X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

‘বাদল রায় দক্ষিণ এশিয়ার ফুটবলে অন্যতম প্রেরণাদায়ী ব্যক্তিত্ব’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২০, ২২:০৯আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ২২:১৮

গনেশ থাপা ও বাদল রায় সতীর্থ যখন মোহামেডানে                            -ছবি: গনেশ থাপা রবিবার প্রয়াত হয়েছেন বাদল রায়। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অন্যতম তারকা, তারও আগে যিনি মোহামেডানের তারকা। সংগঠক হিসেবে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন পরে। ৬০ বছর বয়সে বাদল রায়ের এমন প্রয়াণে দেশের গোটা ক্রীড়াঙ্গন শোকাহত। তবে দেশের গণ্ডি পেরিয়েও তার মৃত্যুর খবর পৌঁছে গেছে বাইরে। যেমন নেপালের সাবেক তারকা ফুটবলার গনেশ থাপা তাকে স্মরণ করেছেন গভীর ভালোবাসায়। ঢাকা মোহামেডানে একসময় বাদল রায়ের পাশে খেলে গেছেন গনেশ। সাবেক সতীর্থের অকালমৃত্যু নেপালের সাবেক স্ট্রাইকারকে নাড়া দিয়েছে ভীষণভাবে।

গনেশ একসময় অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন,  সাফেরও দায়িত্বে ছিলেন। নিজের ফেসবুক পেজে বাদল রায়ের সঙ্গে হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করে গনেশ লিখেছেন, ‘বাদল রায়ের অকালমৃত্যুতে গভীরভাবে দুঃখিত। খবরটা শুনে হতবাক হয়ে গিয়েছি। বাংলাদেশ ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ছিলেন তিনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি হিসেবেও কাজ করেছেন, তিনি ছিলেন দক্ষিণ এশিয়ার ফুটবলের অন্যতম প্রেরণাদায়ী ব্যক্তিত্ব।’

‘৮০ দশকে মোহামেডানে খেলেছেন গনেশ। স্ট্রাইকার হিসেবে খেলে খারাপ করেননি। সেই স্মৃতি রোমন্থন করে বলেছেন, ‘আমি মোহামেডান ক্লাবের হয়ে তার সঙ্গে বাংলাদেশে খেলেছি, দারুণ কিছু স্মৃতি আছে আমার তার সঙ্গে। এই কঠিন সময়ে তার বন্ধু এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। ভালো থাকবেন বাদল রায়।’

নেপালের ফুটবলকে প্রাতিষ্ঠানিকভাবে ভালো একটা জায়গায় তুলে নিয়ে যাওয়া গনেশ অবশ্য ১০ বছরের জন্য নিষিদ্ধ হয়ে আছেন। ঘুষ কেলেঙ্কারিতে তার নাম চলে আসায় ফিফার এথিকস কমিটি তাকে নিষিদ্ধ করে পাঁচ বছর আগে।

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ার সাজেদুলের অভিষেক
আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ার সাজেদুলের অভিষেক
দাবদাহে স্থবির চুয়াডাঙ্গার জনজীবন
দাবদাহে স্থবির চুয়াডাঙ্গার জনজীবন
বানিয়ে ফেলুন আমের কাশ্মিরি আচার
বানিয়ে ফেলুন আমের কাশ্মিরি আচার
ভোটে প্রভাব বিস্তাব করবেন না, মন্ত্রী-এমপিদের ইসি
ভোটে প্রভাব বিস্তাব করবেন না, মন্ত্রী-এমপিদের ইসি
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে