পতন হলে কিছুটা কোণঠাসা হয়ে পড়েছিল পাকিস্তান। তবে অপর প্রান্ত আগলে দলকে উদ্ধার করেছেন ওপেনার শান মাসুদ। তার দৃঢ়তাতেই পাকিস্তান সমৃদ্ধ স্কোরবোর্ড পেয়েছে। শান মাসুদকে সঙ্গ দিয়েছেন শাদাব খান। তিনি ৪৫ রানে ফিরলে ভেঙেছে ১০৫ রানের জুটি। পরে যোগ্য সঙ্গী না পেলেও খানিক্ষণ লড়াই চালিয়ে যেতে থাকেন মাসুদ। কিন্তু ব্রডের বলেই বিদায় নিতে হয়েছে ব্যক্তিগত ১৫৬ রান করে। তার বিদায়ের পর বেশিক্ষণ টেকেনি পাকিস্তানের ইনিংস। ৩২৬ রানেই শেষ হয়েছে। ইংল্যান্ডের পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন আর্চার ও ব্রড। দুটি নিয়েছেন ক্রিস ওকস।

জবাবে খেলতে নামা ইংল্যান্ড শুরু থেকেই পাকিস্তানের গতিতে কেঁপে ওঠে। প্রথম ওভারে ইংল্যান্ডকে কাঁপিয়ে দেন শাহীন আফ্রিদি। এলবিডাব্লিউতে ফেরান রোরি বার্নসকে। মোহাম্মদ আব্বাস একই ভঙ্গিমায় ফেরান ডম সিবলিকে। ইংল্যান্ডকে একেবারে বিপর্যয়ে ফেলে দিয়েছিলেন আব্বাস-ই। ইংলিশদের নির্ভরতার প্রতীক অলরাউন্ডার বেন স্টোকসকে শূন্য রানে বোল্ড করেছেন ষষ্ঠ ওভারে। তখন স্বাগতিকদের স্কোর ছিল ১২ রানে ৩ উইকেট! শুরুর এই ধাক্কা কিছুটা হলেও কাটাতে চেষ্টা করেন অধিনায়ক জো রুট ও ওলি পোপ। এই জুটি ৫০ রান যোগ করলেও বেশিক্ষণ থিতু হতে পারেননি অধিনায়ক রুট। ইয়াসিরের লেগস্পিনে ১৪ রানে ফিরেছেন। তবে অলি পোপ এখনও ক্রিজে আছেন ৪৬ রানে, অপর প্রান্তে আছেন জস বাটলার (১৫)।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ২ জন আহত
মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ২ জন আহত
ইউনিয়ন পরিষদেও প্রশাসক নিয়োগের বিধান হচ্ছে
ইউনিয়ন পরিষদেও প্রশাসক নিয়োগের বিধান হচ্ছে
মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট তৈরির নির্দেশ
মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট তৈরির নির্দেশ
মার্কিন শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংহতি সমাবেশ
মার্কিন শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংহতি সমাবেশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার