X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

আরও বড় আন্তর্জাতিক দাবার আয়োজন মুজিববর্ষে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২০, ১৯:৪২আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৯:৪৮

জয়তু শেখ হাসিনা দাবার পুরস্কার বিতরণী              -সৌজন্য ছবি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে দাবায় বড় পরিসরে আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। সোমবার জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবার পুরস্কার বিতরণীতে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে প্রথমবারের মতো আয়োজিত তিন দিনব্যাপী এই দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন ইন্দোনেশিয়ান গ্র্যান্ডমাস্টার মেধারেন্ত সুসান্ত। স্বাগতিক বাংলাদেশসহ ১৫ দেশের ১৭ জন গ্র্যান্ডমাস্টারসহ মোট ৭৪ জন দাবাড়ু এই প্রতিযোগিতায় অংশ নেন।

স্থানীয় একটি হোটেলে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘উপমহাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার আমাদের দেশের। আমাদের দেশে ইতিমধ্যে ১৪০০ জনের মতো স্বীকৃত দাবা খেলোয়াড় রয়েছে। দাবার এই টুর্নামেন্ট আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই। আমাদের পরিকল্পনা আছে, আমরা মুজিববর্ষে বড় পরিসরে একটি আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার আয়োজন করবো।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘ক্রীড়ার উন্নয়নের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবসময় নজর রয়েছে। ক্রীড়াঙ্গনকে কেমন করে তিনি আলোকিত করবেন, কীভাবে এগিয়ে নেবেন সে বিষয়ে সর্বদাই তিনি চিন্তাভাবনা করেন। আগে আমাদের বিভাগীয় ও জেলা পর্যায়ে স্টেডিয়াম ছিল। আমরা এখন উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ করছি। ১২৫টি মিনি স্টেডিয়াম ইতিমধ্যে নির্মাণ হয়েছে। চলতি অর্থবছরে আরও ১৮৬টি নির্মাণ করার পরিকল্পনা আমাদের রয়েছে।’ দাবা খেলার প্রসার ও উন্নয়নে শিগগিরই দাবা ফেডারেশনকে স্থায়ী জায়গা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। মন্ত্রীর পাাশাপাশি বক্তব্য রাখেন সাউথ এশিয়ান দাবা কাউন্সিল ও দাবা ফেডারেশনের সভাপতি এবং পুলিশের মহাপরিদর্শক ড.বেনজির আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাবা ফেডারেশনের সহ-সভাপতি কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সারাফাত,  ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম ও দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম।

 

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনে কথা না বলায় প্রেমিকের জন্য খুনি ভাড়া করলেন সৌদিপ্রবাসী প্রেমিকা
ফোনে কথা না বলায় প্রেমিকের জন্য খুনি ভাড়া করলেন সৌদিপ্রবাসী প্রেমিকা
নৌকার টিকিট পেলেন নায়েব আলী
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচননৌকার টিকিট পেলেন নায়েব আলী
‘কাপ্তাই লেকের হারানো যৌবন ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে’
‘কাপ্তাই লেকের হারানো যৌবন ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে’
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে