X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

রিয়ালের ঘুরে দাঁড়ানোর ম্যাচ

স্পোর্টস ডেস্ক
২৭ অক্টোবর ২০২০, ১৩:০৭আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ১৩:৩৬

আজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবেন জিদান। ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগের শুরুটা ভালো হয়নি রিয়াল মাদ্রিদের। শাখতারের কাছে ৩-২ গোলে হারের পর মঙ্গলবার ঘুরে দাঁড়ানোর ম্যাচে মুনশেনগ্লাডবাখের মুখোমুখি হচ্ছে লস ব্লাঙ্কোসরা। দিবাগত রাত ২টায় ম্যাচটি দেখাবে সনি সিক্স।
শাখতারের কাছে হতাশায় শুরু হলেও রিয়াল মাদ্রিদ আত্মবিশ্বাস ফিরে পেয়েছে এল ক্লাসিকোতে জয়ের পর। প্রেরণা নিতে পারে অতীত অভিজ্ঞতা থেকেও।

আজকের প্রতিপক্ষ মুনশেনগ্লাডবাখ অবশ্য রিয়ালের জন্য নতুন কেউ নয়। ১৯৮৫ সালে তৎকালীন উয়েফা কাপে মুখোমুখি হয়েছিল দুই দল। জার্মানিতে হওয়ায় প্রথম লেগে মাদ্রিদকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছিল তারা। দ্বিতীয় লেগে ঘটে অবিশ্বাস্য প্রত্যার্বতন। ৪-০ গোলে তাদের হারিয়ে শেষ পর্যন্ত শিরোপাও নিশ্চিত করে রিয়াল।
তবে বরুশিয়া পার্কে আজকের ম্যাচটা যে সহজ হবে না সেটি মেনেই পরিকল্পনা সাজাচ্ছেন জিদান।সর্বশেষ ৫ ম্যাচেই অপরাজিত মুনশেনগ্লাডবাখ। চ্যাম্পিয়নস লিগে ইন্টারের সঙ্গে ২-২ গোলে ড্র করেই শুরু তাদের। তাই জিদানের লক্ষ্য, ‘ক্লাসিকোতে যেমনটা করেছি, সেটাই করে দেখাতে চাই। তবে দ্বিতীয় ম্যাচ হওয়ায় সহজ হবে না, আমাদের সেরাটা দেখাতে হবে। মাঠে আমাদের পুরোপুরি মনোযোগ দিয়ে খেলতে হবে।’ রিয়ালের জন্য সুখবর হচ্ছে তারা এই ম্যাচে ফিরে পাচ্ছে এডেন হ্যাজার্ডকে।

এদিকে ‘ডি’ গ্রুপে প্রথমবারের মতো ড্যানিশ চ্যাম্পিয়ন মিডজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ৬ বারের চ্যাম্পিয়ন লিভারপুল। ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত মিডজিল্যান্ড এবারই প্রথম চ্যাম্পিয়নস লিগে খেলছে। প্রথম ম্যাচে আয়াক্সকে ১-০ গোলে হারানো রেডরা জয়ের আশা করতেই পারে। কারণ উদ্বোধনী ম্যাচে এই মিডজিল্যান্ডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আতালান্তা। মঙ্গলবার দিবাগত রাত ২টায় ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন-১।   

এছাড়া ‘সি’ গ্রুপে পোর্তোকে ৩-১ গোলে হারিয়ে শুভ সূচনা করা ম্যানচেস্টার সিটি আজ মাঠে নামবে প্রাণভোমরা সের্হিয়ো আগুয়েরোকে ছাড়া। দলটির রেকর্ড গোল স্কোরার ছিটকে গেছেন হাঁটুর চোট নিয়ে। রাত ২টায় ম্যাচটি দেখাবে সনি টেন-২।

আতলেতিকো মাদ্রিদকে ৪-০ গোলে বিধ্বস্ত করা বায়ার্ন মিউনিখও মাঠে নামবে আজ। তাদের প্রতিপক্ষ লোকোমোটিভ মস্কো। মঙ্গলবার রাত ১১টা ৫৫ মিনিটে ম্যাচটি সম্প্রচার করবে সনি টেন-২। অপর দিকে ঘুরে দাঁড়ানোর মিশনে আতলেতিকো মাদ্রিদ আজ রাত ২টায় মুখোমুখি হবে সলসবুর্গের। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌকা নিয়ে দ্বিমত থাকলে তাদের নিয়ে কাজ করবো না: গণপূর্তমন্ত্রী
নৌকা নিয়ে দ্বিমত থাকলে তাদের নিয়ে কাজ করবো না: গণপূর্তমন্ত্রী
কেরানীগঞ্জে কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেফতার
কেরানীগঞ্জে কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেফতার
ড. মাহবুব উল্লাহর ‘আমার জীবন আমার সংগ্রাম’ বইয়ের পাঠ উন্মোচন 
ড. মাহবুব উল্লাহর ‘আমার জীবন আমার সংগ্রাম’ বইয়ের পাঠ উন্মোচন 
একসঙ্গে এই অভিনেতারা...
একসঙ্গে এই অভিনেতারা...
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই